যারা যারা জীবনের মোড় ঘুরাতে প্রবাসজীবন শুরু করতে চান, তাদের প্রথম অপশন হয়ে থাকে সৌদি আরব।
এক্ষেত্রে সৌদি আরবের ভিসা আবেদন কিভাবে করবেন, কিভাবে ভিসা চেক করবেন এসব তথ্যের পাশাপাশি জানা দরকার সৌদি আরবে প্রবাসীদের থাকার জায়গা সম্পর্কিত তথ্য। চলুন বিস্তারিত জানি।
রিয়াদ হলো সৌদি আরবের রাজধানী। যার কারণে এখানে যেকোনো ব্যবসায়িক কার্যক্রম বেশ আয়োজনের সাথে পরিচালিত হয়ে থাকে। আপনিও যদি রিয়াদে গিয়ে ছোটখাটো বিজনেস করে অনেক অর্থ উপার্জন করতে চান সেক্ষেত্রে আপনাকে কাছাকাছি কোনো একটি এলাকায় থাকার জায়গা ঠিক করতে হবে।
বিশেষ করে যারা সৌদি আরবে ভালো কোনো পজিশন অর্থ্যাৎ সরকারী সেক্টর, ব্যাংকিং এবং টেলিযোগাযোগে কাজ করতে তারা রিয়াদে থাকতে পারেন। এতে করে জীবনমান অনেকটা সহজ হয়ে যাবে।
রিয়াদে মোটামুটি থাকার জায়গার ক্ষেত্রে কিছুটা বাড়তি খরচ পড়তে পারে। তবে সময় নিয়ে থাকার জায়গা খুঁজতে পারলে মোটামুটি কম খরচে ভালো জায়গা পাওয়া যাবে।
সৌদি আরবে থাকার জায়গা হিসাবে দাম্মামকে বেছে নিতে পারেন। এখানকার জীবনমান এতোটাই সহজ যে কাজ করতে গিয়ে আপনি সম্পর্কিত বিভিন্ন সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।
কারণ দেশের বেশিরভাগ তেল কোম্পানি কাজ করে এই দাম্মাম শহরে। কম খরচে দাম্মাম শহরে থাকতে চাইলে আল খোবার এবং ধাহরান নামক স্থানগুলিকে ফোকাস করতে পারেন৷
মক্কা এবং মদিনার মতো পবিত্র শহরের প্রধান প্রবেশদ্বার হলো এই জেদ্দা। এখানে ছোট-বড় সকল ব্যবসাই অনেক ভালো চলে। যদিও এখানে থাকতে হলে মোটামুটি ভালোই খরচ করতে হবে!
তবে ব্যবসা যেহেতু ভালো চলবে সেহেতু খরচটুকুও পুষিয়ে আনা যাবে। আর যারা চাকরি করবেন ভাবছেন তারা ভিসার ধরণ ঠিক থাকলে চাকরির পাশাপাশি ছোটখাটো কোনো ব্যবসাও শুরু করে দিতে পারেন।
নতুন হিসাবে অনেকেই চিন্তিত থাকেন যে সৌদি আরবে কিভাবে ভাড়া বাসা দ্রুত খুঁজে পাওয়া যায়। এক্ষেত্রে অনলাইনভিত্তিক রিসার্চ করতে পারেন৷ বর্তমানে বেশকিছু ওয়েবসাইট আপনাকে ফ্রিতে সৌদি আরবে থাকার জায়গা ভাড়া নিতে বা খুঁজে পেতে সাহায্য করবে। এগুলি হলো:
উপরোক্ত ওয়েবসাইটগুলিতে আপনি জায়গা অনুসারে বাসা ভাড়া নিতে পারবেন। প্রতিটি ভাড়া দেওয়ার বাসার তথ্য এবং এজেন্ট বা বাড়িওয়ালার পরিচিতি এখানে দেওয়া থাকবে।
ভার্চুয়াল ট্যুর করার পরে একটি মিটিং সেট আপ করে ভাড়ার পরিমাণসহ অন্যান্য তথ্য সম্পর্কে আলোচনা করতে পারবেন।
সৌদি আরবে থাকার খরচ কত তা নির্ভর করবে হোটেল বা থাকার জায়গার ধরণ এবং ভিসার উপর। আপনি যদি সৌদি আরবে বেড়াতে যান সেক্ষেত্রে বিভিন্ন ভালো হোটেল বুক করতে পারেন এসব হোটেলে থাকতে হলে প্রতি রাতের জন্য ৩০/৫০$ করে গুনতে হবে।
আর যদি সৌদি আরবে কাজ করার জন্য যেতে চান এবং থাকতে চান সেক্ষেত্রে হোটেল বা অ্যাপার্টম্যান্টের ধরণের উপর নির্ভর করে ভাড়ার পরিমাণ নির্ধারিত হবে।
এক্ষেত্রে মাসে ১০০০/২০০০ রিয়াল কিংবা আরো বেশি পরিমাণ অর্থের প্রয়োজন পড়তে পারে। অনেকেই আবার সৌদি আরবে গিয়ে আত্মীয়স্বজনদের সাথে থাকে। এমনটা হলে যার কাছে থাকবেন তার সাথে কথা বলে ভাড়ার পরিমাণটুকু নির্ধারণ করে নেবেন।