IELTS-এর জন্য পড়াশোনা শুরু করতে হলে প্রয়োজন পড়বে টাইমসেন্স এবং পরিশ্রম করার মন-মানসিকতা। এক্ষেত্রে সঠিকরূপে আইএলটিএস পড়ার রুটিন তৈরিতে যাদের গাইডলাইনের প্রয়োজন তারা নিচের টিপসগুলি ফলো করতে পারেন। আমরা চেষ্টা করবো ৪ সপ্তাহ বা ১ মাসের একটি রুটিন শেয়ার করার। আশা করি কাজে দেবে।
আইএলটিএস পড়ার রুটিনের ক্ষেত্রে প্রথম ২ দিন সাধারণ একটি ওভারভিউ সম্পর্কে রিসার্চ করার চেষ্টা করুন। সেই সাথে IELTS পরীক্ষার ফরম্যাট নিয়েও ঘাটাঘাটি করুন।
৩ নাম্বার দিন থেকে শুরু করে ১৩ নাম্বার দিনের মধ্যে আপনাকে IELTS পরীক্ষার জন্য শব্দভান্ডারের উপর ফোকাস করতে হবে। যতবেশি পারেন ততবেশি শব্দ শেখার চেষ্টা করুন। কেবল অর্থ না শিখে বাক্য গঠন, সিনোনিমসহ সবকিছু আয়ত্বে আনুন।
এবারে আপনাকে মেইন পড়ার মিশনে ঢুকতে হবে। আইএলটিএস পড়ার রুটিন করতে করতে ইতিমধ্যেই আপনি অনেককিছু জেনে যাবেন, শিখে যাবেন। এবার শব্দভান্ডার, পরীক্ষার ফরম্যাট সবকিছু জানা বিষয়ের সমন্বয়ে নিচের টিপসগুলি ফলো করুন:
যারা IELTS পরীক্ষা ৮/৯ পেতে চান তারা চাইলেই বাসায় বসে পরিপূর্ণভাবে IELTS প্রস্তুতি নেওয়ার উপায় মেনে ভালোকিছু করতে পারেন। এক্ষেত্রে:
আপনার প্রস্তুতি শুরু করার আগে, IELTS পরীক্ষার চারটি বিভাগের সাথে নিজেকে পরিচিত করে তুলুন। শোনা, পড়া, লেখা এবং কথা বলার মাধ্যমে আপনি এই পরীক্ষার ফরম্যাট বুঝে নিতে পারবেন।
নিজেকে বোঝার ক্ষেত্রে আমি বলবো ইংরেজিতে নিজের দূর্বলতা কতটুকু এবং নিজের কনফিডেন্স কতটুকু তা বোঝার চেষ্টা করার কথা। নিজেকে বুঝলে রুটিন সাজিয়ে দ্রুত এগিয়ে যাওয়া সহজ হবে।
বাস্তবসম্মত লক্ষ্য সেট করে পড়াশোনার একটি রুটিন সেট করে নিন। মনে রাখবেন IELTS ব্যান্ড স্কোরের জন্য একটি স্পষ্ট লক্ষ্য স্থাপন করতে না পারলে কিন্তু ছিটকে পড়তে হবে। সুতরাং প্রতিটি বিভাগের জন্য সময় বরাদ্দ করে রুটিন তৈরি করে ফেলুন।
আইএলটিএস পড়ার রুটিন ফলো করলেই কেবল হবে না। সেই সাথে বিভিন্ন শিক্ষা উপকরণকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। ভিডিও সহ বিভিন্ন ধরণের শিক্ষা উপকরণ পেতে সরাসরি গুগর করুন। আশা করি পেয়ে যাবেন।
আইএলটিএস পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইংরেজি। সুতরাং এখানে টিকতে হলে আপনাকে অবশ্যই ইংরেজি চর্চা করতে হবে। বিভিন্ন ফর্ম্যাটে ইংরেজি বিষয়বস্তুর নিয়মিত ভিডিও দেখুন, কন্টেন্ট লিখুন কথা বলার চর্চা করুন।
শুধুমাত্র আইএলটিএস পড়ার রুটিন তৈরি করলেই হবে না! এটি নিয়মিত মেনে চলতে হবে। যেহেতু আইইএলটিএস পরীক্ষায় সময় সীমাবদ্ধ থাকে, সেহেতু সময় ব্যবস্থাপনার বিষয়েও সচেতন থাকতে হবে। সেই সাথে নিয়মিত রিডিং-এ স্কিমিং এবং স্ক্যানিং, অথবা স্পিকিংয়ের মতো বিষয়গুলিকে চর্চায় রাখতে হবে।