মাসে ১ লাখ টাকা বেতনের আইটি ফার্মে চাকরি পেতে চাইলে যা করবেন 

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
মাসে ১ লাখ টাকা বেতনের আইটি ফার্মে চাকরি
মাসে ১ লাখ টাকা বেতনের আইটি ফার্মে চাকরি

 

আপনি কি জানেন অন্য যেকোনো সেক্টরে কাজ করার চাইতে আইটি ফার্মে চাকরি করে আপনি অনেক বেশি আয় করতে পারেন! হ্যাঁ। আজকের এই আর্টিকেলে আমরা আপনাতে জানাতে চলেছি কিভাবে আপনি আইটি ফার্মে চাকরি করে অন্যান্য কাজের তুলনায় বেশি ইনকাম করতে পারেন। 

 

আপনি যদি সফটওয়্যার ডেভেলপার, সিস্টেম অ্যানালিস্ট, বা সাইবারসিকিউরিটি এক্সপার্ট হিসেবে আইটি ফার্মে চাকরি করতে চান তাহলে আপনিও একটি সুন্দর লাইফস্টাইল লিড করতে পারেন। আর যেভাবে করবেন তা জানতে অবশ্যই আমাদের সাথে থাকুন। 

 

আইটি ফার্মে চাকরি পাওয়ার আগে যা জানতে হবে 

এমন কিছু স্টেপ আছে যা আইটি ফার্মে চাকরি নেওয়ার আগে আপনাকে অবশ্যই জানতে হবে। এই বিশেষ স্টেপসমূহ না জানলে আপনি বেশ ঝামেলার মুখোমুখি হতে পারেন। তাই অবশ্যই এই স্টেপসমূহ আপনার জানা থাকা প্রয়োজন: 

 

আইটি ইন্ডাস্ট্রি বুঝতে পারা 

আইটি ফার্মে চাকরির খোজ শুরু করার আগে অবশ্যই আপনার এই আইটি ফার্মের কার্যক্রম বা আইটি শিল্প সম্পর্কে একটা ভালো ধারনা থাকা খুব প্রয়োজন। বর্তমান বিশ্বে আইটি ইন্ডাস্ট্রির কিছু বিখ্যাত এবং সহজ সেক্টর হলো:

  • সফটওয়্যার ডেভেলপমেন্ট
  • সফটওয়্যার ইঞ্জিনিয়ার 
  • সফটওয়্যার প্রোগ্রামার
  • নেটওয়ার্ক এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন
  • সাইবারসিকিউরিটি
  • সাইবারসিকিউরিটি অ্যানালিস্ট
  • এথিক্যাল হ্যাকার
  • সিকিউরিটি কনসালটেন্ট
  • ডেটা অ্যানালাইসিস এ্যান্ড ম্যানেজমেন্ট
  • ডেটা সায়েন্টিস্ট
  • ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর
  • আইটি সাপোর্ট

 

প্রয়োজনীয় স্কিল ডেভেলপমেন্ট 

আইটি ফার্মে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই টেকনিকাল এবং সফট স্কিল থাকতে হবে। কিভাবে এসব স্কিলসমূহ ডেভেলপ করবেন তা এখানে উল্লেখ করলাম:

 

টেকনিকাল ডেভেলপমেন্ট: টেকনিকাল ডেভেলপমেন্ট এর মধ্যে আপনাকে শিখতে হবে প্রোগ্রামিং ভাষা, যেমন জাভা, পাইথন, সি++, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি। তাছাড়া সফটওয়্যার ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে  অ্যাজাইল, স্ক্রাম, ডেভঅপস, টুলস এ্যান্ড প্ল্যাটফর্মের ক্ষেত্রে সফটওয়্যার ডেভেলপমেন্ট, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন, সাইবারসিকিউরিটি, ডেটা অ্যানালাইসিস এবং সার্টিফিকেশন এর ওপর দক্ষতা থাকা প্রয়োজন।

 

সফট স্কিল: আইটি ফার্মে চাকরি করতে হলে আপনাকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে এবং সেটি হলো দ্রুত সমস্যা সমাধান করার উপায়। তাছাড়া জানা থাকতে হবে কমিউনিকেশন স্কিল, কোনো একটি টিমের সাথে কাজ করার মতো স্কিল এবং সঠিক টাইম ম্যানেজমেন্ট।

 

স্ট্রং পোর্টফোলিও তৈরি করুন 

পোর্টফোলিও হলো আপনি যে এই কাজ সম্পর্কে দক্ষ তার প্রমাণ। সাধারণত আইটি ফার্মে চাকরি পেতে য স্কিলগুলো লাগে সেগুলো সব তুলে ধরতে হয় ওয়েবসাইট এর মাধ্যমে। আর আপনিও চাইলে এসব ওয়েবসাইট ব্যবহার করে স্ট্রং পোর্টফোলিও 

তৈরি করতে পারেন। এক্ষেত্রে বিভিন্ন ফ্রি ওয়েবসাইট সম্পর্কে জানতে ইউটিউব, চ্যাটজিপিটি এবং গুগলের সাহায্য নিন।

 

স্ট্রং নেটওয়ার্ক তৈরি করুন 

আইটি ফার্মে চাকরি করতে হলে আপনাকে শক্তিশালি নেটওয়ার্কিং সিস্টেম কন্টিনিউ করতে হবে। এক্ষেত্রে অবশ্যই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকতে হবে। বিশেষ করে লিংকড ইন এ সবসময় এক্টিভ থাকা সহ ফেইসবুক, ইন্সটাগ্রাম এ নিজের স্ট্রং প্রোফাইল বানাতে হবে। 

 

রিজিউমে তৈরি করুন

অনেকেই মনে করেন সিভি এবং রিজিউমে একই বিষয়। কিন্তু সিভি মূলত কাজে লাগে আগে কাজ করেছেন, কিন্তু নতুন কাজ খুঁজছেন এমন জবের ক্ষেত্রে। অন্যদিকে রিজিউমে লাগে একেবারে নতুন হিসেবে কোনো জবে এপ্লাই করতে। রিজিউমে তৈরির ক্ষেত্রে নিচে দেয়া টিপসগুলি ফলো করুন:

  • পরিষ্কার ফরম্যাট বাছাই করুন
  • টাইটেলে আপনার নাম দিন
  • প্রয়োজন অনুযায়ী বুলেট পয়েন্ট ইউজ করুন 
  • স্ট্রং সামারি লিখুন
  • নিজের স্কিল তুলে ধরুন 
  • আপনার ক্যারিয়ারের লক্ষ্য তুলে ধরুন 
  • ইন্টার্নশিপের অভিজ্ঞতা মেনশন করুন 
  • শিক্ষাগত যোগ্যতা তুলে ধরুন

 

ইন্টারভিউর জন্য প্রস্তুত হোন

আইটি ফার্মে চাকরি করার জন্য যারা উপরের স্টেপগুলি ঠিকভাবে ফলো করে আসছেন তারা নিশ্চয়ই ইন্টারভিউর জন্য কল পাবেন। আর এখান থেকেই আসল খেলা শুরু। 

  • কোম্পানির উপর রিসার্চ করুন 
  • কমন ইন্টারভিউ প্রশ্নের উত্তর জেনে নিন
  • প্রাক্টিকাল কাজ শিখে নিন 
  • বেতন নিয়ে টেকনিকালি কথা বলুন
  • ইন্টারভিউ বোর্ডকে প্রশ্ন করুন
  • চ্যালেঞ্জ দিলে ঘাবড়ানো বন্ধ করুন

 

হতে পারে আইটি ফার্মে চাকরি পাওয়াটা খুব ইজি নয়। কিন্তু আট দশ জন অলসের মাঝে যে নিয়মিত চেষ্টা করে যাচ্ছে তার কাছে ভালো কোনো সুযোগ আসার সম্ভাবনা খুব বেশি। সুতরাং নিয়মিত চেষ্টা চালিয়ে যান এবং স্কিল ডেভেলপ করতে থাকুন। হ্যাপি আর্নিং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ