জুয়েল
কুয়েতের খাইরান এলাকায় মোহাম্মদ জুয়েল (২৪) নামের এক প্রবাসী বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) স্থানীয় সময় ভোররাতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
জুয়েলের সহকর্মীরা জানায়, বেশ কয়েকদিন যাবৎ জুয়েল হতাশায় ভুগছিলেন। তবে এটা হত্যা নাকি আত্মহত্যা তা এখনো জানা যায়নি। ময়নাতদন্ত শেষে তার মরদেহ দেশে পাঠানো হবে।
মৃত জুয়েলের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার লতব্দি ইউনিয়নের নিমতলি গ্রামে। কুয়েতের খাইরান রিসোর্টে সিকিউরিটি গার্ডের কাজ করতেন এ বাংলাদেশি।