প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস : প্রবাসীরা আমাদের রেমিট্যান্স যোদ্ধা। তারা আছে বলেই আমাদের অর্থনীতির চাকা সচল রয়েছে। কিন্তু তারপরেও না পরিবার, না রাষ্ট্র; কোথাও তারা গুরুত্ব পায় না। প্রবাসীদের দিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করাই যেন মূল উদ্দেশ্য। তাই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় অনেক রেমিট্যান্স যোদ্ধারাই ক্ষোভ প্রকাশ করেন। প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস খুঁজে সোশ্যাল প্লাটফর্মে শেয়ার করেন।
আজ আমরা প্রবাসীদের নিয়ে এমনই কিছু স্ট্যাটাস, ছন্দ এবং কবিতা শেয়ার করবো, যা জীবন যুদ্ধে নিজেকে বির্সজন দেয়া এসব হতভাগাদের কষ্টকে তুলে ধরে। আপনি যদি প্রবাসী হয়ে থাকেন, চাইলে এখান থেকে কপি করে লেখাগুলো স্ট্যাটাস হিসেবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন। পাশাপাশি আপনার মনে যদি প্রবাসীদের নিয়ে কথা থাকে, তাহলে তা আমাদের ফেসবুক পেজে জানান।
১. স্বপ্ন ছিল বাঁধব ঘর
প্রবাস আমায় করল পর
জন্ম নিলাম বাংলাদেশে
ঘুমাইতে হয় প্রবাসে
২. প্রবাসীদের জীবন
টাকা থাকলে: ভালবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন ও প্রিয়জন সবাই আপনার খবর নেবে।
টাকা না থাকলে: খবর নেয়া তো দূরের কথা, কেউ আপনাকে চিনেও চিনবে না।
৩. যখন তুমি প্রবাস জীবন অতিবাহিত কর তখন তুমি সেই দেশেও বিদেশি আর নিজের দেশেও বিদেশি। একটার জন্যেও তুমি যথেষ্ট নও।
৪. বিদেশে যতটা টাকাই ইনকাম করি না কেন, যত সুখ-শান্তিই থাকুক না কেন, চোখের কোণে এক বিন্দু জল থেকেই যায়।
৫. জীবনে সবচেয়ে মূল্যবান সময়টা প্রবাসে কাটিয়ে দিচ্ছি। প্রবাস জীবন আমার মূল্যবান জীবনটাকে নষ্ট করে দিল। এখন ঘুমালেও স্বপ্নে দেখি সকালে আমার ডিউটি আছে। হায়রে ঘুম… হায়রে এ প্রবাস জীবন।
৬. প্রবাস জীবনের একাকিত্বতা অনেকটাই অস্বাভাবিক আর জটিল। এই জীবনের অনুভূতি স্বাধীনতার নয় বরং পালিয়ে থাকার।
৭. প্রবাসীরা হল একেকটা জ্বলন্ত মোমবাতির মত। নিজে জ্বলে জ্বলে পরিবারকে আলোকিত করে।
৮. আমরা যখন প্রবাসে আসি তখন অনেক স্বপ্ন দেখি, যে জীবনটাকে এমন করব, তেমন করবো। আসলে কিছুই হয় না। সবার ইচ্ছে আর স্বপ্নগুলো পূরণ করতে করতে কখন যে নিজের ইচ্ছেগুলো অপূর্ণ থেকে যায়, তা বুঝতেই পারি না।
৯. অচেনা মানুষ, অচেনা দেশ; চেনা হয়েছে প্রয়োজনে হয়তো। দুঃখ-সুখের ভাগ নিচ্ছে একে অপরের। তবুও বুকের মধ্যে প্রিয়জনের জন্য পোড়াক্ষত বয়ে চলেছে অবিরত।
১০. প্রবাস জীবনটা অনেক কষ্টের। কিন্তু কি করবেন? আপনার এক জীবনের বিনিময়ে যদি পরিবারের সবার জীবন সুখে থাকে, ক্ষতি কি? এ জীবনে হয়তো কিছু নাই পেলাম। পরকালে সুখ খুঁজে নেব।
কবিতা ১:
রাতে আসি সকালে যাই
দুপুর বেলা খাবার খাই,
কাজে কাজে জীবন শেষ
এরই নাম যে বিদেশ।
বাড়ির মানুষ মনে করে
আছি কত সুখে,
কী যে ব্যথা জমে আছে
আমার পোড়া বুকে।
কবিতা ২:
প্রবাস মানে টাকা নয়, জীবন গড়ার শিক্ষা
প্রবাস হল উল্লস নয়, অনুপম এক দীক্ষা
প্রবাস মানে হাসি নয়, কষ্ট চোখে জল
প্রবাস হল ভাঙা বুকে জীবন গড়ার বল
প্রবাস মানে প্রিয়তমার একটি রঙিন চিঠি
প্রবাস হল মানুষের প্রতি ভালোবাসার সম্প্রীতি
প্রবাস হল স্বল্প পূরণ ছোট ছোট আশা
প্রবাস হল ভাইয়ের হাসি বোনের ভালবাসা।
প্রবাস হল বাবার বুকে সুখের শিহরণ
প্রবাস মানে মায়ের মুখে হাসি ফোটানো সারাক্ষণ
প্রবাস হল স্বাধীনতা পরের হাতে বন্দী
প্রবাস মানে কাজের সাথে জীবনের এক সন্ধি
প্রবাস মানে শূন্যতা প্রতিদিনই আসে
প্রবাস মানে অতীত স্মৃতি শুধুই চোখে ভাসে
প্রবাস মানে হাজারো কষ্টে থেকে ভাল আছি বলা
প্রবাস মানে নিজের হাজার ইচ্ছেকে মাটিতে পুঁতে ফেলা
প্রবাস মানে মাথার ঘাম পায়ে ফেলে শরীরের রক্ত ঝড়া
প্রবাস মানে বাঁচার জন্য জীবনের সাথে যুদ্ধ করা।
প্রবাসীদের ঈদ মানে
দেশে পাঠাবো টাকা,
প্রবাসীদের ঈদ মানে
আমি প্রবাসে একা।
প্রবাসীদের ঈদ মানে
লম্বা একটা ঘুম,
প্রবাসীদের ঈদ মানে
এই তো পাশের রুম।
ডিউটি করে কত প্রবাসী
ঈদের দিনে নাই ছুটি,
মাথার ঘাম পায়ে পেলে
জোগায় আহার রুটি।
ঈদ আসিলে প্রবাসীদের
বালিশ ভিজে জলে,
প্রবাসীদের দুঃখে কষ্টে
কয় জনের মন গলে?
প্রবাসীদের ঈদ আছে
ঈদের হাসি নাই,
প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা
মর্যাদা তাদের নাই।
প্রবাসী মানে রেমিটেন্স যোদ্ধা
বলে সর্বলোক,
এই প্রবাসী মারা গেলে
কেউ দেখতে চায় না মুখ।