আপনি কি বাইরের দেশে স্কলারশিপ করতে চান? কিন্তু পকেটে কোনো টাকা নেই? বাবা-মাও আপনার পড়াশোনার খরচ জোগাতে ইচ্ছুক না? চলুন তবে একনজরে এই সমস্যার সমাধান জেনে আসি। জানি যেসব যোগ্যতা থাকলে আপনিও ফ্রিতে পাবেন স্কলারশিপ সুবিধা।
স্কলারশিপ হলো বাইরের দেশে নিজের একাডেমির যোগ্যতা এবং অন্যান্য স্কিলের সাহায্যে পাওয়া পড়াশোনার সুযোগ। শিক্ষাগত লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য সাধারণত এসব স্কলারশিপের ব্যবস্থা করা হয়।
পৃথিবীতে বহু দেশ তাদের পড়াশোনার ধরনের জন্যে বেশ বিখ্যাত হয়ে উঠেছে। আপনার এই স্কলারশিপ জার্নি তখনই শতভাগ সফল হবে যখন আপনি বাইরের দেশের এসব ভালো পড়াশোনার টেকনিকে নিজেকে মানিয়ে নিয়ে ভালো রেজাল্ট করতে পারবেন।
ফুল ফ্রি স্কলারশিপ হলো এমন একটি সিস্টেম যেখানে আপনি বাইরে দেশে নিজের জন্যে ভালো একটি ডিগ্রি অর্জন করবেন এবং এক্ষেত্রে আপনার কাছ থেকে কোনে টাকাই নেওয়া হবে না। উল্টো সেসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি ভাতা হিসাবে পাবেন ভালো একটি এমাউন্ট।
কোন দেশ ফ্রি স্কলারশিপ দেয় এই প্রশ্নের উত্তরে আসলে অসংখ্য দেশের কথা বলা যায়। কারণ বর্তমানে পৃথিবীতে বেশ কয়েকটি দেশ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফ্রি স্কলারশিপের ব্যবস্থা রেখেছে। যেমন:
আপনি কি ফুল ফ্রি স্কলারশিপের আন্ডারে উচ্চ-মানের শিক্ষা ব্যবস্থায় থেকে পড়াশোনা চালিয়ে যেতে চান? এক্ষেত্রে অসংখ্য বৃত্তির সুযোগের জন্য বিখ্যাত, জার্মানিকে বেছে নিতে পানেন। দেশটিতে রয়েছে DAAD (জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস) বৃত্তির মতো বিভিন্ন ফুল ফ্রি স্কলারশিপ প্রোগ্রাম। যা সারা বিশ্বের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
শান্তির দেশে কানাডা। কানাডিয়ান বিশ্ববিদ্যালয় এবং সরকার ডক্টরেট ছাত্রদের জন্য ভ্যানিয়ার কানাডা গ্র্যাজুয়েট স্কলারশিপ এবং টরন্টো বিশ্ববিদ্যালয়ের লেস্টার বি. পিয়ারসন ইন্টারন্যাশনাল স্কলারশিপের মতো অসংখ্য অসংখ্য স্কলারশিপের ব্যবস্থা রেখেছে। আপনি চাইলে সঠিকভাবে আবেদনের মাধ্যমে কানাডার এই ফুল ফ্রি স্কলারশিপের সুযোগ নিতে পারেন।
যুক্তরাজ্য যাদের টার্গেট তারা ইউকে চেভেনিং স্কলারশিপ এবং কমনওয়েলথ স্কলারশিপের মতো মর্যাদাপূর্ণ স্কলারশিপগুলি বেছে নিতে পারেন। সাধারণত এসব স্কলারশিপ সেসব দেশের স্টুডেন্টদের জন্য থাকে যেসব দেশ বর্তমানে উন্নয়নশীলতার ক্যাটাগরিতে রয়েছে।
কোন দেশ ফ্রি স্কলারশিপ দেয় এই প্রশ্নের উত্তরে সবচেয়ে নির্ভরযোগ্য উত্তর সম্ভবত অস্ট্রেলিয়া। কারণ অস্ট্রেলিয়া বিভিন্ন ফুল ফ্রি স্কলারশিপের জন্যে বেশ বিখ্যাত বা পরিচিত। যা উন্নয়নশীল দেশগুলির শিক্ষার্থীদের লক্ষ্য করে ব্যবস্থা করা হয়। অস্ট্রেলিয়া সাধারণত আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বৃত্তি প্রদান করে থাকে।
ফুলব্রাইট স্কলারশিপ এবং অসংখ্য বিশ্ববিদ্যালয়-নির্দিষ্ট স্কলারশিপের মতো প্রোগ্রাম সহ, মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ছাত্রদের জন্য বিভিন্ন ফুল ফ্রি স্কলারশিপের ব্যবস্থা করে থাকে। তবে এসব স্কলারশিপ পেতে হলে লাগবে ভালো একাডেমিক যোগ্যতা এবং ইংরেজির উপর ভালো দখলদারিত্ব!
শুরুতেই বলে রাখি বিভিন্ন স্কলারশিপ এবং দেশের উপর নির্ভর করে বিদেশে স্কলারশিপ পাওয়ার যোগ্যতা পরিবর্তিত হতে পারে। তবে বিদেশে স্কলারশিপ পাওয়ার যোগ্যতা এবং
স্কলারশিপ পেতে কি কি লাগে সে প্রশ্নের উত্তর হিসাবে বেশকিছু কমন পয়েন্ট রয়েছে। এগুলি হলো:
স্কলারশিপ জন্য কিভাবে আবেদন করবেন? উত্তর হলো খু্ সোজা! সহজ পদ্ধতি ফলো করে নিজেরাই সঠিক তথ্য দিয়ে স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। এক্ষেত্রে:
রিসার্চ করুন: শুরুতে স্কলারশিপের জন্য আবেদন করতে হলে রিসার্চ করুন। আপনি কোন ডিগ্রিটি পেতে চান, ফুল ফ্রি স্কলারশিপ চান কিনা, ডিগ্রিতে কি কি সুবিধা রয়েছে, কোন দেশে থাকা-খাওয়ার খরচ কেমন, জব করতে পারবেন কিনা, কোন দেশে যেতে চান সবকিছু নিয়ে ভালোমতো রিসার্চ করে নিন।
ডকুমেন্টস রেডি করুন: এবার আপনাকে স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্টস যোগাড় করে নিতে হবে। এক্ষেত্রে আপনার সার্টিফিকেট, ভাষা দক্ষতার সার্টিফিকেট, ফাইনান্সিয়াল প্রমাণসহ প্রয়োজনীয় সকল ডকুমেন্টস গুছিয়ে নিন। যাতে আবেদনের সময় তাড়াহুড়ো করতে না হয়।
আবেদন করুন: এবার নিজের সম্পর্কে অল্প কথায় সাজানো-গোছানো একটি প্যারাগ্রাফ রেডি করুন। সবশেষে আবেদনপত্র নির্ভুলভাবে পূরণ করে আবেদনপর্ব সেরে নিন।
জমা দিন: সবশেষে শেষ মুহূর্তে দেখা দেওয়া বিভিন্ন সমস্যা এড়াতে সময়সীমার আগে আবেদনপত্র জমা দিন। সবকিছু ঠিকঠাকভাবে জমা দেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত করুন।
এবার আসি কোন দেশে স্কলারশিপ পাওয়া সবচেয়ে সহজ সে ব্যাপারে। গবেষণা অনুযায়ী জার্মান বিশ্ববিদ্যালয়গুলি তুলনামূলকভাবে সহজ আবেদন প্রক্রিয়া ফলো করে স্টুডেন্ট নিয়ে থাকে। অন্যদিকে অস্ট্রেলিয়া এবং নরওয়েতেও সহজ টেকনিক ফলো করে স্কলারশিপের সুযোগ পাওয়া যায়।
একেবারেই না! কারণ আমেরিকায় স্কলারশিপ পেতে চাই এমন স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি। যার কারণ এখানে প্রতিযোগিতাও অনেক বেশি। তবে ভালো একাডেমিক রেজাল্ট থাকলে এবং ভাষা দক্ষতায় নিজেকে প্রমাণ করতে পারলে আপনিও পেতে পারেন আমেরিকায় স্কলারশিপ!