সৌদি আরবের কোম্পানি ভিসা আবেদন করবেন যেভাবে: খরচ কত পড়বে?  

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
সৌদি আরবের কোম্পানি ভিসা

 

আপনি যদি সৌদি আরবে গিয়ে ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সৌদি আরবের কোম্পানি ভিসা আবেদন করতে হবে। কারণ নির্দিষ্ট সময়ের জন্য সৌদি আরবে কাজ এবং বসবাস করতে চাইলে এই ভিসা ডকুমেন্ট থাকা আবশ্যক। আসুন তবে এব্যাপারে আজ বিস্তারিত আলোচনা করি। 

 

সৌদি আরবের কোম্পানি ভিসা আবেদন করতে কি কি লাগে?

সৌদি আরবের কোম্পানি ভিসা আবেদন করতে হলে মূলত থাকতে হবে: 

 

বৈধ পাসপোর্ট: আপনার পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাসের বেশি থাকতে হবে।

 

চাকরির ডকুমেন্টস: সৌদি আরবের একটি কোম্পানির পক্ষ থেকে আপনার নামের উপর একটি চাকরির ডকুমেন্ট থাকতে হবে। যেখানে আপনাকে তারা চাকরির জন্য চেয়েছে তার প্রমাণ দেওয়া থাকবে। 

 

ভিসা আবেদন ফর্ম: লাগবে সঠিকভাবে পূরণকৃত ভিসা আবেদন ফর্ম। মনে রাখবেন এই ফর্ম কিন্তু আবেদনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসাবে বিবেচিত হবে। 

 

পাসপোর্ট সাইজের ছবি: রিসেন্টলি তোলা পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এক্ষেত্রে রঙিন ছবি দেবেন এবং প্রফেশনাল প্রোফাইলের ছবি দেওয়ার চেষ্টা করবেন। কোনো ধরণের সেলফি এই আবেদনের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। 

 

মেডিকেল রিপোর্ট: যেকোনো অনুমোদিত হাসপাতাল বা ক্লিনিক থেকে মেডিকেল রিপোর্ট নিতে হবে। যাকে প্রফেশনালি বলা হয় মেডিকেল টেস্ট রিপোর্ট। এই রিপোর্ট প্রমাণ করবে সৌদি আরবে কাজ করতে যাওয়ার ক্ষেত্রে আপনি সম্পূর্ণ ফিট। 

 

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট: বাংলাদেশে থেকে এপ্রুভ একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটেরও দরকার পড়বে। 

 

স্পন্সর লেটার: সবশেষে লাগবে সৌদি আরবের নিয়োগকর্তার পক্ষ থেকে একটি স্পন্সর লেটার।

 

সৌদি আরবের কোম্পানি ভিসা আবেদন করবেন কিভাবে? 

এবার সরাসরি আসি সৌদি আরবের কোম্পানি ভিসা আবেদন করবেন কিভাবে সে ব্যাপারে। এক্ষেত্রে নিচের স্টেপগুলি ফলো করতে পারেন: 

  • প্রথমে আপনাকে সৌদি আরবের একটি কোম্পানির কাছ থেকে চাকরির অফার পেতে হবে 
  • বৈধ পাসপোর্ট, মেডিকেল রিপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসহ সব ডকুমেন্ট রেডি করতে হবে
  • ভিসা আবেদন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ তা জমা দিতে হবে সৌদি আরবের দূতাবাস বা কনস্যুলেটে
  • ক্লিনিক বা হাসপাতাল থেকে মেডিকেল টেস্ট রিপোর্ট নিতে হবে
  • আবেদন জমা দেওয়ার পর, ভিসা এপ্রুভের জন্য অপেক্ষা করতে হবে 

 

সৌদি আরবের কোম্পানি ভিসার বেতন

সৌদি আরবের কোম্পানি ভিসার বেতন কত হতে পারে তা নির্ভর করবে আপনি কোন ধরণের চাকরি পেলেন তার উপর৷ তাছাড়া নিজে কতটুকু কাজ পারেন এবং কোন শহরে কাজ করছেন তার উপরও এই বেতনের পরিমাণ নির্ভর করতে পারে। তবে সৌদি আরবের কোম্পানি ভিসার বেতন রাফ একটি আইডিয়া পেতে নিচের পয়েন্টগুলিতে ফোকাস করতে পারেন: 

  • কোনো কাজ না জানলে মাসে ২৫,০০০ – ৩৫,০০০ টাকা
  • আংশিক কাজ জানলে ৩৫,০০০ – ৬০,০০০ টাকা
  • পুরোপুরি কাজ জানলে ৬০,০০০ – ৯০,০০০ টাকা
  • হাই স্কিল থাকলে ১,০০,০০০ – ২,৫০,০০০ টাকা

 

সৌদি আরবের কোম্পানি ভিসার খরচ

সাধারণত সৌদি আরবে আপনাকে যারা চাকরির অফার দেবে বা চাকরির সুযোগ দেবে তারাই সৌদি আরবের কোম্পানি ভিসার খরচ বহণ করবে। তবে কিছু খরচ কর্মীদেরও বহন করতে হতে পারে। নিচে সৌদি আরবের কোম্পানি ভিসার খরচের রাফ আইডিয়া দেওয়া হলো: 

  • ভিসা প্রসেসিং খরচ খরচে লাগবে ৫০-৯০ হাজার টাকা
  • মেডিকেল টেস্ট ফি হিসাবে লাগবে ৫-১০ হাজার টাকা
  • কোম্পানি ফি হিসাবে লাগতে পারে ৩০-৭০ হাজার টাকা
  • ফ্লাইট টিকিট বাবদ খরচ পড়তে পারে ৩৫-৬০ হাজার টাকা

 

মোট কথা যারা সৌদি আরবের কোম্পানি ভিসা আবেদন করতে চান তাদের সবকিছু মিলিয়ে বাজেট করতে হবে ৯০ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ ৭০ হাজার টাকা পর্যন্ত। আর হ্যাঁ! আরেকটা বিষয় মাথায় রাখবেন! সৌদি আরবে কোম্পানি স্পন্সরকৃত ভিসার প্রসেসিং সময় সাধারণত ২ থেকে ৬ সপ্তাহ সময় নিয়ে থাকে। সুতরাং সময় হাতে নিয়ে আবেদন করবেন৷ 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ