শিরোনাম:
কম খরচে বাই রোডে পাকিস্তান ভ্রমণ করবেন যেভাবে দাগনভূঞা গাউছিয়া আহমদিয়া আমিনিয়া সুন্নিয়া মাদ্রাসায় সবক অনুষ্ঠান ২০২৫ইং অনুষ্ঠিত সন্তানদের শিক্ষিত করে মা বাবা নিঃসঙ্গ নেপালের দর্শনীয় স্থান | নেপাল ভ্রমণের উপযুক্ত সময় | বাংলাদেশ টু নেপাল বিমান ভাড়া ঘরে বসে দালাল ছাড়াই কানাডা ভিসা আবেদন করার নিয়ম কানাডা যাওয়ার সহজ উপায়: না পড়লে চরম মিস যেভাবে টোফেল প্রিপারেশন নিলে স্কলারশিপ নিশ্চিত  জাপানের ১০টি দর্শনীয় স্থান: কম খরচে ঘুরে আসুন জাপান  উচ্চ শিক্ষায় ফেলোশিপ কি: জানুন বিস্তারিত বাংলাদেশ থেকে জাপানে কিভাবে ফ্রি স্কলারশিপ পাওয়া যায়: যেখানে পড়তে লাগবে না কোনো টাকা

নেপালের দর্শনীয় স্থান

নেপালের দর্শনীয় স্থান | নেপাল ভ্রমণের উপযুক্ত সময় | বাংলাদেশ টু নেপাল বিমান ভাড়া

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
নেপালের দর্শনীয় স্থান | নেপাল ভ্রমণের উপযুক্ত সময় | বাংলাদেশ টু নেপাল বিমান ভাড়া.jpg

নেপাল, প্রকৃতির অপার সৌন্দর্য ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের দেশ! অনেকের স্বপ্নের গন্তব্য! হিমালয়ের কোলে অবস্থিত এই দেশটি অফুরন্ত অ্যাডভেঞ্চার এবং শান্তির জায়গা।

তাই জীবনে একটিবারের জন্যে হলেও উচিত নেপালের দর্শনীয় স্থান থেকে ঘুরে আসা। চলুন তবে আজ তারই প্রেক্ষিতে জেনে নিই নেপালের দর্শনীয় স্থান, নেপাল ভ্রমণের উপযুক্ত সময়, বাংলাদেশ টু নেপাল বিমান ভাড়াসহ সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য।

নেপালের দর্শনীয় স্থানসমূহ

শুরুতে এমনকিছু নেপালের দর্শনীয় স্থান নিয়ে আলোচনা করবো যেসব স্থানে যাওয়া সহজ, খরচ কম কিন্তু এক্সাইটম্যান্ট বেশি।

কাঠমান্ডু ভ্যালি

কাঠমান্ডু ভ্যালি মূলত একটি দরবার স্কোয়ার, স্বয়ম্ভুনাথ বা বানর মন্দির, পশুপতিনাথ মন্দির হিসেবে নেপালে বেশ জনপ্রিয়। যা ইতিমধ্যেই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট স্থান পেয়েছে। এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো ঐতিহ্যবাহী নেপালি খাবার। বলে রাখা ভালো এই স্থানের এন্ট্রি ফি প্রায় ১,০০০ নেপালি রুপি বা ৮৫০ টাকা।

পোখারা

ফেওয়া লেক, ডেভিস ফলস, পিস প্যাগোডার জন্য এই স্থানটি বেশ জনপ্রিয়। যেখানে আপনি নৌকা চালানো, প্যারাগ্লাইডিং এবং ট্রেকিং করতে পারবেন। খরচ হিসাবে এখানে আপনাকে নৌকা ভাড়া দিতে হবে। যা প্রতি ঘণ্টায় প্রায় ৫০০ নেপালি রুপি বা ৪২৫ টাকার মতো।

চিতওয়ান ন্যাশনাল পার্ক

চিতওয়ান ন্যাশনাল পার্ক মূলত বন্যপ্রাণী সাফারি, হাতি চড়া, এবং জঙ্গলে হাইকিংয়ের জন্য বেশ বিখ্যাত। জনপ্রতি প্রায় ২,০০০ নেপালি রুপি বা ১,৭০০ টাকা দিয়ে আপনাকে এই সাফারিতে প্রবেশ করতে হবে। যে ফির আন্ডারে আপনি গন্ডার, বেঙ্গল টাইগার এবং বিরল পাখি দেখার সুযোগ পাবেন।

লুম্বিনী

মূলত এই স্থানটি হলো বুদ্ধের জন্মস্থান, মায়া দেবী মন্দির এবং বৌদ্ধ বিহার। যেখানে যেতে আপনাকে কোনো এন্ট্রি ফি দিতে হবে না। তবে গাইডেড ট্যুরের খরচ হিসাবে প্রায় ১,৫০০ নেপালি রুপি বা ১,২৭৫ টাকা ব্যায় করতে হবে।

এভারেস্ট বেস ক্যাম্প

আপনি যদি নেপালে মাউন্ট এভারেস্টের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে চান তাহলে এই এভারেস্ট বেস ক্যাম্প কেবর আপনার জন্য। যেখানে আপনি ট্রেকিং করার সুযোগ পাবেন। যা মূলত প্রতিটি অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য স্বপ্নের মতো। বলে রাখা ভালো ট্রেকিং পারমিট হিসাবে আপনাকে প্রায় খরচ করতে হবে ৩,০০০ নেপালি রুপি ২,৫৫০ টাকা।

নেপাল ভ্রমণের উপযুক্ত সময়

এবার আসি নেপাল ভ্রমণের উপযুক্ত সময়ের ব্যাপারে। যা নির্ভর করে নেপালের জলবায়ুর উপর। তবে ভ্রমণের জন্য সেরা সময় হলো বসন্ত কাল। যা মার্চ থেকে মে মাসের মধ্যে পড়ে। কারণ এই সময়কার পরিষ্কার আকাশ, ফুলের বাহার এবং মনোরম আবহাওয়া ট্যুরের জন্য পার্ফেক্ট৷ তাছাড়া শরৎকালও ভালো। বিশেষ করে সেপ্টেম্বর থেকে নভেম্বরের কথা বলছি। এই সময়টা ট্রেকিং এবং বাইরের একটিভিটির জন্য আদর্শ।

বাংলাদেশ থেকে নেপাল যাওয়ার উপায়

ট্যুরের জন্য বাংলাদেশ থেকে নেপাল যাওয়ার উপায় আকাশপথ ব্যবহার করতে পারেন। বিমানে বাংলাদেশ এয়ারলাইনস, হিমালয়া এয়ারলাইনসসহ বেশ কয়েকটি এয়ারলাইন ঢাকার সাথে কাঠমান্ডুকে কানেক্টেড রেখেছে। এক্ষেত্রে ভাড়া হিসাবে আপনাকে ইকোনমি ক্লাসের জন্য ব্যায় করতে হবে ১৫,০০০–২২,০০০ টাকা (রাউন্ড ট্রিপ)।

অন্যদিকে বিজনেস ক্লাসের জন্য আপনাকে ব্যয় করতে হবে ৩০,০০০–৪৫,০০০ টাকা (রাউন্ড ট্রিপ)। আর এক্ষেত্রে সময় লাগবে প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট।

এর পাশাপাশি সড়কপথেও যেতে পারেন নেপাল। কিন্তু এক্ষেত্রে আপনাকে যেতে হবে ভারতের মাধ্যমে। বিষয়টা হবে এমন…রুট: ঢাকা → কলকাতা → রক্সৌল → কাঠমান্ডু।

এক্ষেত্রে শুরুতে ঢাকা থেকে কলকাতা বাসের জন্য খরচ করতে হবে ২,০০০-৩,০০০ টাকা। এরপর কলকাতা থেকে রক্সৌল ট্রেনের খরচ পড়বে ৫০০-১,০০০ টাকা সবশেষে রক্সৌল থেকে কাঠমান্ডু বাসের৷ ক্ষেত্রে খরচ পড়বে ১,৫০০- ২,০০০ টাকা। বলে রাখা ভালো বাই রোডে মোট ভ্রমণের সময় লাগবে প্রায় ২-৩ দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ