লোগো তৈরী করার সফটওয়্যার

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
লোগো তৈরী করার সফটওয়্যার
লোগো তৈরী করার সফটওয়্যার

 

লোগো হলো যেকোনো ব্র্যান্ডের প্রতীক। যেহেতু এটি সম্পূর্ণ ব্র্যান্ডকে প্রমোট করে সেহেতু এটি তৈরি করতে হবে যথেষ্ট প্রফেশনাল আইডিয়ার উপর ভিত্তি করে। এক্ষেত্রে মানসম্মত লোগো তৈরী করার সফটওয়্যার সম্পর্কেও আইডিয়া থাকা উচিত। চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনা করি। 

 

Adobe Illustrator: লোগো তৈরী করার সফটওয়্যার

মোবাইল অ্যাপ আইকন, টাইপফেস, লোগো ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইনসহ সব ধরণের ডিজাইন তৈরি করা যাবে এই লোগো তৈরী করার সফটওয়্যারের সাহায্যে। 

 

Adobe Illustrator এর মাধ্যমে কিন্তু প্রতিটি ডিজাইনই আপনি চাইলে SVG, PDF, EPS, WMF, এবং VML যেকোনো একটি ফাইলে সেইভ করতে পারবেন। 

 

Adobe Illustrator সফটওয়্যার সুবিধা 

  • জ্যামিতিক শেপ ব্যবহারের সুবিধা 
  • বিভিন্ন ড্রয়িং টুলসের ব্যবহার 
  • প্যানটোন কালার প্রোফাইলের ব্যবহার 
  • ভেক্টর ট্রেসিং টুল যা হাতে আঁকা স্কেচকে ডিজিটালে রূপান্তর করার সুযোগ
  • লাইসেন্সকৃত ফন্টের নিশ্চয়তা 

 

Adobe Illustrator সফটওয়্যার অসুবিধা 

  • ফ্রিতে ব্যবহারের কোনো সুযোগ নেই
  • যেকোনো রেস্টার ফাইলে লিমিটেড সাপোর্ট পাবেন
  • ব্যবহার করতে হলে প্রতি মাসে ২০ ডলার খরচ করতে হবে 

 

Inkscape: লোগো তৈরী করার সফটওয়্যার

আপনি জেনে খুশি হবেন এই Inkscape সফটওয়্যারটি একটি বিনামূল্যের গ্রাফিক ডিজাইন সফ্টওয়্যার প্রোগ্রাম। যা টেক দুনিয়াতে লঞ্চ করে ২০০৩ সালের দিকে। 

 

সবচেয়ে মজার ব্যাপার হলো Inkscape ব্যবহারকারীর সঠিক সংখ্যা এখনো অজানা। কারণ এটি একেবারে অবাধেই ব্যবহার করার সুযোগ রয়েছে। 

 

Inkscape সফটওয়্যার সুবিধা

  • সফ্টওয়্যারটিতে ইজিলি আপনি ভেক্টর ডিজাইন করতে পারবেন 
  • কোনো ঝামেলা ছাড়াই লোগো ডিজাইন এবং আরও জটিল গ্রাফিক্স রেডি করা যাবে 
  • CMYK এবং RGB রঙের প্রোফাইল
  • ভেক্টর রেডি এবং এডিটের সুযোগ রয়েছে
  • রাস্টার ইমেজ ট্রেস করার দারুণ ফিচার রয়েছে
  • যেকোনো ইনস্টল করা ফন্ট সহজেই এডিট করতে পারবেন 

 

Inkscape সফটওয়্যার অসুবিধা 

  • এটির কোনো মোবাইল ভার্সন এখনো লঞ্চ হয়নি
  • পর্যাপ্ত পরিমাণে প্রোগ্রাম টিউটোরিয়াল নেই
  • ইলুস্ট্রেটর ফাইলে লিমিডেট সিস্টেম রয়েছে 

 

CorelDRAW: লোগো তৈরী করার সফটওয়্যার

১৯৮৯ সালে যাত্রা শুরু করে এই CorelDRAW সফটওয়্যার। এটি এমন ভেক্টর ডিজাইন প্রোগ্রাম যা Windows এবং Mac অপারেটিং সিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখেই ডেভলপ করা হয়েছে। 

 

B2B অ্যানালিটিক্স ফার্ম এর Enlyft অনুমান অনুযায়ী বর্তমানে ২২,০০০ টিরও বেশি কোম্পানি এই CorelDRAW ব্যবহার করছে। 

 

CorelDRAW সফটওয়্যার সুবিধা 

  • প্রতিটি CorelDRAW প্যাকেজে ভেক্টর আকৃতি এবং ট্রেসিং টুল রয়েছে
  • রাস্টার-ভিত্তিক ফটো এডিটিং
  • ডকুমেন্ট লেআউট ফিচার নিশ্চিত রয়েছে
  • এক-ক্লিক রাস্টার ট্রেসিং করার সুযোগ
  • হাই-রেজোলিউশন JPG, PNG, HEIF, BMP, এবং GIF ফাইল ডাইনলোড করতে পারবেন
  • উইন্ডোজ সারফেস ট্যাবলেট এবং গ্রাফিক্স প্যান ব্যবহার করে ডিজাইন করতে পারবেন 

 

CorelDRAW সফটওয়্যার অসুবিধা 

  • চিপেস্ট প্রাইজে কোনো পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন না
  • প্রতি বছর সাবস্ক্রিপশন ছাড়া ব্যবহার করতে পারবেন না
  • সফটওয়্যার রেডিমেড কোনো লোগো টেমপ্লেট নেই

 

Gravit Designer Pro: লোগো তৈরী করার সফটওয়্যার

ফোন, ট্যাবলেট, ক্রোমবুক, ল্যাপটপ এবং ডেস্কটপের জন্য এই Gravit Designer Pro নামের লোগো ডিজাইনিং সফটওয়্যারটি তৈরি করা হয়। 

 

বলে রাখা ভালো এটি যাত্রা শুরু করে ২০১১ সালের দিকে। আপনি চাইলে এটিকে অফলাইনেও ব্যবহার করতে পারবেন। 

 

Gravit Designer Pro সফটওয়্যার সুবিধা 

  • সফ্টওয়্যারটি রাস্টার PNG এবং JPG ফাইল ওপেন করার সুবিধা দিবে
  • যেকোনো ডিজাইন ম্যানিপুলেট করার সুযোগ পাবেন
  • Amazon, Teepublic, Cafepress এবং Redbubble শার্টের জন্য প্রিন্ট-অন-ডিমান্ড টেমপ্লেট পাবেন
  • UI ডিজাইনের জন্য মকআপ এবং ওয়্যারফ্রেম ব্যবহারের সুযোগ পাবেন
  • টাচস্ক্রিন এবং অ্যাপল পেন্সিলের সাথে এই সফটওয়্যারটি বেশ সামঞ্জস্যপূর্ণ 
  • ডেস্কটপ এবং মোবাইলের মধ্যে সহজ স্যুইচিং করতে পারবেন যেকোনো ডিজাইন 

 

Gravit Designer Pro সফটওয়্যার অসুবিধা 

  • ফ্রিতে এটি ব্যবহার করতে চাইলে ইন্টারনেট লাগবে
  • SVG এক্সপোর্ট ফিচার পাবেন শুধুমাত্র Pro প্ল্যানে
  • সর্বোচ্চ এক্সপোর্ট রেজোলিউশন পেতে পেইড সার্ভিস নিতে হবে
  • কালারসেন্স অতটা সন্তোষজনক নয় 

 

Looka: লোগো তৈরী করার সফটওয়্যার

Looka নামের এই ওয়েব-ভিত্তিক প্রোগ্রামটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আইকন, ফন্ট এবং রঙ এমনভাবে পেয়ার করে যা আপনাকে যেকোনো ইউনিক ডিজাইন তৈরির পথকে অনেক সহজ করে দেবে। 

 

ডসন হুইটফিল্ড নামের একজন লোগো ডিজাইন ২০১৬ সালে এই প্রোগ্রামটি লঞ্চ করে। একটি রিসার্চ অনুসারে এখনো পর্যন্ত প্রায় ১০ বিলিয়নের বেশি লোগো ডিজাইন তৈরি করা হয়েছে এই প্রোগ্রামের মাধ্যমে। 

 

Looka সফটওয়্যার সুবিধা 

  • EPS, PDF, এবং SVG ফাইলের ব্যবহার
  • সাজানো লোগো ডিজাইনের আইডিয়া পাওয়া
  • কয়েক ক্লিকে শত শত লোগো আইডিয়ার হাজিরা
  • বিজনেস কার্ড এবং টি-শার্ট মকআপে সহজেই লোগো এড করার সুযোগ
  • ব্র্যান্ডেড মার্কেটিং ডিজাইন সহজেই রেডি করা 

 

Looka সফটওয়্যার অসুবিধা 

  • আইকন সিলেকশনে অনেক লিমিট কাজ করে
  • ব্যাসিক লোগো প্যাকেজেও লিমিট রয়েছে
  • কোনোরকমের প্রফেশনাল ডিজাইন এসিস্ট্যান্ট নেই
  • ব্যাসিক প্যাকেজের কোনোো কমার্শিয়াল লাইসেন্স নেই 

 

এই ছিলো আমাদের আজকের এই লোগো তৈরী করার সফটওয়্যার লিষ্ট। মনে রাখবেন, মানসম্মত এবং ইউনিক লোগো ডিজাইনিংয়ের ক্ষেত্রে সফটওয়্যার কোনো ফ্যাক্ট করবে না। 

 

ফ্যাক্ট করবে আপনার ইউনিক চিন্তাভাবনা এবং ক্রিয়েটিভিটি। সেই সাথে ভালো কালারসেন্সও থাকা চাই। আশা করি এবারের বেস্ট লোগো ক্রিয়েশনের কৃতিত্বটুকু কেবল আপনার দখলেই থাকবে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ