পুরাতন মোবাইল থেকে নতুন মোবাইলে সেটিংস এবং ডাটা ট্রান্সফার করার সহজ উপায় নিচে দেওয়া হলো—
এটি সবচেয়ে সহজ এবং নিরাপদ উপায়।
✅ Settings > Google > Backup > Back up now
✅ এখানে আপনার অ্যাপস, কল হিস্ট্রি, এসএমএস, ওয়াইফাই পাসওয়ার্ড, সেটিংস, ফটোস ইত্যাদি ব্যাকআপ হবে।
✅ নতুন মোবাইল On করুন > Wi-Fi কানেক্ট করুন > Google অ্যাকাউন্টে লগইন করুন
✅ এরপর Restore from backup অপশন আসবে > পুরাতন মোবাইল সিলেক্ট করুন
✅ সব ডাটা স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে।
✅ Samsung Smart Switch অ্যাপটি দুই ফোনে ইনস্টল করুন
✅ Wireless বা USB কেবল দিয়ে কানেক্ট করুন
✅ “Send Data” & “Receive Data” সিলেক্ট করে ট্রান্সফার করুন
✅ Settings > Apple ID > iCloud > iCloud Backup > Back Up Now
✅ নতুন iPhone সেটআপ করার সময় Restore from iCloud Backup নির্বাচন করুন।
✅ iPhone-এ Google Drive ইনস্টল করুন > Backup করুন
✅ নতুন Android মোবাইলে Google Drive দিয়ে ডাটা রিস্টোর করুন।
আপনার মোবাইলের ব্র্যান্ড বললে আরও নির্দিষ্টভাবে গাইড করতে পারব!