অনেকেই হয়তো ইতিমধ্যেই আইএলটিএস কিংবা IELTS শব্দ দু’টি শুনেছেন। তবে এই বিশেষ ধরণের এক্সামের ব্যাপারে অনেকেই বিস্তারিত তথ্য জানেন না।
কেনো এই IELTS, কিভাবে এক্সাম নেওয়া হবে, কেমন রেজাল্ট দেওয়া হবে, কি কি কারণে এই IELTS স্কোর লাগবে সে-সম্পর্কিত তথ্য নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের এই লেখাটি। বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন৷
আইইএলটিএস এর পূর্ণরূপ হলো মূলত ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। যারা নেটিভ ইংরেজি স্পিকার নন তাদের ভাষার দক্ষতা মূল্যায়ন করতে ব্যবহৃত হয় এই বিশেষ টেস্টিং সিস্টেমটি।
মূলত ব্রিটিশ কাউন্সিল, IDP: IELTS অস্ট্রেলিয়া এবং কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশ দ্বারা পরিচালিত হয় এই বিশেষ ইংরেজি টেস্টটি। এই পরিক্ষা সাধারণত হয়ে থাকে ৪ টি সিস্টেমে। এগুলি হলো:
একাডেমিক এবং জেনারেল সিস্টেম দুইভাবেই এই পরীক্ষা নেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে:
একাডেমিক সিস্টেম: একাডেমিক ভার্সন বা সিস্টেমটি সাধারণত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য প্রয়োজন হয়।
জেনারেল সিস্টেম: অন্যদিকে এই জেনারেল সিস্টেম বা ভার্সনটি প্রায়শই অভিবাসনের উদ্দেশ্যে বা ইংরেজি-ভাষী দেশগুলিতে প্রফেশনাল পর্যায়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। অর্থ্যাৎ বিভিন্ন জবের বিভিন্ন ক্যাটাগরির ভিসার জন্যে আবেদন করতে এই জেনারেল IELTS সিস্টেমটিতে কৃতকার্য হতে হয়।
বলে রাখা ভালো এই IELTS পরীক্ষাটিতে মূলত আপনাকে ০ থেকে ৯ পর্যন্ত স্কেলে স্কোর করতে হবে। পড়া, শোনা, বলা এবং লেখা প্রতিটি টেস্টের জন্যেই একই মার্ক থাকবে। অর্থ্যাৎ এই ৪ টি টেস্টের পারফরম্যান্সের উপর ভিত্তি করে তারা আপনাকে স্কোর দেবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্তমানে এই IELTS বিশ্বের অনেক দেশে বিশ্ববিদ্যালয়, নিয়োগকর্তা, অভিবাসন কর্তৃপক্ষ এবং প্রফেশনাল বিভিন্ন সংস্থা দ্বারা স্বীকৃত। যার কারণে যাদের বাইরের দেশের প্রতি ঝোঁক আছে তাদের প্রত্যেকেরই এই IELTS এর জন্যে প্রস্তুতি নিয়ে রাখা উচিত।
আপনি যদি IELTS এক্সামে ভালো স্কোর করতে পারেন তবে সেই স্কোর আপনি বিভাব বিষয়ে আবেদনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। চলুন তবে একনজরে IELTS কি কি কাজে লাগে সে-সম্পর্কে জেনে নিই।
বর্তমানে বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয় এবং কলেজে ভর্তির প্রক্রিয়ার অংশ হিসাবে IELTS স্কোরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে একটি নির্দিষ্ট স্তরের ইংরেজি দক্ষতা শো করছে পুরো বিশ্বের শিক্ষার্থীরা৷
বিশেষ করে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে যেকোনো ইন্টারন্যাশনাল স্কলারশিপের জন্যে এই স্কোর বেশ গুরুত্বের সাথেই বিবেচিত হয়ে থাকে।
স্কলারশিপ কতৃপক্ষের সাথে সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গের পাশাপাশি বর্তমানে বেশকিছু নিয়োগকর্তা, বিশেষ করে যারা ইংরেজি-ভাষী দেশ বা বহুজাতিক কর্পোরেশন থেকে কাজ করছে তারাও এই IELTS স্কোরকে বেশ গুরুত্বের সাথে নিচ্ছে।
বিশেষ করে নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে অন্যান্য দক্ষতার পাশাপাশি তারা IELTS স্কোর সম্পর্কিত নির্দিষ্ট ডকুমেন্ট চাইছে।
আপনি কাজের প্রয়োজন হোক কিংবা স্কলারশিপসহ অন্যান্য যেকোনো প্রয়োজনে কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং নিউজিল্যান্ডের মতো ইংরেজিভাষী দেশগুলিতে যেতে চান?
যদি চান সেক্ষেত্রে অবশ্যই আপনার নির্দিষ্ট IELTS স্কোর থাকতে হবে। কারণ বর্তমানে এসব দেশগুলিতে ভিসা আবেদনের জন্য ভাষা দক্ষতার প্রমাণ হিসাবে প্রায়ই IELTS স্কোরের প্রয়োজন পড়ে।
এছাড়াও আন্তজার্তিকভাবে নির্দিষ্ট কিছু পেশা যেমন ঔষধ রিলেটেড প্রফেশন, নার্সিং ইত্যাদির ক্ষেত্রে IELTS স্কোরকে বেশ গুরুত্বের সাথেই নেওয়া হয়।
তাছাড়া যারা ইংরেজি শিখতে চান, প্রফেশনাল সেক্টরে ভালোকিছু করতে চাচ্ছেন এবং ফ্রিল্যান্সিং করছেন বা করবেন ভাবছেন তারা চোখ বন্ধ করে এই IELTS এক্সামের জন্যে প্রিপারেশন নিতে পারেন। প্রফেশনাল সেক্টরে এই IELTS স্কোরের গুরুত্ব দেখার মতো।
এবার আসি IELTS এর সুবিধা কি সে ব্যাপারে৷ মূলত যাদের ভালো IELTS স্কোর আছে তারা: