হেডফোন আমাদেরই কমবেশি প্রতিদিনই ব্যবহার করতে হয়। তাই যদি এই হেডফোন ভালোমতো কাজ না করে বা অল্প দিনে নষ্ট হয়ে যায় তাহলে তো বিরাট সমস্যা।
এই সমস্যার সমাধান হিসাবে আমাদের আজকের লেখাটি। কম দামের হেডফোন সম্পর্কিত তথ্য, দাম এবং অন্যান্য বিষয়।
বাংলাদেশে কম বাজেটের হেডফোনের জন্য, আপনি Xiaomi, Realme বা JBL-এর মতো ব্র্যান্ড ট্রাই করতে পারেন। কম দামের হেডফোনের মধ্যে Xiaomi ব্র্যান্ডের Mi Basic Earphones, Realme Buds Classic, বা JBL C50HI-এর মতো মডেলগুলি কিন্তু বেস্ট অপশন!
আর এসব প্রোডাক্ট ঘরে বসে অর্ডার করতে বিভিন্ন ইলেকট্রনিক্স স্টোর বা অনলাইন মার্কেটপ্লেসে যেমন Daraz বা AjkerDeal-এ ঢু মারতে পারেন। চলুন তবে আর দেরি না করি! সরাসরি চলে যায় কম দামের হেডফোন পরিচিতি ও প্রাইজ সম্পর্কিত মূল লেখায়।
Xiaomi Mi বেসিক ইন-ইয়ার হেডফোন হলো শাউমি ব্র্যান্ডের একটি কম দামের হেডফোন। যা তৈরি করা হয়েছে আরামদায়ক ergonomic ডিজাইনের সাহায্যে। সহজে কল করার জন্য, গান শোনার জন্য এবং যেকোনো কিছু রেকর্ড করার জন্য এই হেডফোন পার্ফেক্ট। এই হেডফোনের দাম মাত্র ৫০০ টাকা।
কম দামের হেডফোন হিসাবে Realme Buds টু ইন-ইয়ার হেডফোন হতে পারে পারফেক্ট চয়েজ। বলে রাখা ভালো এটি একটি এয়ারবাড। এর মাইক্রোফোন যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি। আর এই ধরনের হেডফোনের দাম ৮০০ টাকা।
ফিলিপস SHE1505 ইন-ইয়ার হেডফোন বেশ আরামদায়ক একটি হেডফোন। যারা কথা বলার সময় কিংবা গান শোনার সময় পারফেক্ট অডিও চান তারা এই কম দামের হেডফোনটি কিনতে পারেন। আর এটি কিনতে হলে আপনাকে গুনতে হবে ৬০০ টাকা।
কম দামের হেডফোনের মধ্যে Sony MDR-ZX110 অন-ইয়ার হেডফোন
নামের এই হেডফোনটি ট্রাই করা যেতে পারে। এই হেডফোনের বিশেষ দিক হলো এটি ওজনে হালকা এবং সহজে ভাঁজ করা যায়। তাছাড়া এটি নিজের সাথে রাখাটাও ইজি। যারা নিয়মিত ব্যবহারের জন্য কম দামের হেডফোন খুঁজছেন তারা এই হেডফোনটি মাত্র ১০০০ টাকায় কিনে নিতে পারেন।
Huawei AM115 ইন-ইয়ার হেডফোন নামের এই হেডফোনটিও কম দামের হেডফোনগুলির মধ্যে একটি। এই হেডফোনটিতে রয়েছে আর্গোনমিক ডিজাইন সহ হাই-ফাই সাউন্ড কোয়ালিটি। হেডফোনটির তারও বেশ টেকসই। যারা এই হেডফোনটি কিনতে চান তারা মাত্র ৬০০ টাকায় এটি কিনে নিতে পারেন।
আর্টিকেলের এই অংশে আমরা জানব কম দামের হেডফোন কেনার আগে কি কি মাথায় রাখা উচিত সে-সম্পর্কে।
কম দামের হেডফোন কেনার আগে অবশ্যই সাউন্ড কোয়ালিটি চেক করে নেবেন। সাউন্ড কোয়ালিটি ঠিক না থাকলে সেই হেডফোন কেনার কোনো দরকার নেই। তা যত কম দামেরই হোক না কেনো!
পাশাপাশি সেই হেডফোন ব্যবহার করার সময় আরাম পাবেন কিনা তা চেক করুন। কারণ যারা অনেকক্ষণ ধরে হেডফোন ব্যবহার করবেন তাদের উচিত আরামদায়ক হেডফোন কেনা। সবসময় চেষ্টা করুন স্বনামধন্য ব্র্যান্ডের হেডফোন কেনার।