ভক্তরা কেনো বললেন, এ যেনো ষোল বছর বয়স্কা জয়া!

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

দুই বাংলার জনপ্রিয় অভিনয় তারকা জয়া আহসান এতো দিন শুধু বাংলা চলচ্চিত্র দিয়েই দুই বাংলা মাত করেছিলেন। এবার বলিউডের হিন্দি ছবিতে অভিনয় করে তিনি দারুন আলোচিত। যদিও চলচ্চিত্র কেন্দ্রিক আলোচনায় জয়া’র জন্য নতুন কোনো ঘটনা নয়। ঢাকায় ডুব সাঁতার, গেরিলা, দেবী আর ওপার বাংলার কলকাতায় ঈগলের চোখ, বিসর্জন, কণ্ঠ, রোববারসহ অনেক ছবিতে অনবদ্য অভিনয় দেখিয়ে অভিনেত্রী হিসেবে নিজের জাত চিনিয়েছেন জয়া। তেমনি বারবার তিনি ছাড়িয়ে গেছেন দেশীয় অনেক তারকাকেই। গেলো বছর থেকে তিনি চলচ্চিত্রের বাইরে পার্সোনাল ফটোশুট এর ছবি ফেসবুকে পোস্ট করে আলোচনা সৃষ্টি করেছেন। তাই তো বছরজুড়েই ভক্তরা নতুন এক জয়াকে দেখেছেন। সেই ছবিগুলো নিয়ে অনেকে অনেক কিছু বললেও মুখ খুলেননি জয়া, এবার মুখ খুললেন তিনি।

গেলো বছর জুড়ে কখনো কালো, কখনো গোলাপি, সাদা, হলুদ – বাহারি সব পোশাকে ফেসবুকে ছবি পোস্ট করেন জয়া। ব্যতিক্রম সাজে এই তারকাকে এর আগে কখনও দেখা যায়নি। জয়া’র সেইসব ছবি মুহূর্তেই ফেসবুকে ভাইরাল হয়ে যায়। সেই ছবি নিয়ে হাজারো ভক্ত তাদের ফেসবুক ও নাটক – সিনেমার গ্রুপগুলোতে শেয়ার করেন। ভক্তদের এমনও মন্তব্য দেখা গেছে, এ যেনো ষোড়শী জয়া! অনেকে লিখেছেন, জয়ার ছবিগুলো থেকে চোখ যেনো ফেরানো যায় না। ছবিগুলো নিয়ে গণমাধ্যমেও খবরের শিরোনাম হন জয়া।

জয়া আহসানের পোস্ট করা ছবিগুলো কি শুধুই ফটোশুট, নাকি নতুন কোনো ছবির চরিত্রের লুক ? কেন জয়া প্রতিবারই আলাদা লুকে ছবি পোস্ট করছেন। আরও প্রশ্ন ওঠেছে – ছবিতে ওঠে আসা জয়ার পরিবর্তন কি বিশেষ কোনো কারণে ? এমন প্রশ্ন ছিল এবার এই তারকার কাছে। শুনে সাধারণভাবেই জয়া’র উত্তর, না না, এগুলো বিশেষ কারণে নয়। এগুলো আমার কোনো ছবির চরিত্রের বিশেষ লুকও নয়। এটাকে আমি সে রকম কিছু বলবো না। একজন শিল্পীর নানা রকম ফটোশুট থাকে। নানা রকমের গেটআপে থাকতে হয়। ছবিগুলো আমার জন্যে ঠিক তাই। আর্টিস্টের তো আর মেল বা ফিমেল হয় না। যখন যেটা প্রয়োজন, সেভাবে তৈরি হতে হয়। সেই জায়গা থেকেই মাঝেমধ্যে ছবিগুলো পোস্ট করি। হয়তো বলতে পারেন, আমার ভালো লাগে, এসবই। তবে এগুলো একেবারেই ছবির কোনো লুক নয়।

জানা যায়, অভিনয় ক্যারিয়ারে প্রথমবার জয়াকে দেখা যাবে হিন্দি ছবিতে। প্রাথমিক অবস্থায় ছবিটির নাম ‘কড়ক সিং’। ছিনিয়ে তার সহশিল্পী হিন্দি ছবির জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি, মালয়ালম অভিনেত্রী পার্বতী থিরুভোথু ও বলিউড অভিনেত্রী সানজানা সাংঘি প্রমুখ। ছবিটি পরিচালনা করছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। জয়া জানান, গেলো শনিবার এই ছবির শুটিং শেষ হয়েছে। তবে তিনি এখনো ভারতে ব্যস্ত রয়েছেন। জয়া জানান, চলতি মাসেই ঢাকায় ফিরবেন তিনি। জয়া তার প্রথম হিন্দি ছবির চরিত্রটি নিয়ে বলেন, এগুলো এখনই কিছু বলা যাবে না। শুধু একটুকু বলবো, আমার অভিনীত চরিত্রে একটা দারুন বাঙালিয়ানা আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ