নতুন ল্যাপটপ কেনার আগে যে বিষয় গুলি জানা জরুরি

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

 

ফ্রিল্যান্সিং কিংবা অফিস জবের ২০/৩০% কাজ মোবাইলের সাহায্য করা গেলেও অনেকক্ষেত্রেই ল্যাপটপের প্রয়োজন পড়ে। যাদের ল্যাপটপ নেই তাদের কিন্তু নতুন ল্যাপটপ কেনার আগে বেশকিছু বিষয় মাথায় রাখতে হয়। চলুন তবে আজ নতুন ল্যাপটপ কেনার আগে যে বিষয় গুলি জানা জরুরি সে বিষয় সম্পর্কে জানি। 

 

১. সঠিক অপারেটিং সিস্টেম বেছে নিন

Windows, macOS এবং Chrome OS হলো বাজারের প্রধান ৩ টি অপারেটিং সিস্টেম। এসব অপারেটিং সিস্টেমের মাঝে আপনাকে যেকোনো একটি পছন্দ করে নিতে হবে। তবে যদি পরামর্শ চান সেক্ষেত্রে বলবো macOS এবং Chrome OS এর তুলনায় Windows ১০ বেশ ভালোই সাপোর্ট দিয়ে থাকে। যাইহোক অপারেটিং সিস্টেম বাছাই করার পূর্বে জেনে নিন: 

  • আইফোন এবং আইপ্যাডের macOS ভালোই সাপোর্টিভ সার্ভিস দিয়ে থাকে
  • সাধারণত Chrome OS সিস্টেম Windows এবং macOS এর তুলনায় কম ফিচার অফার করে 
  • ইন্টারনেট ব্রাউজিং, মিডিয়ার ব্যবহারসহ সবকিছুতে ভালো সাপোর্ট পেতে Windows সিস্টেম কেনাটাই বেশ লজিক্যাল 

 

২. সাইজ চেক করুন

যারা সাধারণ ব্যবহারের জন্য ল্যাপটপ কিনতে চান তাদের ছোট সাইজের ল্যাপটপ কিনলেও কোনো সমস্যা নেই। তবে যারা গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজ করতে চান তাদের উচিত বড় সাইজের ল্যাপটপ কেনা। 

 

সাধারণত বর্তমানে বাজারে থাকা ল্যাপটপের স্ক্রীনের মাপ ১১ থেকে ১৭ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। তবে ১১/১২/১৪ ইঞ্চিরগুলি যেখানে সেখানে নিয়ে যাওয়াটা সহজ। আর স্ট্যান্ডার্ট স্ক্রিন মাপ হলো ১৫.৬। 

 

৩. সিপিউ এবং স্টোরেজ 

নতুন ল্যাপটপ কেনার সময় সিপিইউ, জিপিইউ, র‌্যাম, স্টোরেজ বেছে নেওয়াটা জরুরি। ইন্টেল সিপিইউগুলি আগে বেশ জনপ্রিয়তা অর্জন করলেও বর্তমানে এএমডির নতুন রাইজেন সিপিইউগুলি বেশ ভালো সার্ভিস দিচ্ছে।

 

বলে রাখা ভালো বর্তমান সময়ে ন্যূনতম ৮GB RAM না হলে চলে না। আর যদি ১৬GB বা তার বেশি RAM আছে এমন ল্যাপটপ কেনা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। 

 

৪. জিপিইউ চেক করুন 

আপনি যদি নতুন কিনতে চাওয়া ল্যাপটপে কোনো ধরণের গেম না খেলেন এবং গ্রাফিক্সের কোনো কাজ না করেন সেক্ষেত্রে ব্যবহারের জন্য আপনার প্রতিদিনের কম্পিউটিং কাজ চালিয়ে যাওয়ার জন্য ল্যাপটপের সাথে এটাচড জিপিইউ-ই যথেষ্ট হবে। 

 

তবে ল্যাপটপে ভারী কাজ বিশেষ করে ডিজাইনিং, গেমিং কিংবা মুভি দেখার জন্য Nvidia-এর সর্বশেষ আপডেট করা GeForce RTX™ ৩০ নাম্বার সিরিজের আলাদা GPU টি কালেক্ট করে নিতে পারেন৷ 

 

৫. ল্যাপটপের ডিসপ্লে দেখুন 

LCD-এর উপরে একটি OLED ডিসপ্লে আছে এমন ফিচারের ল্যাপটপ কিনতে পারলে ল্যাপটপে আপনি ভালোই ডিসপ্লে সার্ভিস পাবেন। আর একই ডিভাইসকে ল্যাপটপ বা ট্যাবলেট হিসাবে ব্যবহার করার মতো ফিচার খুঁজলে টু ইন ওয়ান ডিসপ্লের ল্যাপটপগুলি ট্রাই করতে পারেন৷ 

 

অফিসিয়াল কাজে যদি ভিডিও কলে যোগাযোগ করার দরকার পড়ে সেক্ষেত্রে সমাধান হিসাবে ল্যাপটপ কেনার সময় এর এইচডি ওয়েব ক্যাম ফিচারের বিষয়টিও নিশ্চিত করে নেবেন। 

 

মনে রাখবেন নতুন ল্যাপটপ কেনার আগে যে বিষয়গুলি জানা জরুরি সে বিষয়গুলি নিয়ে ল্যাপটপ সেলারের সাথে আলোচনা না করে নিজেই সময় নিয়ে রিসার্চ করা উচিত। সেই সাথে বাজেটের দিকটাও পরিচিতজনদের সাহায্য নিয়ে মেইনটেইন করবেন। আশা করি ল্যাপটপ কিনতে গিয়ে ঠকবেন না। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ