শিরোনাম:
স্কলারশিপের জন্য ডেনমার্কের সেরা ১০ বিশ্ববিদ্যালয়  ডেনমার্ক স্টুডেন্ট ভিসা ২০২৬: বিদেশে পড়াশোনার সবচেয়ে স্মার্ট ডিসিশন অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট ভিসা কত টাকা লাগে: ২০২৬ আপডেটসহ বিস্তারিত গাইড মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড সম্পর্কে সব অজানা তথ্য একসাথে  অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাবেন যেভাবে  ঢাকা টু সৌদি বিমান ভাড়া | ঢাকা টু সৌদি টিকিট বুকিং  বাংলাদেশ থেকে চায়না যেতে কত টাকা লাগে? বাংলাদেশ থেকে চীন ভ্রমণের সম্পূর্ণ ট্যুর গাইড চীনের দর্শনীয় স্থান এবং খরচসহ বিস্তারিত সব তথ্য একসাথে  সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ইন্সুরেন্স করার সম্পূর্ণ গাইডলাইন

১০ জন বিখ্যাত বাঙালি কবির নাম কী কী: বাংলাদেশের সেরা ১০ কবি

১০ জন বিখ্যাত বাঙালি কবির নাম কী কী: বাংলাদেশের সেরা ১০ কবি

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
১০ জন বিখ্যাত বাঙালি কবির নাম কী কী: বাংলাদেশের সেরা ১০ কবি.jpg

১০ জন বিখ্যাত বাঙালি কবির নাম কী কী: বাংলাদেশের সেরা ১০ কবি

বাংলাদেশের সেরা ১০ কবি এমন রয়েছেন যারা কলম দিয়ে বদলে দিয়েছেন সময়ের ইতিহাস! কবিতা এমন একটি সাহিত্যিক ভ্রমণ যেখানে ছন্দ দেশপ্রেম, প্রেম, বিদ্রোহ, নিসর্গ মিশে থাকে। আজ একটু পিছনে ফিরে ইতিহাস ঘেটে দেখা যাক। চলুন দেখে আসি বাংলাদেশের সেরা ১০ কবি কারা ছিলেন।

কাজী নজরুল ইসলাম

বাংলাদেশের সেরা ১০ কবির তালিকা যদি বানাতে হয়, তাহলে প্রথমেই থাকবেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সাহিত্যের সকল শাখায় ছিল তার অবাধ বিচরণ। তিনি বিদ্রোহী কবি নামেই অধিক পরিচিত। নিজের কলম আর লেখনি দিয়ে তিনি শক্তিশালী ব্রিটিশ সাম্রাজ্যের ভীত কাঁপিয়ে দেন। কাজী নজরুল ইসলামকে আপনি প্রেমের কবিতা হতে ইসলামি সংগীত, সবখানেই খুঁজে পাবেন। তাই বাংলাদেশের সেরা ১০ কবি দের তালিকায় প্রথমেই থাকবেন কাজী নজরুল ইসলাম।

রবীন্দ্রনাথ ঠাকুর

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের সেরা ১০ কবি দের তালিকায় ২য় স্থানে থাকবেন। যদিও তিনি বাংলাদেশের নাগরিক নন। তারপরও বাংলা সাহিত্য জগৎ তাকে ছাড়া অসম্পূর্ণ। সাহিত্যের প্রত্যেকটি শাখায় তিনি যেই পারদর্শিতার পরিচয় দিয়েছেন তা ইতিহাসে বিরল। রবীন্দ্রনাথ ঠাকুরই হলেন বাংলা সাহিত্যে প্রথম নোবেল বিজয়ী সাহিত্যিক। প্রেম হতে শুরু করে জীবন চক্র, প্রত্যেক জয়গাতেই তার সাহিত্যিক ক্যারিশমা দেখা যায়। তাছাড়া বাংলাদেশ এবং ভারতের জাতীয় সংগীতের রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

জীবনানন্দ দাশ

রবীন্দ্রনাথ ঠাকুরের পরেই জীবনান্দ দাশ রয়েছেন বাংলাদেশের সেরা ১০ কবি দের তালিকায়। প্রকৃতিপ্রেমী জীবনানন্দ দাশকে নিঃশব্দ ভালোবাসার কবিও বলা হয়। জীবনানন্দ দাশ মূলত তার ভালোবাসা, কোমলতা, দার্শনিক ভাবনা আর প্রকৃতিপ্রেম দিয়ে পাঠকদের হৃদয় জয় করেছেন। তার কবিতাসমূহ পড়ে আপনি এমন ভাবনায় ডুবে যাবেন যে, ক্ষণিকের জন্য আপনার মনে হবে সকল ব্যস্ততা বুঝি থেমে গেছে।

শামসুর রাহমান

বাংলা সাহিত্যের আরেক উজ্জল নক্ষত্র কবি শামসুর রাহমান। বাংলাদেশের সেরা দশ কবির তালিকায় তিনিও রয়েছেন। শামসুর রাহমান এমন এক কবি যিনি কলম দিয়েই বিপ্লব করেছিলেন। মুক্তিযুদ্ধ সহ তার সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক ঘটনায় তিনি নিজস্ব লেখুনি দিয়ে অত্যাচারীর ভীত কাঁপিয়ে দেন। সাহিত্যিক জীবনে কবি শামসুর রাহমান প্রায় ৬০ টি কাব্যগ্রন্থ রচনা করেন।

আল মাহমুদ

বাংলাদেশের সেরা ১০ কবির মধ্যে অন্যতম কবি আল মাহমুদ। তিনি গ্রামীণ প্রেমের কবি হিসেবেই বেশি পরিচিত। বিভিন্ন রোমান্টিক কবিতা লিখে তিনি বিখ্যাত হয়েছেন। শব্দচয়নে বাস্তবতা, যৌক্তিকতা এবং নিজস্ব আঞ্চলিকতার অপূর্ব মিশ্রণে তার সাহিত্যকর্মগুলো হয়েছিল অসাধারণ।
কবি আল মাহমুদের বাস্তবভিত্তিক কবিতাসমূহ পাঠক গৃদয়ে জায়গা করে নিয়েছে দারুণভাবে।

সুকান্ত ভট্টাচার্য

বাংলাদেশের সেরা ১০ কবি দের তালিকায় আরেক অন্যতম মুখ হলেন ক্ষণজন্মা এই মহাকবি সুকান্ত ভট্টাচার্য। তার প্রতিবাদী লেখনি আজও সকল তরুণের মনে অগ্নি ঝরাতে যথেষ্ট। বাঁচলেন মাত্র ২১ বছর। কিন্তু রেখে গেলেন সাহিত্যের কিছু অমূল্য রতন। কবি সুকান্ত ভট্টাচার্য সমাজের অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে নিজের সহজ লেখনির মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।

হেলাল হাফিজ

বাংলাদেশের সেরা ১০ কবির তালিকার আরেক প্রসিদ্ধ নাম কবি হেলাল হাফিজ। বিখ্যাত এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় কবিতাটি তারই লেখা। তরুণ প্রজন্মের কাছে কবি হেলাল হাফিজ হলেন প্রেম, প্রতিবাদ আর রাজনীতির কবি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো তরুণ প্রজন্মের আইডল কবি হেলাল হাফিজের একটি বই টানা ৪০ বছর ধরেই সেলিং লিস্টে টপ ওয়ানে ছিল!

নির্মলেন্দু গুণ

বাংলাদেশের সেরা ১০ কবি দের তালিকার এই পর্যায়ে রয়েছে কবি নির্মলেন্দু গুণের নাম। এককথায় কবি নির্মলেন্দু গুণ হলেন জীবন্ত আবেগের এক নিখুঁত কারিগর। তিনি তার স্পষ্ট সরল ভাষা এবং সাহসী উচ্চারণ দিয়ে পাঠকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাছাড়া রাজনীতি এবং অন্যায়ের বিরুদ্ধেও তার কবিতায় প্রতিবাদ দেখা যায়৷ সহজকথায় বলতে পারেন, কবি নির্মলেন্দু গুণ হলেন সকল জীবন্ত আবেগের কারিগর।

জসীমউদ্দীন

বাংলাদেশের সেরা ১০ কবি নামক তালিকায় এবার থাকছেন কবি জসীমউদ্দিন। তিনি পল্লকবি হিসেবেই অধিক পরিচিত। আমরা বাংলাদেশে বসবাসকারী প্রায় সবাই ছোটবেলায় পাঠ্যবইয়ে তার কবিতা পগেছি। তিনি যেমন তার অসাধারণ লেখনি দিয়ে গ্রামীণ মানুষের মুখের সহজ সরল ভাষাকে কাব্যে রুপ দিয়েছেন, ঠিক একইভাবে গ্রাম বাংলার সংস্কৃতিকেও অমরত্ব দিয়েছেন।

রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

বাংলাদেশের সেরা ১০ কবির মধ্যে সর্বশেষে জানাবো কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর কথা।রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ হলেন প্রতিবাদী এক প্রেমিক কবি। তিনি তার অসাধারণ কবিতাগুলোতে সাহসিকতা, সমাজবোধ, প্রেম, কষ্ট, বেদনাসহ নানা উপাদানের সংমিশ্রণ ঘটিয়েছেন। তার কবিতাগুলো পড়ার পর আপনি বাস্তবিক জীবনের মানে খুজতে শুরু করবেন যা হবে এক নতুন এবং ভিন্ন অভিজ্ঞতা।

ইতি কথা

আশা করি আপনি বাংলাদেশের সেরা ১০ কবিকে অনেক আগে থেকেই চিনতেন। তাই আমিও চেষ্টা করলাম নতুন তথ্য দিয়ে নতুনভাবে আপনাদের সামনে তুলে ধরার। আসলে বাংলাদেশ কবিদের দেশ বলেই আমরা বাঙালিরা এতটা হৃদয়বান! এদেশের কবিরা যেমন কবিতা লিখেছেন তেমনি আমাদের ভাষাকে কন্ঠ দিয়েছেন, নিজ সংস্কৃতিকে ছড়িয়ে দিয়েছেন আর প্রেমিকদের দিয়েছেন বুকভরা কনফিডেন্স। বাংলার এই কীর্তিমান কবিদের দ্বারা বাংলা সংস্কৃতি আরো সমৃদ্ধ হোক!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ