ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
রাষ্ট্রদূতের মধ্যস্থতায় ৩০ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছেন দুই বাংলাদেশী পরিবার

 

বিভিন্ন অনুষদ, বিভাগ, আবাসিক হল ও অন্যান্য অবকাঠামোর কারণে জনপ্রিয় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ভর্তি পরীক্ষার আয়োজনের তারিখ প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সম্পর্কিত সকল তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। 

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা

২০২৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা সম্পর্কিত বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ক্ষেত্রে বেধে দেওয়া হয়েছে আলাদা আলাদা যোগ্যতার বেরি। এক্ষেত্রে: 

  • আবেদনকারীকে ২০১৮ থেকে ২০২১ এর মধ্যে এসএসসি এবং এইচএসসি দু’টো পরীক্ষাই সম্পন্ন করতে হবে
  • বিজ্ঞান ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীকে অবশ্যই ন্যূনতম ৮ পেতে হবে এবং আলাদাভাবে জিপিএ ৩.৫ পেতে হবে
  • আর্টস ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীকে পেতে হবে ৭.৫ এবং আলাদাভাবে পেতে হবে জিপিএ ৩.০
  • কমার্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীকে ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ পেতে হবে
  • আর সবশেষে যারা চারুকলার জন্য পরীক্ষা দেবেন তাদের দুটো পাবলিক পরীক্ষাকে ৬.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ পেলেই চলবে

 

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন

এবার আসি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টনের ব্যাপারে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মোট ১২০ নম্বরের। এক্ষেত্রে ১০০ নাম্বারের জন্য সরাসরি পরীক্ষা নেওয়া হবে এবং বাকি ২০ নাম্বার থাকবে জিপিএর উপর। 

 

যার জিপিএ যত ভালো হবে সে তত বেশি নাম্বার পাবে। পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ দেওয়া থাকবে। আর এই পরীক্ষার জন্য দেওয়া হবে ৪৫ মিনিট। আর লিখিত পরীক্ষা হবে ৪০ নম্বরের। যা কমপ্লিট করতে শিক্ষার্থীরা ৪৫ মিনিট সময় পাবে। 

 

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ হিসাবে ৮ ফেব্রুয়ারি তারিখ নির্ধারিত হয়েছে। আর যারা এখনো আবেদন করেননি তারা সময় পাবেন ৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। 

 

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রস্তুতি 

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নিজের জন্যে একটি সিট দখল করতে প্রয়োজন প্রচুর কষ্ট করার মন-মানসিকতা। উচ্চ মাধ্যমিকেই এই পরীক্ষা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করা উচিত। 

 

সায়েন্স, কমার্স বা আর্টসের শিক্ষার্থী হয়ে ভবিষ্যতে কোন দিকে যেতে চান তা নির্ধারণ করে পছন্দের ইউনিট বাছাই করে নিন। এতে ভবিষ্যতে বা এডমিশনের সময় কী পড়া উচিত তা নিয়ে তারা ভয়ে ভয়ে থাকতে হবে না। 

 

সেই সাথে সঠিক ট্র্যাকে থাকতে একটি রুটিনও তৈরি করে নিতে পারেন। যেখানে থাকবে কোনদিন কোন টপিক কভার করবেন, কতক্ষণ পড়বেন, সপ্তাহে কোন দিন পূর্বের পড়া রিভাইস দেবেন। 

 

মনে রাখবেন এখনো কিন্তু প্রচুর সময় আছে। সবে তো ডিসেম্বর চলে। জানুয়ারি আছে, ফেব্রুয়ারিরও কিছুদিন আছে। সুতরাং এই সময়টাকে কাজে লাগাতে পারলে আশা করা যায় ভালোকিছুই হবে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ