টেকনোলজির দেশ জাপান। যেখানে স্কলারশিপ করা কিংবা পছন্দের ক্যাটাগরিতে জব করাটা অনেকের কাছেই স্বপ্ন। আপনিও যদি তাদের মতো হয়ে থাকেন তবে আমাদের আজকের এই লেখাটি আপনার জন্যে। যেখানে থাকছে জাপানে স্কলারশিপ পাওয়ার উপায়, খরচ এবং গাইডলাইনসহ যাবতীয় সকল তথ্য। সুতরাং সাথেই থাকুন।
জাপানে বিভিন্ন ধরণের স্কলারশিপ চালু রয়েছে। আপনি চাইলে যেকোনো একটি পছন্দ করে নিতে পারেন আপনার ভবিষ্যৎ প্ল্যানিংয়ের উপর। তবে এক্ষেত্রে আপনাকে প্রথমে কোন স্কলারশিপের জন্য যোগ্য তা বুঝতে হবে। মূলত এই যোগ্যতার উপর ভিত্তি করে আবেদন করতে হবে। যাইহোক জাপান স্কলারশিপের ধরণগুলি হলো:
MEXT স্কলারশিপ: MEXT স্কলারশিপ মনবুকাগাকুশো স্কলারশিপ নামেও বেশ পরিচিত। জাপানি সরকার এই স্কলারশিপটিতে স্নাতক, মাস্টার্স এবং পিএইচডি শিক্ষার্থীদের সুযোগ দিয়ে থাকে।
JICA স্কলারশিপ: JICA স্কলারশিপ হলো বাংলাদেশের মতো উন্নয়নশীর দেশের স্টুডেন্টদের জন্য। এই স্কলারশিপের আন্ডারে আপনি রিসার্চ এবং পোস্টগ্রাজুয়েট প্রোগ্রাম কমপ্লিট করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় ভিত্তিক স্কলারশিপ: বর্তমানে অনেক জাপানি বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব স্কলারশিপ প্রোগ্রাম আয়োজন করে থাকে। যেমন যেমন University of Tokyo Scholarship, Ritsumeikan University Scholarship এর কথা বলা যেতে পারে।
JASSO স্কলারশিপ: সবশেষে বলবো JASSO স্কলারশিপের কথা। এই ধরণের Japan Student Services Organization স্কলারশিপগুলি সরকারি এবং বেসরকারি বিভিন্ন ফান্ডিংয়ের আন্ডারে থাকে।
এবার আসি জাপানে স্কলারশিপ পাওয়ার যোগ্যতার ব্যাপারে। মনে রাখবেন প্রতিটি স্কলারশিপের যোগ্যতার মানদণ্ড কিন্তু আলাদা আলাদা। সুতরাং:
১. যারা MEXT স্কলারশিপ করবেন তাদের মাঝে স্নাতক শিক্ষার্থীদের বয়স হতে হবে ২৫-এর নিচে, পোস্টগ্রাজুয়েট শিক্ষার্থীদের বয়স হতে হবে ৩৫-এর নিচে।
২. ভালো একাডেমিক রেকর্ড না থাকলে কোনো জাপানিজ স্কলারশিপের জন্যই আবেদন করা যাবে না। মনে রাখতে হবে বেশিরভাগ প্রোগ্রামের জন্য ৩.০ বা তার বেশি GPA লাগে।
৩. জাপানিজ স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে অবশ্যই ইংরেজি বা জাপানি ভাষায় দক্ষতা থাকতে হবে।
৪. আবেদনকারীকে ইংরেজি প্রোগ্রামের জন্য IELTS/TOEFL স্কোর এবং জাপানি প্রোগ্রামের জন্য JLPT (Japanese-Language Proficiency Test) পাশ করতে হবে।
জাপানে স্কলারশিপ পাওয়ার উপায় হিসাবে এবারে আমরা বেশকিছু বিশ্ববিদ্যালয় লিস্ট দেখবো যেখানে আবেদন করলে স্কলারশিপ পাওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে:
জাপানে স্কলারশিপ পাওয়ার জন্য আপনাকে আগেভাগেই প্রয়োজনীয় পেপার্স রেডি করে রাখতে হবে। এক্ষেত্রে নিতে হবে:
সবকিছু ঠিকঠাক থাকলে এবং নিজেকে প্রস্তুত মনে করলে আপনি আবেদন শুরু করতে পারেন। মনে রাখবেন এসব ক্ষেত্রে সময় হাতে নিয়ে ঠান্ডা মাথায় বসে আবেদন করা দরকার। আপনি চাইলে নিজের আবেদন নিজেই ঘরে বসে অনলাইনে সেরে নিতে পারেন। আর তা যদি সম্ভব না হয় বা না চান সেক্ষেত্রে সরাসরি কোনো কম্পিউটার দোকান থেকে কাজটা সারিয়ে নিতে পারেন। আসুন জেনে নিই কিভাবে আবেদন করবেন:
এবার আসি টাকার প্রশ্নে। স্কলারশিপের ধরণ অনুযায়ী এই এমাউন্ট পরিবর্তীত হতে পারে। তবে রাফ একটি আইডিয়া দেখে আসি চলুন: