মোবাইল দিয়ে লোগো ডিজাইন করার উপায়: মোবাইল দিয়ে লোগো তৈরি

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

 

যারা আপাতত গ্রাফিক্স ডিজাইনিং শিখতে চান তারা এই যাত্রাটুকু হাতে থাকা মোবাইলের সাহায্যে শুরু করতে পারেন। এক্ষেত্রে প্রয়োজন পড়বে ডিজাইন সেন্স, সফটওয়্যার বা টুলস এবং আপনার সামান্য স্কিল। চলুন একে একে বিস্তারিত আলোচনা করা যাক। 

 

মোবাইল দিয়ে লোগো ডিজাইন করার উপায়

মোবাইল দিয়ে লোগো ডিজাইন করার উপায় হিসাবে আপনি চাইলে এমনকিছু অ্যাপস ব্যবহার করতে পারেন যেসব নিয়ে কাজ করার ক্ষেত্রে ল্যাপটপ বা কম্পিউটারের কোনো প্রয়োজন পড়ে না। 

 

ক্যানভা

শুরুতেই বলবো ক্যানভার কথা। এটি কিন্তু মোবাইলেও ব্যবহার করা যায়। এটি আপনাকে মোবাইল দিয়ে লোগো ডিজাইন করার পাশাপাশি আপনাকে বিভিন্ন টি-শার্ট ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ভিডিও এডিটিং ইত্যাদির ক্ষেত্রে সাহায্য করবে। 

 

ক্যানভা ব্যবহারের সুবিধা

  • ক্যানভা অ্যাপে আপনি অনেক লোগো টেমপ্লেট পাবেন
  • সহজে পোস্টার, ফ্লায়ার, লোগো, বিজনেস কার্ড বানাতে ক্যানভার জুড়ি মেলা ভার
  • ক্যানভাতে হাজার হাজার বিনামূল্যে টেমপ্লেট, ছবি, আইকন এবং স্টিকার রয়েছে

 

হ্যাচফুল 

আপনারা হয়তো কখনোই পূর্বে এই হ্যাচফুল অ্যাপের কথা শুনেননি। এটি শপিফাইয়ের বেশ জনপ্রিয় একটি অ্যাপ। বর্তমানে এটি গ্রাহকদের ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমেও সার্ভিস দিয়ে থাকে। 

 

হ্যাচফুল অ্যাপ ব্যবহারের সুবিধা

  • সহজেই লোগো, কভার ফটো এবং ব্যানার তৈরি করা যাবে
  • ইচ্ছেমতো টেমপ্লেটের সাহায্য নিয়ে লোগো বানাতে পারবেন 
  • নির্বাচন করা বিভাগের উপর ভিত্তি করে লোগো টেমপ্লেট সাজেস্ট করবে

 

লোগো মেকার 

লোগো মেকার অ্যাপটি মূলত আপনি কনটেন্ট আর্কেড দ্বারা তৈরি। বর্তমানে এর ব্যবহারকারীর সংখ্যায় প্রায় ১০ মিলিয়নেরও বেশি। লোগো, বিজনেস কার্ড, ফ্লায়ার, থাম্বনেল এবং আরও অনেক কিছু তৈরি করতে এই অ্যাপটি এখনোই ডাউনলোড করুন। 

 

লোগো মেকার অ্যাপের সুবিধা 

  • লোগোগুলিকে বিভিন্ন ডিভাইসে দেখতে Google ড্রাইভে সিঙ্ক করা যায়
  • টেমপ্লেট ট্যাব থেকে পছন্দমতো টেমপ্লেট ব্যবহারের সুযোগ রয়েছে
  • লোগোর পাশাপাশি এর সাহায্যে ফ্লায়ার, থাম্বনেল এবং আরও ডিজাইন তৈরি করা যাবে 

 

লোগো ডিজাইন আইডিয়া কোথায় পাবো? 

বলা হয়ে থাকে সাইকোলজি অফ কালার সম্পর্কে আইডিয়া না থাকলে ভালো লোগো ডিজাইন করা যায় না। সেই সাথে লাগে ভালো ব্র্যান্ডি এবং ডিজাইন কন্সেপ্ট। চলুন জেনে লোগো ডিজাইন আইডিয়া কিভাবে পাবেন। এক্ষেত্রে নিচের সেক্টরগুলি ইউজ করতে পারেন:

 

বিগ ব্র্যান্ড: বিগ ব্র্যান্ড হলো একটি ডিজাইনিং প্ল্যাটফর্ম। যেখান থেকে ডিজাইনার হায়ার করা হয়। তবে এখানে আপনি আপলোডকৃত বেশকিছু হাই কোয়ালিটির ডিজাইনও পাবেন। 

 

ফ্যাডেক্স লোগো: E এবং X এর মধ্যে লুকানো কনসেপ্টসহ বিভিন্ন আইডিয়ার ডিজাইন পাবেন এখানে। যা থেকে আপনি নিজেই ভালো কিছু তৈরি করতে সক্ষম হবেন৷ 

 

নাইন্টি নাইন ডিজাইন: আপনি যদি অনেক খোঁজাখুঁজির পরও ভালো কোনো ডিজাইন আইডিয়া না পান সেক্ষেত্রে 99designs Discover দেখতে পারেন। এখানে বিভিন্ন ক্যাটাগরি দ্বারা দ্বারা ফিল্টার করা ডিজাইন পাবেন। 

 

বিহ্যান্স: এখানে মূলত আপনি কখনও কখনও একই ডিজাইনার দ্বারা, কখনও কখনও একটি একক থিমকে ঘিরে তৈরি করা বিভিন্ন ডিজাইনের লোগো পাবেন। যা আপনার আইডিয়াকে আরো বাড়িয়ে দেবে। 

বলে রাখা ভালো উপরোক্ত মোবাইল দিয়ে লোগো ডিজাইন করার প্রতিটি অ্যাপই কিন্তু আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তাছাড়া ডিজাইন আইডিয়া পাওয়ার যেসব প্ল্যাটফর্ম সম্পর্কে আলোচনা করেছি সেসব প্ল্যাটফর্মও কিন্তু ফ্রিতে ব্যবহার করা যায়। 

 

যদিও আমাদের সাজেশন থাকবে আপাতত মোবাইলের সাহায্যে লোগো প্র্যাকটিস করলেও ভবিষ্যতে ল্যাপটপ বা ডেস্কটপেই ফোকাস করাটা উত্তম হবে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ