শুধুমাত্র একটি জিনিসই চাই: পরীমণি

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
পরীমণি
পরীমণি তার সন্তান

ডিভোর্সের পর অভিনেত্রী জানিয়েছেন, ছেলে পদ্মকে নিয়ে জীবন কাটাতে চান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ছেলেকে নিয়ে আবেগঘন পোস্ট শেয়ার করার মাধ্যমে বেশ সরব রয়েছেন।

এসময় পরীমণি লেখেন, ‘জীবনের কাছে আমি শুধু একটি জিনিসই চাই, তা হলো জীবন যেন আমাকে সব সময় আমার ছেলের পাশে থাকতে দেয় এবং তাকে বেড়ে ওঠা দেখতে দেয়।’

এছাড়া এর আগে গত ২১ সেপ্টেম্বর ছেলে পদ্মর সঙ্গে খুনসুটির একটি ভিডিও শেয়ার করেন পরীমনি।

সেখানে ক্যাপশনে জানিয়েছিলেন, যা কিছুই হোক না কেন, পদ্মই তার বেঁচে থাকার সবচেয়ে সুন্দর কারণ। আর শেষে একটি লাভ ইমোজি জুড়ে দিয়েছিলেন আলোচিত এই অভনেত্রী।

২০২১ সালে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজ করার সময় পরিচয় হয় রাজ-পরীমণির। পরিচয় থেকে প্রেম ও ভালোবাসার সম্পর্ক এবং পরবর্তী সময়ে সেই সম্পর্ক গড়ায় বিয়েতে। ২০২২ সালের জানুয়ারি তারা পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন করেন। একই বছরের ১০ আগস্ট পুত্রসন্তানের মা হন অভিনেত্রী পরীমণি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ