Samsung এর সবচেয়ে দামি ফোন কে না ইউজ করতে চায়! আপনিও যদি তাদের মধ্যে একজন হন তাহলে আপনার জন্যই আজকের এই আর্টিকেলটি। এই আর্টিকেলে আমরা আলোচনা করব ফোনটি পরিচিতি, মাথা নষ্ট করা সব ফিচার, ভালো দিক, দাম কত এবং কোথায় পাওয়া যাবে তা নিয়ে।
Samsung Galaxy S24 Ultra হলো Samsung এর সবচেয়ে দামি ফোন। এটিতে রয়েছে 6.8 ইঞ্চি ডিসপ্লে। ফোন টিতে ব্যবহার করা হয়েছে ডায়নামিক AMOLED ডিসপ্লে। যার ফলে এটি আপনাকে অত্যন্ত স্মুথ পারফরম্যান্স দিবে।
এই ফোনে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm SM8650AC Snapdragon 8 Gen3। ফলে গেমিং ও মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে খুবই চমৎকার ফোন এটি । Samsung Galaxy S24 Ultra দিচ্ছে অভাবনীয় ক্যামেরা।
এতে রয়েছে কোয়াড-ক্যামেরা সেটআপ। যাতে ব্যবহার করা হয়েছে হাই রেজুলেশন এর সেন্সর, টেলিফটো ও পেরিস্কোপ লেন্স, সুপার জুম করার ক্ষমতা। এছাড়াও এটিতে চার্জ হয় খুব দ্রুত। এটি বর্তমানে মাথা নষ্ট করা ফিচারের একটি চমৎকার ফোন।
যারা Samsung এর সবচেয়ে দামি ফোনের ফিচার সম্পর্কে জানতে চান তাদের জন্যই আর্টিকেলের এই অংশটি। আশা করছি Samsung Galaxy S24 Ultra চমৎকার সব ফিচারগুলো আপনার মন জয় করে নেবে।
ডিজাইন এবং ডিসপ্লে: এই Samsung Galaxy S24 Ultra ফোনটির ডিসপ্লে পাবেন 6.8 ইঞ্চির ডাইনামিক ডিসপ্লে। যারা অনেক ভালো রেজুলেশনের ফোন চান তারা এই ফোনটি নিতে পারেন। এটির রেজুলেশন Quad HD+ (3200×1440)। তাছাড়াও এই ফোনে ব্রাইটনেস অনেক ভালো।
ক্যামেরা সিস্টেম: এই Samsung এর সবচেয়ে দামি ফোনের ব্যাক ক্যামেরা রয়েছে দুর্দান্ত 200MP ওয়াইড-অ্যাঙ্গেল যা আপনাকে খুব সুন্দর ও কমফোর্টেবল এক্সপেরিয়েন্স দেবে। 3X অপটিক্যাল জুম টেলিফোটো লেন্সের কারণে আপনি খুব ক্লিয়ার জুম ভিউ পাবেন। সাথে তো রয়েছে আকর্ষণীয় পেরিস্কোপ লেন্স। এটির ফ্রন্ট ক্যামেরা 40MP ।ফলে আপনি সুপার স্টেডি ভিডিও, 8k ভিডিও রেকর্ডিং এবং সব থেকে মাথা নষ্ট করার ফিচার AI ফটোগ্রাফি করতে পারেছেন।
সফটওয়্যার ও ফিচার: এটিতে রয়েছে One UI 6.0 সহ android 14 সুপার অপারেটিং সিস্টেম। এখানে আকর্ষণীয় ফিচার হচ্ছে S pen integration এবং Under display fingerprint sensor।
ব্যাটারি এবং চার্জিং: এই ফোনটির 5000mAh এর ব্যাটারি রয়েছে। যার তারযুক্ত চার্জিং 45W ও এবং সুবিধাজনক ওয়ারলেস চার্জিং 25W। এতে রিভার্স ওয়্যারলেস চার্জিং সিস্টেম ও রয়েছে।
কানেক্টিভিটি: অন্যদিকে এই Samsung এর সাথে সবচেয়ে দামি ফোনের রয়েছে সাব-6GHz এবং mmWave এর 5G support। wi-fi এর ক্ষেত্রে 7 ও ব্লুটুথ 5.3। NFC রয়েছে এবং সাথে ইউএসবি Type-C 3.2
বিল্ড: এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে আর্মার অ্যালুমিনিয়াম ফ্রেম, সামনে এবং পেছনে গরিলা গ্লাস ভিক্টাস২।
অতিরিক্ত ফিচার: অতিরিক্ত বৈশিষ্ট্য হিসেবে রয়েছে নক্স সিকিউরিটি সুট, FNC সহ স্যামসাং পে। অডিওর ক্ষেত্রে রয়েছে স্পিকার AKG Dolby Atmos Support এ সুর তৈরি করার সুযোগ।
Samsung Galaxy S24 Ultra ফোনে প্রচুর ফ্রেন্ডলি সুবিধা রয়েছে। তার মধ্যে হাই ক্যামেরা সেটআপ যেটা দিয়ে AI ফটোগ্রাফি করা করা যায়। যা একমাত্র আপনি এই ফোনেই পাবেন। এছাড়া অন্য কোন ফোনে এই সুযোগটি নেই। তাছাড়াও নিরাপত্তা ও সুপার অডিও কোয়ালিটি অন্যতম।
এই ফোনটি যেহেতু অনেক উন্নত তাই এর দাম একটু বেশিই হবে। আপনারা যারা ভালো ফিচারের ফোন চান, বছরের পর বছর ইউজ করতে চান তারা এই ফোনটি একবার দাম দিয়ে কিনে বছরের পর বছর ঝামেলা মুক্ত থাকতে পারেন। Samsung Galaxy S24 Ultra এর দাম আলোচনা করতে গেলে এখানে খেয়াল রাখতে হবে যে ভিন্ন র্যাম ও স্টোরেজের ফোন রয়েছে। ফলে সব ফোনের দাম এক না। কারণ দামের ক্ষেত্রে ফোনের র্যাম ও স্টোরেজ ম্যাটার করে।
12GB RAM / 256 GB Storage: 12GB RAM এর সাথে 256GB স্টোরেজের ফোনটি যদি আপনি নিতে চান তবে সেদিন দাম পড়বে ১ লক্ষ ৪০ হাজার টাকা থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা।
12GB RAM / 512GB Storage: অন্যদিকে 12GB RAM এর সাথে যারা 512GB স্টোরেজের ফোনটি নিতে ইন্টারেস্টেড তাদের গুনতে হবে আনুমানিক ১ লক্ষ ৫৫ হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষ ৬৫ হাজার টাকা।
16GB RAM / 1TB Storage: আর 16GB সুপার RAM এর সাথে যারা 1TB এর বিশাল স্টোরেজ যারা চান তবে তাদের খরচ করতে হবে ১ লক্ষ ৭৫ হাজার টাকা থেকে ১ লক্ষ ৮৫ হাজার টাকা ।
তবে এটা মনে রাখতে হবে যে আমদানি কর সহ বিভিন্ন ব্যবসায়ী কারণে দামের পরিবর্তন দেখা দিতে পারে।
Samsung এর সবচেয়ে দামি ফোন পাবেন বাংলাদেশের লোকাল শপগুলোতে। তবে যদি আপনি অনলাইনে কেনাকাটা করতে কমফোর্ট ফিল করেন তাহলে অনলাইনের কোন ট্রাস্টেড শপ থেকে ফোনটি কিনতে পারেন।
Samsung এর সবচেয়ে দামি ফোন Samsung Galaxy S24 Ultra সম্পর্কে তো জানলেন এবার কেনার পালা। আপনার কোন কনফিগারেশন এর ফোনটি পছন্দ হয়েছে তা আমাদেরকে কমেন্টে জানান।