আয়ারল্যান্ডের জব ভিসা বা কাজের ভিসা

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
আয়ারল্যান্ডের জব ভিসা বা কাজের ভিসা
আয়ারল্যান্ডের জব ভিসা বা কাজের ভিসা

 

যারা বিদেশে যেতে চান তাদের উচিত বহুজাতিক কোম্পানি বেশি আছে এমন দেশগুলিকে টার্গেট করা। এক্ষেত্রে আয়ারল্যান্ডকে টার্গেট করা যেতে পারে। চলুন তবে আজকের এই লেখার মাধ্যমে জানি আয়ারল্যান্ডের জব ভিসা বা কাজের ভিসা সম্পর্কে। সেই সাথে আয়ারল্যান্ডের জব ভিসায় বেতন কত হতে পারে সে সম্পর্কেও জানি। 

 

আয়ারল্যান্ড ভিসা আবেদন করতে কি কি লাগে? 

আয়ারল্যান্ড ভিসা আবেদন করতে হলে অবশ্যই আপনার বৈধ পাসপোর্ট, এনআইডি কার্ডের ফটোকপি থাকতে হবে। জমা দিতে হবে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। পূরন করা ভিসা আবেদন ফরম লাগবে যারা কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করবেন কিংবা ঘরে বসেই আবেদন করবেন। 

 

লাগবে পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট, কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট। সার্টিফিটেক হিসাবে লাগবে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। লাগবে ভ্রমণ স্বাস্থ্য বীমা, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট এবং সবশেষে করোনানভাইরাসের টিকার কার্ড। 

 

আয়ারল্যান্ড ভিসা আবেদন

বর্তমান ভিসা ব্যবস্থায় প্রায় নয়টি ভিন্ন ধরনের আয়ারল্যান্ডের কাজের ভিসা রয়েছে। এক্ষেত্রে প্রধান ২ টি ভিসা হলো ক্রিটিকাল স্কিলস এমপ্লয়মেন্ট পারমিট এবং জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট ভিসা। যাইহোক! আয়ারল্যান্ড ভিসা আবেদন করতে হলে নিচের ধাপগুলি ফলো করুন: 

 

  • এই লিংকে ক্লিক করে লিংকটিতে প্রবেশ করুন   ভিসা আবেদন
  • আপনার সামনে একটি ফরম চলে আসলে প্রয়োজনীয় সকল তথ্যের সাহায্যে ফরমটি পূরণ করুন
  • নাম, জন্ম তারিখ সহ ব্যক্তিগত সকল তথ্য এমনভাবে দিন যাতে তথ্যে কোনো ভুল না থাকে
  • সবশেষে সাবমিট করে দেওয়ার পর আপনার আয়ারল্যান্ড ভিসা আবেদন আবেদন এপ্রুভ হওয়ার জন্য অপেক্ষা করুন

 

বাংলাদেশ থেকে আয়ারল্যান্ড যেতে কত টাকা লাগে?

এবার আসি বাংলাদেশ থেকে আয়ারল্যান্ড যেতে কত টাকা লাগে সে ব্যাপারে। আপনি যদি নিজেই ভিসা পেয়ে আয়ারল্যান্ডে যেতে পারেন সেক্ষেত্রে ভিসা খরচ হিসাবে লাগবে ৪ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা। 

 

অন্যদিকে অনেকেই এজেন্সির মাধ্যমে আয়ারল্যান্ড ভিসা আবেদন করছেন। যারা এভাবে এজেন্সির মাধ্যমে যেতে চান তাদের গুনতে হবে ৬ লক্ষ থেকে ৭ লক্ষ টাকার মতো অর্থ। 

 

আয়ারল্যান্ড জব সাইট

আয়ারল্যান্ড জব সাইট হিসাবে মিলিয়ন ম্যাকার নামের জব সাইটটি ফলো করতে পারেন। এই সাইটে আপনি অনেক আইরিশ জব পাবেন। যারা দ্রুত আয়ারল্যান্ডের জব ভিসা বা কাজের ভিসা নিয়ে দেশটিতে পাড়ি জমাতে চান তারা অবশ্যই সময় পেলে এই আয়ারল্যান্ড জব সাইটে ঢু মারবেন৷ 

 

আয়ারল্যান্ডের জব ভিসায় বেতন 

যারা আয়ারল্যান্ডের জব ভিসায় বেতন সম্পর্কে জানতে চান তাদের বলবো এখানে বেতনের পরিমাণটা নেহায়েত কম নয়। দেশটিতে আপনি সর্বনিম্ন বেতন ৫০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত বেতনের চাকরি পাবেন। 

 

আর আপনার এই বেতনের পরিমাণটা কত হবে তা নির্ভর করবে আয়ারল্যান্ডের জব ভিসায় যে কোম্পানির আন্ডারে দেশটিতে যাচ্ছেন সেই কোম্পানির উপর। 

 

এই ছিলো আমাদের আজকের এই আয়ারল্যান্ডের জব ভিসা বা কাজের ভিসা সম্পর্কিত ডিটেইলস আলোচনা। যেখানে আমরা একজন নিউবি কিভাবে দ্রুত আয়ারল্যান্ডের জব ভিসা বা কাজের ভিসা পাবে এবং আবেদন করবে সে-সম্পর্কে জানিয়েছি। জানিয়েছি বেতন কত পারে এবং খরচ হতে পারে সে-সম্পর্কেও! সুতরাং সময় হাতে নিয়ে দ্রুত আবেদন করে ফেলুন আজই। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ