প্রবাসীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী।
সম্প্রতি বিভিন্ন কারণে দেশের বিভিন্ন নিউজগুলিতে হেডলাইন হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে দেখা গেলেও বর্তমানে তিনি প্রবাসীদের নিয়ে ভূয়সী প্রশংসা করার কারণে বেশ আলোচনায় এসেছেন।
সম্প্রতি তিনি সিলেটের গোয়াইনঘাটে ব্যাংকের শাখা উদ্বোধন করেছেন। সেই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
উল্লেখ্য অনুষ্ঠানটিতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রেখেছেস জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. আসলাম।
উক্ত অনুষ্ঠানে প্রবাসীদের নিয়ে অনেক কথা বলতে গিয়ে মন্ত্রী বঙ্গবন্ধুর আদর্শ ও দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রবাসীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার ক্ষেত্রে তাগাদা দেন। সেই সাথে তিনি দেশে আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরির পরিকল্পনাও শেয়ার করেন।
বক্তৃতায় তিনি এই অর্থ বছরে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধির কথা তুলে ধরার পাশাপাশি একইসাথে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার ইঙ্গিত দেন।
একইদিনে মন্ত্রী একই অনুষ্ঠানের অংশ হিসাবে সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন-এর সভাপতিত্বে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর এবং সংস্থাসমূহের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন।
এদিকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বৈদেশিক কর্মসংস্থানে স্বচ্ছতা নিশ্চিত করে কাজে গতিশীলতা আনার আহ্ববান জানান সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। সেই সাথে তিনি এটিও জানান যে প্রবাসীদের কল্যাণে সেবা প্রদানের ক্ষেত্রে দপ্তরসমূহের সকল কর্মকর্তা-কর্মচারীকে দেশের প্রতি কৃতজ্ঞতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা উচিত এবং এটা আবশ্যক।
২০২২-২৩ অর্থ বছরে মন্ত্রণালয়ের মনোনীত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে শুদ্ধাচার পুরস্কার প্রদানের এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালকের পক্ষে অতিরিক্ত মহাপরিচালক আ.স.ম আশরাফুল ইসলাম এবং বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লি. (বোয়েসেল) এর ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেনের মতো গণ্যমান্য ব্যাক্তিগণ।
উল্লেখ্য সম্প্রতি প্রবাসীদের কল্যাণে সরকার প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছে এবং সে অনুযায়ী বিভিন্ন পরিকল্পনা এগিয়ে যাচ্ছে।
এই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীকর্মীরা ইতিমধ্যেই সেবা গ্রহণ করতে পারছেন। বিদেশগামী কর্মীদের ঋণ দেওয়াসহ বিদেশফেরত কর্মীদের আর্থসামাজিকভাবে পুনর্বাসনেও ভূমিকা রাখছে এসব প্রবাসী কল্যাণ ব্যাংক।