এখানে রাগের দরকার নেই, এখানে দোষারোপের প্রয়োজন নেই।
এখানে কিছু প্রমাণ করার নেই।
সব কিছু একই রয়েছে, সৈকতে শুধুমাত্র একটা গাছ দাঁড়িয়ে রয়েছে… একা।
বিদায় অ্যাঞ্জেলিনা। এবার বিদায় নিতে হবে।
জোন বায়েজের লেখা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গানের লাইন এগুলো।
কিন্তু এই গানটি হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন কলকাতার চিত্রপরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সঙ্গে পোস্ট করেছেন একটি ছবিও। সেই ছবিতে দেখা যায় সৈকতে ডালপালাহীন এক গাছে হাত দিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছেন সৃজিত।
সৃজিতের এমন পোস্টের পর নড়েচড়ে বসেছেন নেট দুনিয়ার মানুষজন। এমন বিচ্ছেদের গান হঠাৎ করে কেন পোস্ট করলেন সৃজিত ? এটা নিয়ে সবার মধ্যে শুরু হয়েছে জল্পনা। জল্পনাটা আরও প্রকট হয়, শনিবার (১২) নভেম্বর প্রায় একই সময়ে বাংলাদেশী গায়ক – মডেল – অভিনেতা তাহসানের সাবেক স্ত্রী অভিনেত্রী মিথিলা নিজের ছবিসহ আরেকটি পোস্ট দেন। যাতে মিথিলা লেখেন – কীভাবে তুমি জানো যে সেই প্রেম সত্যি ? কীভাবে জানো সেই প্রেম ন্যায্য ? সেই প্রেম আর নেই এটা জানার আগে সেই উত্তর খুঁজতে কতদূর তুমি যেতে পারো ?
কলকাতার গণমাধ্যম থেকে জানা গেছে, সৃজিত – মিথিলা দম্পতির পোস্টগুলো ঘিরে এখন জল্পনা তুঙ্গে। এই দুজনের ভক্তরা বসেছেন এর সমীকরণ মেলাতে। অনেকেই ভাবছেন মিথিলার এই সংসারও এখন ভাঙনের মুখে! এর মধ্যে আবার কিছুদিন আগে শোনা গিয়েছিল টলিউডের এক পরিচালকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মিথিলা। তবে সেই কথা অস্বীকার করেছেন পরিচালক নিজেই। শুধু তাই নয়, বাংলাদেশের গায়ক জন কবিরের সঙ্গেও মিথিলার সম্পর্কের কানাঘুষো শোনা গিয়েছিল। তবে জন কবিরও সেই সম্পর্কের কথা উড়িয়ে দেন। মিথিলাও এসব বিষয়ে কিছুই বলেননি। আর তাই সৃজিত – মিথিলা দম্পতির পোস্টের আসল রহস্য জানতে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ভক্তদের।