জেনে নিন চ্যাটজিপিটি ব্যবহারের নিয়ম

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
চ্যাটজিপিটি
ChatGPT

যেকোনো টেকনোলজি ব্যবহারেরই আলাদা নিয়ম রয়েছে। আর যদি সেটি হয় কোনো এআই রিলেটেড সফটওয়্যার সেক্ষেত্রে এটি ব্যবহারেরও সঠিক নিয়ম সম্পর্কে আপনার জানতে হবে। কারণ যেকোনো এআই মূলত কপিরাইট ফ্রি কন্টেন্টের কপি করে থাকে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

 

যেখানে ইউনিক কিছু থাকে না বলে অন্যদের ইউনিক কন্টেন্টকেই কাজে লাগানো হয়। যা ব্যবহার করতে না জানলে অনেক সময় কপিরাইট মামলা খাওয়ার চান্স থাকে। চলুন এতসব ঝামেলা থেকে বাঁচতে আজ জেনে নিই চ্যাটজিপিটি কি ও চ্যাটজিপিটি ব্যবহারের নিয়ম। 

 

চ্যাটজিপিটি কি? 

চ্যাটজিপিটি হলো চ্যাট জেনারেটিভ প্রি-টেইন্ড ট্রান্সফর্মার। প্রবন্ধ, কাভার লেটার, ছুটির আবেদন, যেকোনো স্ক্রিপ্টসহ সকলো টেক্সট আইডিয়া পেতে আপনি এই এআই ওয়েবসাইটটিকে কাজে লাগাতে পারেন। 

 

চ্যাটজিপিটি ব্যবহারের নিয়ম

যারা এতোদিন ধরে সার্চ ইঞ্জিনের মতো কিছু ওয়েব লিংক না দেখিয়ে সরাসরি প্রশ্নের উত্তর লিখে দেয় এমন কোনো এআই খুঁজছেন তারা এটি ব্যবহার করতে জেনে নিন চ্যাটজিপিটি ব্যবহারের নিয়ম। 

 

গোপনীয়তা

চ্যাটজিপিটি ব্যবহারের নিয়ম হিসাবে শুরুতেই বলে রাখি এটিকে কোনোভাবেই নিজের গোপন তথ্য বলা যাবে না। সর্বোচ্চ গোপনীয়তা বজায় রেখে আপনাকে প্রশ্ন করতে হবে বা কোনো তথ্য চাইতে হবে। 

 

কারণ চ্যাটজিপিটসহ যেকোনো OpenAI আপনি যে প্রশ্নগুলি করছেন সেসব প্রশ্ন গোপনে রাখার কোনো কমিটম্যান্ট করে না। উল্টো আপনার করা প্রশ্নগুলিকে তারা যেনো তাদের নিজস্ব উদ্দেশ্যে ব্যবহার করতে পারে সে স্বত্ব চালাকি করে নিয়ে নেয়। সুতরাং এই বিষয়ে সাবধান থাকবেন। 

 

সাইন আপ

চ্যাটজিপিটি ব্যবহার করতে হলে আপনাকে সাইন আপ করে একাউন্ট খুলতে হবে। পরবর্তীতে ইমেইলের মাধ্যমে কনফার্মেশন ধাপটি সম্পন্ন হয়ে গেলে আপনি তা সহজেই ব্যবহার করতে পারবেন।

 

চ্যাটবক্স

চ্যাটজিপিটি একাউন্ট খোলা হয়ে গেলে এতে এড করা পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিন। এবারে সরাসরি স্ক্রিনে শো করা চ্যাটবক্স ব্যবহার করে প্রয়োজনীয় সকল তথ্য জেনে নিন।  

 

আইন

চ্যাটজিপিটি ব্যবহারের নিয়ম হিসাবে এবারে জানাবো কিছু গুরুত্বপূর্ণ আইনের কথা। এটি মূলত একটি এআই ব্র্যান্ড। বর্তমানে EU AI আইন নামে একটি আইন চালু হয়েছে। যা এআই আইন হিসাবে কাজ করছে। সুতরাং এটির মাধ্যমে পাওয়া তথ্য ব্যবহার করার সময় আপনাকে অবশ্যই এই EU AI আইন মেনে চলতে হবে। 

 

সচেতনা

সবশেষে চ্যাটজিপিটি ব্যবহারের নিয়ম হিসাবে বলবো নিজেকে সচেতন রাখার কথা। কারণ যেকোনো ওপেনএআই-এর সার্ভিস ব্যবহার করার ফলে উদ্ভূত সম্ভাব্য সকল দায় আপনার উপর থাকবে। সুতরাং কোনোকিছু সরাসরি কপি করে কখনোই ব্যবহার করা যাবে না। হালকা মডিফাই করে নিতে হবে। 

মনে রাখবেন নিরাপদে একটি ব্যবহার করতে কেবল চ্যাটজিপিটি ব্যবহারের নিয়ম  সম্পর্কেই জানলেই হবে না। বরং ইনস্টল করার সময় ভুয়া অ্যাপ ইনস্টল করা থেকেও নিজেকে বিরত রাখতে হবে। রিয়েল ওয়েবসাইটে একাউন্ট করতে হলে এই “https://chat.openai.com” লিংকটি গুগল সার্চবারে পেস্ট করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ