চারজনের মুয়াসসাসার ইকামা ফি

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
চারজনের মুয়াসসাসার ইকামা ফি
চারজনের মুয়াসসাসার ইকামা ফি

পৃথিবীর প্রায় সব দেশেই স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (এসএমই) তথা মাঝারি ও ছোটো ব্যাবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন প্রকার ছাড় দেয়া হয় তাদেরকে উৎসাহ দেয়ার জন্য। তেমনিভাবে সৌদি আরবেও এজাতীয় ছোট প্রতিষ্ঠানগুলোকে ছাড় দেয়া হয়। তেমনি একটা সুবিধা দেয়া ছিল চারজনের মুয়াসসাসা বা এস্টাবলিশমেন্টের বিদেশি কর্মীদের লেভি বা ফি মওকুফ করা। এই ছাড় দেয়ার মেয়াদও প্রথমে ০৫ বছর দেয়া ছিল যা এবছর শেষ হওয়ার কথা।
May be an image of text
আজ ২০/২/২০২৪ তারিখে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় হতে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এই সুবিধার সময়সীমা আরো তিন বছর বৃদ্ধি করা হয়েছে।
সুবিধায় কি আছে: নয়জন বা তার কম কর্মী আছে এমন মুয়াসসাসাতে যদি সৌদি নিয়োগকর্তা নিজেও কর্মরত থাকেন তাহলে দুই জন বিদেশি কর্মীর ইকামার লেভি/ ফি দিতে হবেনা। মুয়াসসাসাতে যদি সৌদি নিয়োগকর্তা নিজেও কর্মরত থাকে এবং তার সাথে আরো একজন সৌদি নাগরিক কর্মরত থাকেন ( মোট দুইজন সৌদি) তাহলে চারজন বিদেশি কর্মীর ইকামা ফি দিতে হবেনা (চারজনের বেশি নয়)।
এই সুবিধা দেয়া হয় ছোট সৌদি ব্যাবসায়ী যেন বিদেশি কর্মীর ইকামা ফি দিতে গিয়ে ব্যবসা বন্ধ করে দিতে না হয়।
উল্লেখ্য, কোন প্রতিষ্ঠানে যদি সৌদি নাগরিকের চেয়ে বিদেশি কর্মী বেশি থাকে তাহলে প্রতি বিদেশি কর্মীর জন্য এক বছরে ইকামার ফি প্রদান করতে হবে ৯৬০০/- রিয়াল। সৌদি নাগরিক বেশি হলে ৮৪০০/- রিয়াল। আর এই অর্থ নিয়োগকর্তাই বহন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ