কি? টাইটেল পড়ে কি অবাক হচ্ছেন? অবাক হবার কোনো কারণ নেই। আপনি কিন্তু চাইলেই এআই ব্যবহার করে কোটিপতি হবার জবগুলি করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের সুবিধার্থে ১০ টি জব নিয়ে আজ আলোচনা করবো। সুতরাং সাথেই থাকুন।
এআই ব্যবহার করতে জানলে আপনি সাইবার সিকিউরিটির জব করতে পারবেন। কারণ এআইয়ের সাহায্যে এখন সহজেই ক্রিমিনাল ধরা যায়, কেইস চালানো যায় এবং কেইসের কোনদিকে মোড় নিচ্ছে তা বোঝা যায়।
তাছাড়া বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে সাইবার ক্রাইমের পরিমাণ বেড়ে গেছে। লজিক্যালি বেড়েছে সাইবার সিকিউরিটির প্রয়োজনীয়তা। সুতরাং আপনিও চাইলে এই সুযোগকে কাজে লাগাতে পারেন।
আপনার যদি মার্কেটিংয়ের প্রতি ঝোঁক থাকে তাহলে আপনি কেবল এআইয়ের সাহায্যেই মার্কেটিং চালিয়ে নিতে পারবেন এবং ভালোই রেজাল্ট পাবেন।
তাছাড়া বর্তমানে মার্কেটিং জবের চাহিদা কোনো অংশে কম নয়। প্রায় প্রতিটা কোম্পানিতেই লাগে মার্কেটিং এক্সপার্ট। যদি আপনার করা কাজের মাধ্যমে কোম্পানি লাভ করতে পারে তাহলে গতানুগতিক প্রোফিটের চাইতে বাড়তি অর্থও আর্ন করার সুযোগ পাবেন এই সেক্টরে।
এই যুগে এসে চাহিদা বেড়েছে গেমিং এবং এন্টারটেইনিং কোম্পানির। এআই ব্যবহার করতে পারলে বা নিজেকে প্রো বানাতে পারলে আপনিও এসব গেমিং এবং এন্টারটেইনিং কোম্পানির হাই পেয়িং সেক্টরগুলিতে জব করার সুযোগ পাবেন।
কারণ এআইয়ের সাহায্যে এসব সেক্টরের বিভিন্ন কন্টেন্ট ও গেইম বানানো যায় বেশ দ্রুত। পাশাপাশি বিভিন্ন আইডিয়া নিতেও কাজে লাগে এআই টুলসের। সুতরাং এই সুযোগ হাতছাড়া করতে না চাইলে নিজেকে এআই সেক্টরে প্রো হিসাবে তৈরি করুন এবং যেকোনো গেমিং এবং এন্টারটেইনিং কোম্পানির জবে যোগ দিন৷
খানিকটা অবাক লাগলেও এআই বর্তমানে কৃষিখাতের জন্যে সবচেয়ে বেশি প্রয়োজনীয় সেক্টর। বিভিন্ন আইডিয়া, রোগের সমাধান এবং অন্যান্য সুবিধা পেতে কৃষিখাতে ব্যবহার করতে পারেন বিভিন্ন এআই টুলস।
যেহেতু ধারণাটি নতুন সেহেতু এখনো এই সেক্টরে কম্পিটিশন কম। সুতরাং সহজেই নিজের জায়গা তৈরি করে নেওয়া যাবে। পাশাপাশি এআইয়ের উপর দক্ষ হবার কারণে এই সেক্টর থেকে আর্ন করা যাবে প্রচুর পরিমাণ অর্থ।
বর্তমানে লোডশেডিংয়ের প্রচুর সমস্যা হচ্ছে। যার কারণে প্রয়োজন বাড়ছে এনার্জি খাতের। প্রয়োজন বাড়ছে এই সেক্টরে রিসার্চের, উৎপাদনের। পাশাপাশি বিদ্যুৎ খাতও দৈনন্দিন জীবনের সবচেয়ে প্রয়োজনীয় খাতগুলির একটি হয়ে উঠেছে।
সবকিছু বিবেচনা করে এসব খাতের উন্নতির জন্যেই দরকার পড়ছে এআই। কারণ এআই কম সময়ে প্রচুর আইডিয়া এবং প্রচুর কনসেপ্টসহ নানানভাবে সাহায্য করার ক্ষমতা রাখে।
আর আপনি যদি এসব বিষয় পরিচালনা করার ক্ষমতা রাখেন তাহলে আপনি জিতে গেছেন! হাই পেয়িং সব জব সেক্টর কেবল আপনারউ অপেক্ষায়!
অটোমেশন যানবাহন সেক্টরে এআই ইঞ্জিনিয়াররা সেল্ফ-ড্রাইভিং প্রযুক্তি ডেভেলপ করার যোগ্যতা রাখে। তাছাড়া নেভিগেশন সিস্টেম ডেভলপ করতে এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতেও প্রয়োজন পড়ে এআই সার্ভিস বা ব্যবহারের।
এআই স্কিলের পাশাপাশি যদি আপনার মেশিন লার্নিং, কম্পিউটার ভিশন এবং রোবোটিক্সে দক্ষতা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই! অটোমেশন যানবাহন এবং পরিবহন সেক্টরের হাই পেয়িং প্রতিটি জব সেক্টরের জন্যই আপনাকে যোগ হিসাবে গণ্য করা হবে।
মার্কেটিং কিংবা ই কমার্স সব সেক্টর দ্রুত সময়ে ভালো কন্টেন্ট পেতে এখন আর মানুষ লাগে। লাগে এআইয়ের ম্যাজিক। তবে এই ম্যাজিক তৈরিতেও হতে হবে দক্ষ।
সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অপ্টিমাইজ করে মার্কেট নিয়ে কাজ করার জন্যই মূলত এই দক্ষতার প্রয়োজন। ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং মার্কেট ইনসাইট নিয়ে যদি আপনি দক্ষ হয়ে উঠেন এবং এই দক্ষতার সাথে রাখেন এআইয়ের ব্যবহার তাহলে আপনি যেকোনো জব সেক্টরে জব পেয়ে যাবেন।
অ্যালগরিদমিক ট্রেডিং এর মতো স্বয়ংক্রিয় কাজগুলি করিয়ে নিতে এখন আর নিজেকে খাঁটিয়ে মারতে হয় না। চাইলেই আপনি এআই ব্যবহার করে কম সময়ে এসব কাজে সেরে নিতে পারবেন।
তাছাড়া মার্কেট রিসার্চ, মার্কেটে ঝুঁকি কেমন তা বের করা এবং কখন কেমন ট্রেড করলে ভালো হবে সবকিছু জানতে ও বুঝতে এআই ব্যবহার করে বিভিন্ন কোম্পানি দ্রুত অনেক মুনাফা অর্জন করছে।
আপনিও চাইলে তাদের এই মুনাফঅ অর্জনের মাধ্যম হতে পারেন। বিনিময়ে চার্জ করতে পারেন একটি হ্যান্ডসাম এমাউন্ট।
মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করে এআইয়ের সাহায্যে মেডিক্যাল ডেটা বিশ্লেষণ, রোগ নির্ণয় এবং চিকিৎসান প্ল্যান করা হয়।
আপনি যদি মেডিকেলের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এআইয়ের ব্যবহার শিখে আপনিও পারবেন এআই স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ বা মেডিকেল ডেটা বিশ্লেষক হিসেবে জব সেক্টরে কাজ করার।
মেশিন লার্নিং অ্যালগরিদম, ডেটা ভিজ্যুয়ালাইজেশন করে ডেটা সাইন্স ও এনালাইটিক্সের অনেক কাজ সম্পন্ন করা যায়। আর এসব কাজ আরো দ্রুত, কম সময়ে সারতে চাইলে দরকার এআইয়ের উপর বিশেষ দক্ষতা। তবে পাওয়া যাবে হাই পেয়িং জব।