শিরোনাম:
টাকা না থাকলেও কম খরচে যেভাবে ঘুরে আসবেন কক্সবাজার মহরম কত তারিখে ২০২৫ সালে: মহরম মাসের ইতিহাস | ফজিলত | কারবালার শিক্ষা বাংলাদেশ থেকে ভিসা ছাড়া ভ্রমণ করা যায় কোন কোন দেশে কানাডা জব ভিসা প্রসেসিং কেমন এবং খরচ কত  বাংলাদেশের সেরা ভ্রমণ স্থান: বাংলাদেশের সেরা পর্যটন কেন্দ্র বাংলাদেশে সস্তায় ট্রেন ভ্রমণ করার উপায়: কিভাবে টিকিট কাটবেন এবং কি কি করবেন  মাত্র ৫০-৫৫ হাজার টাকায় ৫ দিনের থাইল্যান্ড ট্যুর প্ল্যান  দেশে ফিরেও কোথাও ঠাঁই মেলেনি প্রবাসী তমিজ উদ্দিনের দেশে রেমিট্যান্স পাঠাবেন যেভাবে: বাংলাদেশের শীর্ষ রেমিট্যান্স প্রদানকারী দেশসমূহ জার্মানিতে DAAD MIDE Scholarships স্কলারশিপে থাকছে ১ লাখ ১০ হাজার টাকা মাসিক ভাতা 

বিভিন্ন মোবাইল চার্জিং সমস্যা সমাধানের কিছু প্রয়োজনীয় ট্রিকস 

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শনিবার, ২০ জুলাই, ২০২৪
মোবাইল চার্জিং সমস্যা
মোবাইল চার্জিং সমস্যা

 

আমাদের সবাই কম বেশি চার্জিং সমস্যা মোকাবিলা করি। অনেক সময় দেখা যায় ফোনে চার্জিং সমস্যা নিয়ে মেকানিক কিংবা মোবাইলের দোকানে চলে যায়। অথচ দেখা যায় কিছু কিছু সমস্যা আমরা বাসায় বসে নিজেই ঠিক করে ফেলতে পারি। 

 

আজ আপনাদের সাথে তেমন কিছু ট্রিকস শেয়ার করব। মোবাইল ফোনের চার্জ হচ্ছে নাহ, ব্যাটারির বা ফোনে  চার্জ থাকছে নাহ, নতুন ফোন কিনলেন অথচ চার্জার দিয়ে চার্জিং হচ্ছে না ইত্যাদি। এমন সমস্যাই আপনাদের কিছু করণীয় যা অনুসরণ করলে আপনি সহজে এবং দ্রুত বাসায় বসে চার্জিং সমস্যার সমাধান করতে পারবেন। 

 

মোবাইল ফোনের চার্জিং সমস্যা সমাধানে আপনি নিচের ট্রিকসগুলো অনুসরণ করতে পারেনঃ 

 

১. ফোনে চার্জ হচ্ছে নাহ: জেনে নিন সমাধান 

ফোনে চার্জ না হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে৷ তার মধ্যে কিছু বিষয় আমরা ভুলবসত কারণে হয়, কিছু টেকনিক্যাল সমস্যার কারণে হয়। নিচের ট্রিকসগুলো আপনাকে বাসায় বসে সমস্যা সমাধানে সহায়তা করবে। 

  • ক্যাবল পরীক্ষা করুন
  • ক্যাবলটি সঠিকভাবে কাজ করছে কি-না তা নিশ্চিত করুন
  • অন্য ক্যাবল ব্যবহার করে দেখুন
  • অ্যাডাপ্টর পরিবর্তন করুন
  • আপনার ফোনের সফটওয়্যার আপডেট না থাকলে আপডেট করুন
  • ফোনের চার্জিং পোর্টটি পরিষ্কার করুন

২. চার্জিং ক্যাবল কাজ করছে না: জেনে নিন সমাধান 

অনেক সময় দেখা যায় চার্জিং ক্যাবলে সমস্যা হলে আমরা বুঝতে পারি নাহ। শুধু ফোনে সমস্যা থাকলে যে চার্জ হয় না, বিষয়টা এমন নয়। ক্যাবল জনিত সমস্যার করণেও ফোনের চার্জিং এ সমস্যা হতে পারে। নিচের কৌশলগুলো আপনাকে দ্রুত সমস্যা সমাধানে সাহায্য করবে। 

  • আপনার ক্যাবল দিয়ে চার্জ না হলে অন্য ক্যাবল কিংবা নতুন ক্যাবল ব্যাবহার করে দেখুন
  • ক্যাবলের সংযোগ সঠিকভাবে আছে কি-না যাচাই করুন
  • অন্যথায় নতুন ক্যাবল ব্যবহার করুন

 

৩. ফোন চার্জিং হয়ে বন্ধ হয়ে যাচ্ছে: জেনে নিন সমাধান 

আমরা অনেক সময় লক্ষ্য করি, ফোন চার্জে দিলাম কিন্তু চার্জ হওয়ার পর ফোন বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে ব্যাটারির সমস্যা থাকতে পারে। ব্যাটারি পুরোনো হলে এ সমস্যা দেখা দেয়। এছাড়াও অন্যান্য সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে আপনার করণীয়ঃ

  • ফোন রিস্টার্ট দিন 
  • ব্যাটারি পুরনো হলে নতুন ব্যাটারি লাগান

 

৪. নতুন ফোনে চার্জিং সমস্যা: জেনে নিন সমাধান 

নতুন ফোন কিনে বাসায় আসলেন। হঠাৎ লক্ষ্য করলেন ফোনে চার্জ হচ্ছে নাহ। তখন আপনি কি করবেন? ফোনটিকে পুনঃরায় দোকানে নিয়ে যাবেন? এটা খুবই কষ্ট সাধ্য! তাই ফোন কেনার সময় অবশ্যই ওয়ারেন্টি কার্ড দেখে কিনবেন। যাতে যেকোনো ধরনের সমস্যা সমাধানের জন্য আপনি ওয়ারেন্টি কার্ড ব্যবহার করতে পারেন। 

এছাড়াও নিচের কৌশলগুলো অবলম্বন করতে পারেন। 

  • নতুন ফোন কেনার সময় ওয়ারেন্টি কার্ড চেক করবেন
  • চার্জিং এ সমস্যা হলে ওয়ারেন্টি ক্লেইম করবেন
  • নতুন ফোনে সফটওয়্যার আপডেট দেওয়া আছে কি-না যাচাই করুন
  • না থাকলে সফটওয়্যার আপডেট দিন

 

৫. ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে: জেনে নিন সমাধান

আমরা অনেকেই ফোনের সঠিক ব্যবহারের ঘাটতি থাকার কারণে চার্জ দ্রুত শেষ হয়ে যাই।সেক্ষেত্রে নিচের ট্রিকসগুলো আপনার কাজে লাগবে। 

  • ফোনের পাওয়ার সেভার মোড “ON” রাখুন
  • ফোনের ব্যাকগ্রাউন্ড অ্যাপস থাকলে তাতে দ্রুত চার্জ শেষ হয়
  • ব্যাকগ্রাউন্ড এ্যাপস বন্ধ রাখুন
  • ফোন স্ক্রিন-এর ব্রাইটনেস সবসময় কমিয়ে রাখুন

 

ফোনের চার্জ ধরে রাখার উপায়

আমাদের বিভিন্ন কাজে বাসা থেকে বের হতে হয়। তখন ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে গেলে আমরা বিপদে পড়ি। তাই ফোনের চার্জ যেন দ্রুত শেষ হয়ে না যায় সে দিকে লক্ষ্য রাখা উচিত। নিচের কৌশলগুলো আপনাকে ফোনের চার্জ ধরে রাখতে সাহায্য করবে। 

  • অপ্রয়োজনীয় ফিচার (যেমন- ওয়াই-ফাই, ডাটা, ব্লুটুথ) বন্ধ রাখবেন
  • ফোনের চার্জ ধরে রাখতে পাওয়ার ব্যাংক ব্যাবহার করতে পারেন

 

৭. ফোনের চার্জ স্লো হচ্ছে: জেনে নিন সমাধান 

ফোনের চার্জ আগে ১ঘন্টায় ১০০% হতো। অথচ এখন আপনি ফোন চার্জে দিয়ে ২-৪ ঘন্টা বসে থাকতে হচ্ছে । চার্জ যেন দ্রুত হয় তার জন্য আপনি নিচের কাজগুলো করতে পারেন। যেমন:

  • চার্জিং স্লো হলে ক্যাবল পরিবর্তন করে দেখুন
  • এছাড়াও ব্যাকগ্রাউন্ড এ্যাপস ও অন্যান্য ফিচার বন্ধ রাখুন
  • চার্জে রেখে ফোন ব্যাবহার করবেন নাহ

 

৮. ওয়্যারলেস চার্জিং সমস্যা: জেনে নিন সমাধান 

আমরা অনেকে বহনের সুবিধার জন্য ওয়্যারলেস চার্জার ব্যবহার করি। কিন্তু মাঝেমধ্যে এটির সঠিক অবস্থানের কারণে চার্জিং হয় নাহ। ফোন ও ওয়্যারলেস চার্জারের দূরত্বের কারণেও হতে পারে। সুতরাং:  

  • ওয়্যারলেস চার্জার ও ফোনের অবস্থান ঠিক করুন
  • সঠিক অবস্থানে রাখুন
  • ওয়্যারলেস চার্জার পরিবর্তন করে নতুন ওয়্যারলেস চার্জার দিয়ে চার্জিং হচ্ছে কি-না যাচাই করুন

 

৯. ব্যাটারির চার্জ ধরে না: জেনে নিন সমাধান

অধিকাংশ সময় ব্যাটারির সমস্যার পাশাপাশি অন্য সমস্যাও থাকতে পারে। যার কারণে ব্যাটারির চার্জ স্থায়ী হয় নাহ। সেক্ষেত্রে নিচের ট্রিকস ব্যবহার করে ফোনের চার্জিং না হওয়ার কারণ নিশ্চিত করতে পারেন। 

  • পাওয়ার হাংরি এ্যাপসগুলো বন্ধ করুন
  • কিছু এ্যাপস ব্যাবহারে পাওয়ার বেশি খরচ হয়
  • ফোনের সেটিংসে গিয়ে ব্যাটারি কন্ডিশন চেক করুন
  • যদি ব্যাটারির সাস্থ্য খারাপ হয় তাহলে নতুন ব্যাটারি লাগান
  • ব্যাকগ্রাউন্ড এ্যাপস বন্ধ রাখুন

১০. মোবাইল চার্জিং সমস্যা: জেনে নিন সমাধান 

বিভিন্ন কারণে মোবাইলে চার্জিং সমস্যা সৃষ্টি হয়। তার মধ্যে কিছু অন্যতম কারণ হলো ক্যাবলের শর্টসার্কিট নষ্ট হওয়া, ক্যাবল পয়েন্টের ভুল সংযোগ, চার্জিং পোর্টে ধূলো জমা ইত্যাদি। নিচের কৌশলগুলো আপনাকে বাসায় বসে সমস্যা সমাধান কিছুটা সহায়তা করবে। 

  • ক্যাবল পয়েন্ট সঠিকভাবে সংযুক্ত করুন
  • চার্জ না হলে নতুন ক্যাবল ব্যবহার করে দেখুন
  • ক্যাবলের চার্জিং পোর্টে ধুলো জমলে তা পরিষ্কার করুন
  • ব্যাকগ্রাউন্ড এ্যাপস বা ভিডিও বন্ধ রাখুন

 

উপরোক্ত টিপসগুলি ফলো করলে আপনার ফোনের চার্জিং সমস্যা অনেকাংশেই সমাধান করতে পারবেন। এতে যদি সমস্যার সমাধান না হয় তাহলে মোবাইলের দোকানে গিয়ে মোবাইল চেক করাবেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ