শিরোনাম:
কম খরচে বাই রোডে পাকিস্তান ভ্রমণ করবেন যেভাবে দাগনভূঞা গাউছিয়া আহমদিয়া আমিনিয়া সুন্নিয়া মাদ্রাসায় সবক অনুষ্ঠান ২০২৫ইং অনুষ্ঠিত সন্তানদের শিক্ষিত করে মা বাবা নিঃসঙ্গ নেপালের দর্শনীয় স্থান | নেপাল ভ্রমণের উপযুক্ত সময় | বাংলাদেশ টু নেপাল বিমান ভাড়া ঘরে বসে দালাল ছাড়াই কানাডা ভিসা আবেদন করার নিয়ম কানাডা যাওয়ার সহজ উপায়: না পড়লে চরম মিস যেভাবে টোফেল প্রিপারেশন নিলে স্কলারশিপ নিশ্চিত  জাপানের ১০টি দর্শনীয় স্থান: কম খরচে ঘুরে আসুন জাপান  উচ্চ শিক্ষায় ফেলোশিপ কি: জানুন বিস্তারিত বাংলাদেশ থেকে জাপানে কিভাবে ফ্রি স্কলারশিপ পাওয়া যায়: যেখানে পড়তে লাগবে না কোনো টাকা

স্বামীকে সঙ্গে নিয়ে পরকীয়া প্রেমিককে হত্যা

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
পরকীয়া

কুমিল্লার চান্দিনায় পুকুর থেকে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। পরকীয়ার জের ধরে পরিকল্পিতভাবে মো. আরিফ হোসেন (৩০) নামে ওই যুবককে হত্যা করা হয়ে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন সুনামগঞ্জের ছাতক থানার গাবুরগাঁও গ্রামের ফাতেমা বেগম (২৮) এবং তার স্বামী শুক্কুর আলী (৩০)।

শুক্রবার কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. নাজমুল হাসান।

সংবাদ সম্মেলনে এ পুলিশ কর্মকর্তা জানান, গত বুধবার সন্ধ্যায় চান্দিনার মাইজখার ইউনিয়নের করতলা গ্রামের ছাড়াগাঁও নামক এলাকা থেকে আরিফের মরদেহ উদ্ধার করে পুলিশ। পেশায় রাজমিস্ত্রি আরিফ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সাতগাঁও গ্রামের আলাই মিয়ার ছেলে।

নাজমুল হাসান বলেন, ‘আরিফের সঙ্গে চার সন্তানের মা ফাতেমা বেগমের পরকীয়া সম্পর্ক ছিল। এক মাস আগে ফাতেমা তার স্বামীর বাড়ি থেকে পালিয়ে আরিফের ভাড়া বাড়িতে চলে যান। দুজন এক মাস ধরে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাসায় থাকার পর ফাতেমা বুঝতে পারেন আরিফ তাকে বিয়ে না করে প্রতারণা করছে। পরে ফাতেমা তার স্বামী শুক্কুরের কাছে ফিরে গিয়ে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত বলে জানান এবং স্বামী-স্ত্রী মিলে আরিফকে উচিত শিক্ষা দেয়ার পরিকল্পনা করেন।’

‘পরিকল্পনা অনুযায়ী গত ৭ আগস্ট রাতে শুক্কুরকে নিয়ে আরিফের ভাড়া বাসায় যান ফাতেমা। গিয়ে খাটের নিচে লুকিয়ে থাকেন শুক্কুর। রাতে আরিফ বাসায় এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে শুক্কুর খাটের নিচ থেকে বের হয়ে এসে শুক্কুর শাবল দিয়ে তার মাথায় আঘাত করেন এবং বালিশচাপা দেন ফাতেমা। এতে আরিফের মৃত্যু হয়।’

পুলিশ কর্মকর্তা নাজমুল জানান, এ ঘটনায় নিহতের বড় ভাই তারিছ আলী বাদী হয়ে চান্দিনা থানায় একটি মামলা করেন। পরে বুধবার রাতে জেলার দেবিদ্বার উপজেলার ওয়াহিদপুর এলাকায় অভিযান চালিয়ে ফাতেমা ও শুক্কুরকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ