ঘরে বা বাইরে যেকোনো স্থানে সহজেই ব্যবহার করার জন্য কম্পিউটারের চাইতে ল্যাপটপই সেরা৷ কারণ মেইন পাওয়ার ছাড়াই এগুলি ব্যবহার করা যায় এবং যেখানে সেখানে সাথে করে নিয়ে যাওয়াও যায়।
এতো প্রয়োজনীয় একটি ইলেকট্রনিক ডিভাইসের ব্যাটারির স্থায়িত্ব সম্পর্কে কিন্তু ব্যবহারকারীর অবশ্যই সচেতন থাকা উচিত। জেনে রাখা উচিত ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার উপায় এবং এর যত্ন নেওয়ার উপায়। যাইহোক! এ-সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।
আপনার ল্যাপটপ যাতে আপনার বাসা বা অফিসের যেকোনো জায়গা থেকে পূর্ণ ক্ষমতায় কাজ করতে পারে তা নিশ্চিত করতে ব্যাটারির যত্নে নিচের টিপসগুলি ফলো করুন।
ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার উপায় হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো ল্যাপটপকে সঠিক তাপমাত্রায় রেখে ব্যবহার করা। কোনোভাবেই এই ডিভাইসটিকে তাপ নির্গত ডিভাইসের কাছে বা রোদে ফেলে রাখা যাবে না। সেই সাথে চার্জ করার সময় এটি অতিরিক্ত গরম হয়ে গেলে সাথে সাথে চার্জিং অফ রাখতে হবে।
ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার জন্য কুলিং প্যাড বেশ জরুরি। এই প্যাড আপনার ল্যাপটপকে একটি USB সংযোগের মাধ্যমে শীতল রাখতে সাহায্য করবে। কোনোভাবেই ব্যাটারিকে ফ্রিজে রাখার পরামর্শ গ্রহণ করা যাবে না।
আপনার ল্যাপটপ ব্যাটারি সম্পূর্ণরূপে চার্জ করা এবং এটিকে একেবারে ০% করে রাখা থেকে বিরত থাকুন। ল্যাপটপকে কোনোভাবেই ল্যাপটপে ৮০% এর বেশি চার্জ করা উচিত নয়। সেই সাথে চার্জ ২০% এ নেমে আসলেই ডিভাইস ব্যবহার করা বন্ধ করে দেবেন।
ল্যাপটপ চার্জে রেখে ব্যবহার করাটা ভালো। এতে করে ব্যাটারি লাইফ অনেকদিন পর্যন্ত ঠিক থাকে। মূল ব্যাটারির চার্জ কিছুটা কম ব্যবহৃত হয়।
ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার উপায় হিসাবে আপনাকে অতিরিক্ত গেইম খেলা বিশেষ করে ডিভাইস চার্জে রেখে ঘন্টার পর ঘন্টা গেইম খেলার অভ্যাস ছেড়ে দিতে হবে। নতুবা ল্যাপটপের ব্যাটারি অপ্রয়োজনীয় চাপ এবং অতিরিক্ত উত্তাপের কারণে ধ্বংস হয়ে যেতে পারে।
অনেকদিন ধরে ল্যাপটপ ফেলে রাখবেন না। কারণ অনেকদিন ধরে ল্যাপটপ ফেলে রাখলে এটি ক্ষতিগ্রস্থ হতে পারে এবং এর কার্যক্ষমতা নষ্ট হতে পারে। সুতরাং ফেলে রাখা ডিভাইস বের করে মাসে অন্তত ১ বার ব্যবহার করার চেষ্টা করুন।
ল্যাপটপ ব্যবহার করার সময় কভার ব্যবহার না করলেও গুছিয়ে রাখার সময় কভার ব্যবহার করুন। এতে করে ব্যাটারি ভালো থাকবে।
মাঝেমধ্যে ল্যাপটপের ব্যাটারি অপটিমাইজড করা দরকার। মাসে অন্তত একবার ল্যাপটপটিকে ফুল চার্জ করুন এবং ব্যবহার করে তা পুরোপুরি ০% এ নামিয়ে আনুন। এভাবে ঘরে বসে ব্যাটারি অপটিমাইজড করতে পারলে ব্যাটারি অনেক দিন ভালো থাকবে।
কখনো যদি ব্যাটারি নষ্ট হয়ে যায় বা ফুলে যায় তবে তা দ্রুত ডিভাইস থেকে বের করে ফেলে দিন এবং নতুন ব্যাটারি এড করুন। কারণ নষ্ট ব্যাটারি আপনার পুরো ডিভাইসকেই ক্ষতিগ্রস্ত করবে।
আপনার ল্যাপটপ কেনার সময় সাথে যে চার্জার দেওয়া হয়েছে চেষ্টা করুন সেটির সাহায্যেই চার্জে দেওয়ার। কারণ ল্যাপটপের সঠিক কোম্পানির সাথে মেলে না এমন চার্জার ব্যবহার করলে ব্যাটারি দ্রুত ড্যামেজ হয়ে যায়।
ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার উপায় সম্পর্কে তো জানলেন! এবারে তা পুরোপুরিভাবে মেনে চলার পালা। মনে রাখবেন যেকোনো ডিভাইস কতদিন টিকবে তা নির্ভর করবে ব্যবহারকারী কিভাবে ব্যবহার করছে তার উপর। সুতরাং ডিভাইস নষ্ট হওয়ার আগেই এর প্রতি যত্নশীল হোন এবং এটিকে সঠিকভাবে ব্যবহার করতে শিখুন। বেস্ট অফ লাক।