কাতারে তিন প্রবাসী বাংলাদেশির ৪ কোটি টাকা আত্মসাৎ করে দেশে পালিয়ে আসার অভিযোগ উঠেছে তৌহিদুল ইসলাম নামের এক প্রবাসী বাংলাদেশির বিরুদ্ধে। তিনি দেশে পালিয়ে আসায় বিপদে পড়েছেন ওই তিন বাংলাদেশি। বাংলাদেশে তৌহিদুল ইসলামের বাড়ি নোয়াখালী জেলায়।
বুধবার (২ আগস্ট) স্থানীয় সময় রাতে কাতারের রাজধানী দোহার আল মানচুরা লুলু এক্সপ্রেস বিল্ডিংয়ে তৌহিদুল ইসলামের বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই তিন প্রবাসী বাংলাদেশি ইউনুছ হোসেন রাজিব, আবু তাইয়্যেব ও আবদুল কুদ্দুস।
অর্থ আত্মসাৎ করে কাতার থেকে দেশে পালিয়ে আসায় তৌহিদুল ইসলামের কাছ থেকে টাকা উদ্ধারে কাতারের বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও নোয়াখালী পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী এ তিন প্রবাসী বাংলাদেশি।