বন্দর নগরী বেনাপোলে বৌদ্ধ সম্প্রদায়ের পবিত্র অনুষ্ঠান শুভ ‘কঠিন চীবর’ দান উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বেনাপোল স্বপন বড়ুয়া চৌধুরী বৌদ্ধ বিহারে এই অনুষ্ঠান হয়।
বৌদ্ধ বিহারে ভিক্ষুদের উদ্দেশ্যে সংঘ দান, অষ্ট পরিষ্কার, বুদ্ধ মূর্তি, কল্পতরু, হাজার প্রদীপসহ অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী দান করা হয়। ভিক্ষুদের পরিধেয় চীবরের (কাপড়) অভাব মোচন এবং বৌদ্ধ নরনারীদের মধ্যে দানের চেতনা বাড়ানোর জন্য ভগবান বুদ্ধ কঠিন চীবর দান প্রবর্তন করেন। এ দানের প্রভাবে ধন সম্পদ লাভ করা যায় বলে বিশ্বাস করেন তারা।
চট্রগ্রামের পাহাড়তলী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সংঘরাজ মহানন্দ এর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া।
বেনাপোল বৌদ্ধ বিহারের পক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেন স্বপন বড়ুয়া চৌধুরী।