কলেজে নিয়মিত ক্লাস, বন্ধুদের সঙ্গে আড্ডা ও ছাত্র রাজনীতিতেও সক্রিয় ছিলেন। তারপরও মাত্র ২২ বছর বয়সেই পাড়ি জমান সৌদি আরবে। কিন্তু হাসি মুখে প্রবাসে গেলেও ২৭ দিনের মাথায় লাশ হয়ে ফিরলেন চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার মিরপুর গ্রামের নাছির উদ্দিন মিলন তালুকদার (প্রিন্স)।
বুধবার (১৬ আগস্ট) বিকেলে তার লাশবাহী অ্যাম্বুলেন্স বাড়িতে পৌঁছালে মা-বাবাসহ নিকটাত্মীয় স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে মিরপুরের বাতাস।
নাছির উদ্দিন মিলন তালুকদারের বাবা শাহাদাত তালুকদার জানান, তার দুই ছেলে এক মেয়ের মধ্যে মিলন সবার বড়। চলতি বছরের ২০ জুলাই সে সৌদি আরবের মক্কায় কাজের সন্ধানে যায়। সেখানে তার চাচা শামছুদ্দিনই তাকে ভিসার ব্যবস্থা করে দেয়। কিন্তু গত ১ আগস্ট সে ব্রেইন স্ট্রোক করে এবং ৩ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
মিলনের মা লাকি আক্তার জানান, ঘটনার আগের দিন মিলন তার সঙ্গে ফোনে কথা বলেছে। নেটওয়ার্কের কারণে ঠিকমতো কথা বলতে পারিনি। পরদিন জানতে পারি সে বাথরুমে পড়ে গিয়ে ব্রেইন স্ট্রোক করে। পরে দুইদিন হাসপাতালে থাকার পর মৃত্যুবরণ করে। কাগজপত্র পাঠাতে বলেছি, সেগুলো আসলে চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানতে পারবো আসলে তার মৃত্যু কিভাবে হয়েছে।