সৌদির কারখানার অগ্নি দূর্ঘটনায় ৭ বাংলাদেশীর মৃত্যু

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

সম্প্রতি সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল-হাসা জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। যেখানে সৌদিতে আগুন লেগে ৭ বাংলাদেশীসহ মোট ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কতৃপক্ষ।

জানা যায় কারখানাটি মূলত আল-মানসুরা শিল্প এলাকায় একটি ফার্নিচার কারখানা। উল্লেখ্য ঘটনাস্থলে আকস্মিক আগুন লাগার কারণে এবং কারখানায় থাকা কাঠের কারণে আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে।

পরবর্তীতে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্যে পাঠানো হলেও নিহতদের বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে এই সংবাদ পেয়ে দূতাবাস দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। যারা নিহত হয়েছে তাদের পরিচয় শনাক্তের কাজ করছে কতৃপক্ষ। তাদের পাঠানো খবরে এখন পর্যন্ত জানা গেছে নিহত বাংলাদেশিদের মধ্যে মোট তিনজন নাটোরের প্রবাসী এবং বাকি একজন রাজশাহীর প্রবাসী। এছাড়াও বাকিদের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি!

এদিকে যারা কীভাবে আগুন লেগেছে সেসম্পর্কে জানতে চাইছেন তাদের বলে রাখা ভালো এই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে সংশ্লিষ্ট কতৃপক্ষ ঘটনার কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং আশা করি খুব দ্রুত সময়ের এর নির্ভরযোগ্য কোনো সুরাহা নিশ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ