যারা অনেক কম খরচে বাইরে স্কলারশিপ করতে চান তাদের জন্য বেস্ট অপশন হতে পারে চীন। কারণ স্কলারশিপের টিউশন ফি সহ চীনের অনেককিছুরই প্রাইজ হাতের নাগালে। সুতরাং যারা খরচের ভয়ে স্কলারশিপ করতে পারছেন না তারা চীন বেছে নিতে পারেন। আশা করি চীনে স্কলারশিপ পাওয়ার উপায় জানলে এবং ধাপে ধাপে নিজেকে প্রস্তুত করতে পারলে বেশ দ্রুত স্কলারশিপ নিয়ে পৌঁছে যাবেন চীনে।
চীন কিন্তু সরকারী এবং বেসরকারী উভয় ধরনেরই স্কলারশিপ প্রদান করে থাকে। সুতরাং আপনাকে আপনার একাডেমিক প্রোফাইল এবং স্টাডি ফিল্ডের সাথে যায় এমন টাইপের স্কলারশিপ বেছে নিতে হবে। আসুন তবে চীনে স্কলারশিপ পাওয়ার উপায় হিসেবে এই স্কলারশিপের ধরণ জেনে নিই:
চীনে স্কলারশিপ পাওয়ার উপায় হিসাবে এবারে জানবো মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় কোয়ালিফিকেশন বা যোগ্যতা। অর্থ্যাৎ আবেদন করতে হলে কি কি যোগ্যতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদন করার সময় আবেদনকারীকে:
কোন ধরণের স্কলারশিপ নেবেন এবং আপনার যোগ্যতা কতটুকু তা জানার পর আপনাকে প্রোগ্রাম বেছে নিতে হবে। যা বেছে নেওয়ার সময় অবশ্যই আপনার ফিউচার প্ল্যান এবং আগ্রহকে মাথায় রাখতে হবে। যদিও আবেদন এপ্রুভ হলে তারাই আপনাকে একটি লিষ্ট দেবে এবং আপনাকে সেখান থেকে বেছে নিতে হবে। স্কলারশিপের বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে চায়না স্কলারশিপ কাউন্সিল (CSC) ওয়েবসাইট চেক করতে পারবেন।
এরপর আপনাকে প্রয়োজনীয় সব ডকুমেন্টস রেডি করতে হবে। আর এই কাজটা একটু আগেভাগেই করা শুরু করে দিলে ভালো হয়। কারণ অনেকসময় বিভিন্ন ডকুমেন্টস অথোরাইজড করতে গিয়েও অনেক সময় নষ্ট করতে হয়। যাইহোক ডকুমেন্টস হিসাবে যেসব কাগজপত্র সাথে রাখবেন:
এরপর আবেদন করার পালা। এক্ষেত্রে CSC অ্যাকাউন্ট তৈরি করতে হবে। বলে রাখা ভালো CSC মূলত একটি ওয়েবসাইট। এরপর আপনাকে আপনার প্রোগ্রামের ভিত্তিতে উপযুক্ত ক্যাটাগরি নির্বাচন করতে হবে। আবেদন ফর্ম পূরণ করুন এবং প্রয়োজনীয় সব ডকুমেন্টস আপলোড করে আবেদন করতে হবে। CSC আবেদন জমা দেওয়ার পরে, আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবার আলাদা করে আবেদন করবেন। কারণ প্রতিটি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত নিয়ম বা কোয়ালিফিকেশন থাকতে পারে।
চীনে স্কলারশিপ পাওয়ার উপায় হিসাবে এই পর্যায়ে আপনাকে ইন্টারভিউর জন্য প্রস্তুত হতে হবে। এই ইন্টারভিউ সরাসরি বা অনলাইনে হতে পারে। সুতরাং আগে থেকেই একাডেমিক লক্ষ্য, গবেষণার আগ্রহ এবং চীনে পড়াশোনা করার মোটিভেশন সম্পর্কে আলোচনার করার প্রিপারেশন নিয়ে রাখুন।
আশা করি আজকে আলোচনা করা সকল চীনে স্কলারশিপ পাওয়ার উপায় ফলো করলে এবং নিজেকে সঠিকভাবে প্রস্তত রাখতে পারলে আপনি সহজেই পেয়ে যাবেন স্বপ্নের স্কলারশিপ। মনে রাখবেন আবেদন কিন্তু সময়মতো করতে হবে। পাশাপাশি নিজেকে প্রস্তুত করতে হবে হাতে যথেষ্ট সময় রেখেই!