কোনো ঝামেলা ছাড়াই সৌদি আরবে চাকরি খোঁজার নিয়ম জেনে নিন 

সৌদি আরবে চাকরি খোঁজার নিয়ম ও সৌদি আরবে চাকরি খোঁজার ওয়েবসাইট

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
saudi arabia job

সৌদি আরবের ভালোমানের চাকরি খুঁজতে গিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন? কিভাবে, কোন চাকরি খুঁজবেন বুঝতে পারছেন না? আর নয় চিন্তা।

আজকের এই আর্টিকেলে থাকছে সৌদি আরবে চাকরি খোঁজার নিয়ম সম্পর্কিত বিস্তারিত গাইডলাইন এবং এসম্পর্কিত প্রয়োজনীয় সকল তথ্যাবলি। কোনো তথ্য মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। 

 

সৌদি আরবে চাকরি খোঁজার ওয়েবসাইট 

যারা ঘরে বসে সৌদি আরবে চাকরি খোঁজার নিয়ম ফলো করে সহজেই পছন্দের চাকরিটিকে নিজের করে নিতে চান তাদের উচিত বিভিন্ন চাকরি সম্পর্কিত ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখা। গুগলে চাকরি খোঁজা সম্পর্কিত ওয়েবসাইটের কোনো অভাব নেই। সেক্ষেত্রে হয়তো আপনার বুঝে উঠতেই মাসের পর মাস সময়ে পেরিয়ে যেতে পারে। এমতাবস্থায় নিম্নোক্ত সাইটগুলির সাহায্য নিতে পারেন৷ আশা করি হতাশ হতে হবে না। 

 

১. Minhati ওয়েবসাইট 

সৌদি আরবে চাকরি খোঁজার নিয়ম হিসাবে ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। মূলত প্রবাসীদের বিভিন্ন চাকুরির নিয়োগ বিজ্ঞাপন এখানে নিয়মিত প্রকাশ করা হয়ে থাকে। এখনো পর্যন্ত ওয়েবসাইটটিতে ১.৭ মিলিয়নের উপরে নিয়োগ বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। যার শিক্ষাগত যোগ্যতা হিসাবে ধরা হয়েছে স্নাতক হতে উচ্চতর বিভিন্ন ডিগ্রি। 

 

Minhati ওয়েবসাইট সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য

আর্টিকেলের এই অংশে আমরা সৌদি আরবে চাকরি খোঁজার ওয়েবসাইট Minhati সম্পর্কিত এমনকিছু তথ্য জানবো, যা যেকোনো চাকুরির আবেদন বা ওয়েবসাইটের ব্যবহার শুরু পূর্বে জেনে রাখা উচিত। 

 

  • বেসরকারী এবং সরকারী উভয় ক্ষেত্রের জন্যই এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে
  • হবু প্রবাসীরা শহর, কোম্পানি, শিল্প, বেতন এবং কর্মজীবনের ক্ষেত্রের উপর ভিত্তি করে চাকরি ফিল্টার করে বিজ্ঞাপন চেক করতে পারে
  • রাশেদ আল রাশেদ অ্যান্ড সন্স গ্রুপ, ফ্লাইডেল এবং আলসালাম অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ কোম্পানিগুলির মতো বড় বড় কোম্পানির চাকুরির অফার এখানে পাওয়া যায়
  • প্রবাসী হিসাবে যেকোনো মহিলা এবং পুরুষ সহজেই আবেদন করতে পারে
  • চাকরি খোঁজার পাশাপাশি Mihnati বিনামূল্যে আপনার সিভি পর্যালোচনা করবে সিভি লেখার সার্ভিস প্রদান করবে

 

২. Bayt ওয়েবসাইট 

Bayt ওয়েবসাইট হলো একটি ডিজিটাল ক্যারিয়ার প্ল্যাটফর্ম। যেখানে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে। এর সদর দপ্তর মূলত দুবাইয়ে অবস্থিত। বহুদিন ধরে অনলাইন চাকরির পোস্টিং, কর্পোরেট প্রশিক্ষণ কোর্স, প্রফেশনাল নেটওয়ার্কিং, ভার্চুয়াল ক্যারিয়ার মেলা এবং ক্যারিয়ার-কেন্দ্রিক গবেষণা প্রতিবেদনের মতো ব্যাপক কর্মসংস্থান সার্ভিস নিয়ে কাজ করে আসছে এই ওয়েবসাইট। 

 

Bayt ওয়েবসাইট সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে চাকরি খোঁজার নিয়ম নিয়ে যারা ওয়েবসাইট ব্যবহারের বিষয়টিকে বেছে নিতে চান তারা এই Bayt ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। কারণ এতে রয়েছে: 

 

  • Samsung, Baker Hughes, এবং Pepsi এর মতো সৌদিস্থ কোম্পানিতে কাজ করার সুযোগ
  • শিল্প সেক্টর, কাজের ফাংশন এবং ক্যারিয়ার রিলেটেড বিভিন্ন সার্ভিস
  • স্যাফায়ার রিক্রুটমেন্ট কনসালটেন্টস, মাইকেল পেজ, কোয়েস্ট সার্চ এবং সিলেকশনের মতো শীর্ষ স্থানীয় কোম্পানিতে সুপারিশ করার সুযোগ
  • চাকরি খোঁজার ক্ষেত্রে প্রয়োজনীয় ফিল্টার ব্যবহার করে বিষয়টিকে সহজ করে তোলার সুবিধা 

 

৩. GulfTalent ওয়েবসাইট 

GulfTalent হলো এমন একটি চাকরি খোঁজার ওয়েবসাইট যা আপনাকে বৈধ চাকরির গ্যারান্টি দেবে। অর্থ্যাৎ এখানে আপলোড করা প্রতিটি চাকরির বিজ্ঞপ্তি পুরোপুরি বৈধ। এছাড়াও এখানে আপনি খুব সহজেই সিভি তৈরি করে নিতে পারবেন। যা পরবর্তীতে আপনারসৌদি আরবের যেকোনো চাকরি খুঁজে পাওয়ার ক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করবে। 

 

GulfTalent ওয়েবসাইট সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য

যারা ফ্রিতে GulfTalent ওয়েবসাইটের সাহায্য নিয়ে খুব দ্রুত নিজের পছন্দের পদে চাকুরি পেতে চান তারা জেনে নিন এই ওয়েবসাইটের এমন কিছু অজানা ফিচার, যা একেবারে না জানলেই নয়। 

 

  • আন্তর্জাতিক এবং স্থানীয় উভয় নিয়োগকর্তাই এই পোর্টালের সাহায্য নিয়ে নিয়োগ কার্যক্রম পরিচালনা করে থাকে
  • এই ওয়েবসাইট ব্যবহার করতে আপনাকে কোনো বাড়তি ফি প্রদান করতে হবে না
  • মাসে প্রায় ৬০,০০০ প্রার্থী এই ওয়েবসাইটের সাহায্যে নিয়োগকর্তাদের সাথে যোগাযোগ বজায় রাখে
  • মধ্যপ্রাচ্যের অনলাইন নিয়োগের ল্যান্ডস্কেপের একজন নেতা এই ওয়েবসাইটটি নিয়ে কাজ শুরু করে ২০১৫ সালের দিকে

 

৪. Saudi Tanqeeb ওয়েবসাইট 

শুরুতেই বলে রাখি তানকিব আরব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্যারিয়ার ওয়েবসাইটগুলির মধ্যে একটি। প্রতিনিয়ত অসংখ্য স্বপ্নবাজ চাকুরিপ্রত্যাশী হবু প্রবাসী ভাইবোনেরা সৌদি আরবের চাকরি খোঁজার নিয়মকে সহজ করতে এই Saudi Tanqeeb ওয়েবসাইট ব্যবহার করে থাকে। এর রয়েছে বিস্তৃত ডাটাবেস। যা একটি নিয়োগ ওয়েবসাইট হিসাবে প্ল্যাটফর্মটিকে বেশ জনপ্রিয় করে তুলেছে। 

 

Saudi Tanqeeb ওয়েবসাইট সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য

বর্তমানে Saudi Tanqeeb ওয়েবসাইটে প্রায় ২ লক্ষের উপরে খালি পদ রয়েছে। যাতে আপনি নিজেকে ফিট মনে করলে আজই এপ্লাই করতে পারেন। সবচেয়ে বড় কথা হলো সৌদি আরবের রিয়াদ এবং জেদ্দা শহরগুলির বাইরেও আপনি আপনার পছন্দের স্থানে সরাসরি চাকুরির সুযোগ লুফে নিতে পারেন এই ওয়েবসাইটের সাহায্যে। এছাড়াও থাকছে: 

 

  • আরবি অঞ্চলে ক্যারিয়ার গড়ার বিষয়ে চমৎকার টিপস
  • ক্যারিয়ার সম্পর্কিত প্রয়োজনীয় বিভিন্ন ব্লগ আর্টিকেল ফ্রিতে পড়ার সুযোগ
  • দ্রুত এবং সহজ চাকরির সার্চ ইঞ্জিন খুঁজে পাওয়ার সুবিধা 
  • বিজ্ঞাপনগুলিকে ফিল্টার করে পছন্দের চাকরিতে আবেদন

 

৫. Wzayef ওয়েবসাইট 

এ-পর্যন্ত ৫ লক্ষ ৫০ হাজারেরও উপরে বিভিন্ন নিয়োগ বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে এই Wzayef ওয়েবসাইটে। বিনামূল্যে পোর্টালে সীমাহীন চাকরির বিজ্ঞাপন প্রকাশ করার এই সুযোগ একদিকে যেমন কোম্পানিগুলি ছাড়ছে না, ঠিক তেমনই সহজেই আবেদন পরবর্তী চাকরি লাভের সুযোগখানাকেও হাত ছাড়া করতে চাইছে না কেউই। সব মিলিয়ে সময়ের বেশ জনপ্রিয় ওয়েবসাইটে পরিণত হয়ে উঠেছে এই Wzayef ওয়েবসাইট। 

 

Wzayef ওয়েবসাইট সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য

Wzayef সৌদি আরব এবং মিশরের যৌথ একটি জব পোর্টাল। Wzayef ওয়েবসাইট নিয়ে যাদের আগ্রহ এখনো রয়েছে চলুন তাদের উদ্দেশ্যেই শেয়ার করা যাক Wzayef ওয়েবসাইট সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্যাবলি৷ 

 

  • এখানে প্রার্থীগণ চাকরি অনুসন্ধান করার পাশাপাশি নিয়োগকর্তাগণ সরাসরি প্রার্থীদের সিভি সার্চ করতে পারে
  • এ-পর্যন্ত ওয়েবসাইটটিতে ৫,৫০,০০০ এরও বেশিও জব সার্কুলার প্রকাশিত হয়েছে
  • যারা Wzayef ওয়েবসাইটের মাধ্যমে যেকোনো চাকরির জন্য আবেদন করবেন তাদের আলাদা করে কোনো ফি প্রদান করতে হবে না
  • ওয়েবসাইটটি কাজের ধরণ বা ক্লাস অনুযায়ী ফিল্টার অফার করে থাকে
  • সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়েবসাইটটি জব সার্কুলার প্রকাশ করার পাশাপাশি নিয়োগকর্তার ইমেল ঠিকানা প্রদান করে

 

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন 

সরকারি ভাবে সৌদি আরবে যেতে কত টাকা লাগবে? 

সরকারি ভাবে সৌদি আরবে যেতে ৭৩ হাজার থেকে শুরু করে ১ লক্ষ টাকার মতো লাগতে পারে। যা সাধারণভাবে সৌদি আরবে যাবার খরচের চাইতে অনেক কম একটি এমাউন্ট। তবে যারা দালালের সাহায্যে যেতে চান তাদের ৪/৫ লাখ টাকার উপরে খরচ পড়বে। 

 

সৌদি আরবের চাকরির সুযোগ কিভাবে পাবো? 

সৌদি আরবের চাকরির সুযোগ পেতে উপরোক্ত ওয়েবসাইটগুলিতে নিয়মিত চোখ রাখুন। সিভি রেডি করে উপযুক্ত পদের জন্যে আবেদন করুন এবং তার আগে নিজের স্কিল তৈরি করে তা ঝালিয়ে নিন। এছাড়াও সৌদি আরবের রিক্রুটিং এজেন্সি এবং সৌদি আরবের চাকরি রিলেটেড বিভিন্ন গ্রুপে নিয়মিত চোখ রাখতে পারেন। 

 

সৌদি আরবে শ্রমিকদের বেতন কত হয়? 

সৌদি আরবে শ্রমিকেরা ৮০০ রিয়ালের মতো আয় করতে পারে। অনেক সময় বিভিন্ন কোম্পানি শ্রমিকদের থাকা, খাওয়া ও চিকিৎসা সুবিধাও প্রোভাইড করে থাকে। যদিও এই এমাউন্টের তারতম্যও ঘটতে পারে। যা বেশ স্বাভাবিক। 

 

সৌদি আরবের চাকরি খোঁজার নিয়ম বা সৌদি আরবের চাকরি খোঁজার ওয়েবসাইট নিয়ে এই ছিলো আমাদের আজকের এই আলোচনা। ওয়েবসাইট পরিচিতির পাশাপাশি বেশকিছু গুরুত্বপূর্ণে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আশা করি পুরো আর্টিকেলটিই আপনাকে দ্রুত সৌদি আরবের চাকরি প্রাপ্তির পথটিকে সহজ করে দেবে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ