সৌদি থেকে ঢাকায় বিমানবন্দরে নেমেই নিখোঁজ জাহিদুল!

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
নিখোঁজ জাহিদুল
নিখোঁজ জাহিদুল

‘জাহিদুলের বয়স যখন পাঁচ বছর তখন ওর বাবা মারা যায়। দুই ছেলেকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি। ছয় বছর আগে আমার ছেলে সৌদি আরব যায়। দেশে এসেই বিয়ে করার কথা ছিল।

তার পছন্দের পাত্রীও দেখে রাখা হয়েছে। ধুমধাম করে ছেলে আমার বিয়ে করবে। বাড়ি ঘরও ঠিকঠাক মতো গুছিয়েছি। আমার বাবার পছন্দের খাবার রান্না করে রেখেছি।
আমার কলিজার টুকরা জাহিদ কই গেল! তোমরা আবার বাবারে আইনা দাও’। এসব কথা বলতে বলতেই মূর্ছা যান জাহিদুলের মা বেগম আক্তার। ছেলেকে হারিয়ে দিশেহারা মা। 

গত ২৪ জুলাই সৌদি আরব থেকে সৌদি এয়ারলাইন্সে সকাল ৭টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জাহিদুল (২৫)।

এর পর থেকেই ওই প্রবাসী যুবক নিখোঁজ। 

জাহিদুলের মা জানান, জাহিদুল বলেছিলেন ‘আমি বিমান থেকে নেমেছি। ১০ মিনিট সময় লাগবে, তোমরা দুই নম্বর গেটে অপেক্ষা কর’। সেই থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ। নিখোঁজ জাহিদুল ইসলামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের করোটিয়া পাড়া গ্রামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ