নতুন সরকারের কাছে প্রবাসীদের বেশকিছু যুগোপযোগী এবং গুরুত্বপূর্ণ দাবিদাওয়া ইতিমধ্যেই উঠে এসেছে বিভিন্ন কমিউনিটি থেকে। এর বেশকিছু গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরা হলো:
১. শুরুতেই উঠে এসেছে প্রবাসীদের নানা স্বার্থ সুরক্ষায় বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি। এই ট্রাইবুনালের প্রধান কাজ হবে সাধারণ প্রবাসীদের স্বার্থ এবং সম্পদ সুরক্ষা! জানা যায় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এইচআরপিবি কতৃপক্ষ থেকেই এমন দাবি উঠে এসেছে বর্তমান সরকারের কাছে৷
২. এছাড়াও নতুন সরকারের কাছে প্রবাসীদের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হিসাবে উঠে এসেছে নিজের সম্পত্তির নিরাপদে রক্ষার দাবি৷ জানা যায় বাংলাদেশে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ও নিজের ক্রয়কৃত সম্পত্তি প্রবাসীদের হাত ছাড়া হয়ে যাচ্ছে। নিজেরা বাড়িতে না থাকায় এই সম্পদ অনেক সময় চলে যাচ্ছে দখলদারগণের হাতে৷ এমতাবস্থায় পূর্বের সরকার কোনোরূপ সাহায্য সহযোগিতাও করতো না বলে জানা যায়। নতুন সরকারের কাছে এর সমাধান চায় প্রতিটি প্রবাসী ভাইবোন!
৩. প্রবাসীদের পক্ষ থেকে বিশেষ একটি সংস্থা ইতিমধ্যেই নতুন সরকারের কাছে বিশেষ ট্রাইব্যুনাল গঠন সংক্রান্ত ৯ দফা দাবির সুপারিশ করেছে৷ এই বিশেষ ট্রাইবুনালটি ভবিষ্যতে কাজ করবে প্রবাসীদের আইনি অধিকার প্রতিষ্ঠায়।
৪. এছাড়াও প্রবাসীগণের দাবি দেশে তাদের মামলা দ্রুত নিষ্পত্তিতে তাদের পরিবারবর্গকে সহায়তা করতে হবে। অনেক সময় ঘরের মূল গার্জিয়ান না থাকার কারণে প্রবাসী পরিবারের যেকোনো মামলা বছরের পর বছর আটকে থাকে। এর কোনো সুরাহা না পেয়ে নিজেদের অধিকার হারিয়ে বসতে হয় প্রবাসী ব্যাক্তি এবং তার পরিবারকে। এ ধরণের দূর্ভোগের নিষ্পত্তি চান প্রবাসীগণ!
৫. প্রবাসীগণ জানান দেশে প্রশাসনের নানা পর্যায়ের দুর্নীতি দূর করতে হবে। এই দুর্নীতির কারণে অনেক প্রবাসীরাই দেশের বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করার সাহস করেন না। যদি নতুন সরকার এই দুর্নীতির বিরুদ্ধে যুগোপযোগী ব্যবস্থা নিতে পারে তবে অতিদ্রুত প্রবাসীগণ বিরাট অংকের অর্থ দেশীয় ব্যবসায় বিনিয়োগ করতে রাজি আছেন।