বড় এবং জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলি যাদের টার্গেট অন্যান্য ইনফরমেশনের মতো ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা নিয়ে রিসার্চ করাটাও তাদের কাছে বরাবর ফরজ কাজের মতো। বাংলাদেশের শিক্ষার্থীসহ বহু আন্তর্জাতিক শিক্ষার্থীদের সবচেয়ে বড় স্বপ্নগুলির একটি এই বিশ্ববিদ্যালয়ে নিজের পছন্দের সাবজেক্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা। শুরুতেই বলে রাখি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কিন্তু দরকার শক্ত একাডেমির ব্যাকগ্রাউন্ড এবং ভালো আর্থিক অবস্থা। বাদ বাকিটুকুর ব্যাপারেও থাকা চাই পোক্ত। আসুন বিস্তারিত জানি৷
বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা
চলুন আর হেলাফেলা না করে সরাসরি পয়েন্টে চলে যাই। আলোচনা করি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা সম্পর্কে।
স্নাতক ভর্তি
যারা স্নাতকে ভর্তি হতে চান তাদের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা হিসাবে থাকতে হবে অসাধারণ একাডেমিক পারফরম্যান্স। এক্ষেত্রে নিশ্চিত করতে হবে:
এ-লেভেল যোগ্যতা: বাংলাদেশের শিক্ষার্থীরা যারা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান তাদের সাধারণত A-লেভেল সম্পন্ন করতে হয়। A*AA বা তার বেশি গ্রেড না পেলে আবেদনই করা যায় না। যদিও কোর্স অনুযায়ী পরিবর্তিত হতে পারে এসব শর্ত।
এইচএসসি এবং সমমান: A-লেভেলের পাশাপাশি যেসব সাধারণ স্টুডেন্ট আবেদন করতে চান তাদের এইচএসসি এবং সমমান ভালো রেজাল্ট শো করতে হবে। পাশাপাশি এইচএসসি যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের SAT বা ACT এর মত অতিরিক্ত টেস্টেও অংশ নিতে হবে। এসব টেস্টে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা অনুযায়ী স্কোর করতে না পারলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
অ্যাডমিশন টেস্ট: ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা হিসাবে বেশকিছু কোর্সে কিন্তু অ্যাডমিশন টেস্টেও ভালো স্কোর করার দরকার পড়ে। যেমন, ম্যাথমেটিকস অ্যাডমিশন টেস্ট (MAT), ল’ ন্যাশনাল অ্যাপটিটিউড টেস্ট (LNAT) ইত্যাদি।
ইংরেজির উপর স্কিল: অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা হিসাবে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতার ক্ষেত্রেও আছে ইংরেজির উপর স্কিল নামে বিশেষ এক পয়েন্ট। এক্ষেত্রে যারা IELTS দেবেন তাদের মিনিমাম ৭.০ পেতে হবে। অন্যদিকে যারা TOEFL দেবেন তাদের ন্যূনতম স্কোর হতে হবে ১১০। প্রতিটি বিভাগের জন্য থাকতে হবে ২৫ করে।
স্নাতকোত্তর ভর্তি
এবার আসি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতার ক্ষেত্রে স্নাতকোত্তর ভর্তিতে কি কি যোগ্যতা লাগবে সে ব্যাপারে। এক্ষেত্রে নিচের পয়েন্টগুলি নিজের সাথে ভালোভাবে মিলিয়ে নিন:
স্নাতক ডিগ্রি: আবেদনকারী শিক্ষার্থীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণির বা সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে।
সাবজেক্টিভ যোগ্যতা: কিছু প্রোগ্রামের জন্য নির্দিষ্ট যোগ্যতা বা এক্সপেরিয়েন্সের দরকার পড়তে পারে। যেমন, MBA প্রোগ্রামের জন্য কমপক্ষে তিন বছরের প্রফেশনাল এক্সপেরিয়েন্সের দরকার পড়ে।
রিসার্চ: পিএইচডি আবেদনকারীদের আবার কেমব্রিজের শিক্ষকদের গবেষণার সাথে সামঞ্জস্যপূর্ণ এমন রিসার্চ রেডি করে পাঠাতে হবে। আপনাকে সুযোগ দেবার আগে তারা সেই রিসার্চ ঘাঁটাঘাঁটি করে নেবেন।
ইংরেজির উপর স্কিল: স্নাতক প্রোগ্রামের মতই ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতার ক্ষেত্রে ইংরেজিতে ভালো দখল থাকতে হবে। IELTS স্কোর ৭.৫ বা TOEFL স্কোর ১১০ না থাকলে আবেদনের ক্ষেত্রে যোগ্য হিসাবে ধরা হবে না।
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ফ্রি স্কলারশিপ
আপনি কিন্তু চাইলেই ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ফ্রি স্কলারশিপ নিতে পারেন। বিভিন্ন বৃত্তি এবং আর্থিক সহায়তার আন্ডারে আপনি এসব সুযোগ পাবেন। এক্ষেত্রে হাফ খরচ কিংবা ফুল টিউশন ফি এবং লিভিং কস্ট তারা কভার করবে। এই ধরণের বেশকিছু স্কলারশিপ হলো:
গেটস ক্যামব্রিজ স্কলারশিপ
গেটস কেমব্রিজ স্কলারশিপ হলো স্নাতকোত্তর শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তৈরি করা একটি ফ্রি স্কলারশিপ। এই স্কলারশিপ আপনার বিমান ভাড়া দেবে, লাইফস্টাইলের খরচ দেবে এবং ফুল টিউশন ফি কভার করবে।
ক্যামব্রিজ ট্রাস্ট স্কলারশিপ
ক্যামব্রিজ ট্রাস্ট স্কলারশিপও স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পাওয়া ফ্রি স্কলারশিপ। ফুল কিংবা হাফ টিউশন ফি মওকুফসহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে এই স্কলারশিপের আন্ডারে।
কমনওয়েলথ স্কলারশিপ
স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য প্রদান করা হয় এই ফ্রি স্কলারশিপ। তবে এই স্কলারশিপ পাওয়ার অন্যতম শর্ত হলো পড়াশোনা শেষে দেশের উন্নয়নে অবদান রাখার শর্ত দিতে হবে।
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ
সবাই যে ফ্রিতে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে তা কিন্তু নয়। এক্ষেত্রে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি খরচ কত কিংবা পড়াশোনা শেষ করতে লাগে তা জেনে রাখা জরুরি। আসুন সবমিলিয়ে কত লাগতে পারে সে-সম্পর্কে জানি:
স্নাতক ফি হিসাবে লাগতে পারে ৩-৪ কোটি টাকা
স্নাতকোত্তর ফি হিসাবে লাগতে পারে ৩-৬ কোটি টাকা
থাকা-খাওয়ার খরচ হিসাবে লাগবে ২ কোটি টাকা
ইতি কথা
সুতরাং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা এবং খরচসহ সবকিছু বিস্তারিত জেনে পড়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা আজ থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করতে পারেন৷ আপনার কোর্স নিয়ে ভালোমতো রিসার্চ করে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত কোর্সের তথ্য ঘেঁটে নিন। আশা করি আপনার এই বিশ্বমানের প্রতিষ্ঠানে পড়াশোনা করার স্বপ্ন বেশ দ্রুত পূরণ হবে।