ইতিপূর্বে পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেও চলচ্চিত্রে তার কখনোই ভালো অবস্থান ছিল না। তবে গেলো বছর ঈদে ওয়েব ফিল্ম ‘৭ নাম্বার ফ্লোর’ এ শীর্ষ নায়িকা বুবলীর সঙ্গে সাইড নায়িকার চরিত্রে অভিনয় করে একটু আলোচনায় আসেন ঝিমিয়ে পরা চিত্রনায়িকা তমা মির্জা। যদিও গুঞ্জন আছে – ওই ছবির নির্মাতা রায়হান রাফি’র প্রেমের সম্পর্ক থাকায় ওই ছবিতে সুযোগ পেয়েছিলেন তমা। একই কারণে এবারের ঈদুল আযহা উপলক্ষে মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ ছবিতে সুযোগ পান এই নায়িকা।ছবিতে তার নায়ক ছোটপর্দার আফরান নিশো। ছবিটি মুক্তি পাওয়ার দর্শকদের মাঝে এর কিছু দৃশ্য নিয়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। অর্থাৎ তমা’র সুড়ঙ্গে অশ্লীলতা দেখে অস্বস্তিতে পরেছেন দর্শকরা।
জানা গেছে, রায়হান রাফি পরিচালিত চলচ্চিত্রটি মুক্তির পর কিছু দৃশ্য ও সংলাপ নিয়ে ক্ষোভও ঝাড়লেন দর্শক। প্রেম, বিচ্ছেদ, প্রতিশোধ, হালকা কমিক রিলিফ, রোমান্টিক গানের পাশাপাশি আইটেম গান, নিম্নবিত্ত সমাজ ব্যবস্থা ও দৃষ্টিভঙ্গি, ব্যভিচার, আইনশৃঙ্খলা বাহিনী সবকিছুই আছে। প্রথম হাফে রোমান্টিক গল্প মনে হলেও দ্বিতীয় হাফে যেতে যেতে সুড়ঙ্গ জমে উঠলেও রয়েছে কিছু অশ্লীল দৃশ্য। নির্মাতা যে অশ্লীল দৃশ্য জুড়ে দিয়েছেন তা নিয়ে ক্ষোভ রয়েছে কিছু কিছু দর্শকের। তাদের বক্তব্য, এই অংশগুলো এতটা সময় না নিয়ে দেখালেও সমস্যা হতো না।
তমা’র সুড়ঙ্গ দেখে নিজের মত প্রকাশ করে এক নারী দর্শক তার প্রতিক্রিয়ায় বলেন, বাচ্চাদের সঙ্গে, পরিবারের সঙ্গে দেখার মতো ছবি এটি না। পরিবার নিয়ে দেখতে গিয়ে আমরা লজ্জায় শেষ।
অন্য এক নারী বলেন, এটা কোন ছবিই হতে পারে না। পুরোটাই নেগেটিভ, নেগেটিভ, নেগেটিভ।আরেক দর্শক বলেন, সিনেমা দেখে একটা ভালো অনুভূতি নিয়ে বের হওয়ার কথা, অথচ খুব অস্বস্তির মধ্যে আছি। অপর এক দর্শক বলেন, আমি আমার বাচ্চাদের নিয়ে সুড়ঙ্গ দেখতে গিয়েছিলাম। ১৮+ জানলে হয়তো বাচ্চাদের সঙ্গে নিতাম না। প্রতি ঈদেই বাংলা কোন না কোন ছবি দেখা হয়। ১৮+ কিছু দৃশ্য ছাড়া ছবিটা খারাপ নয়। অন্য এ দর্শক বলেন, পরিচালক সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি, সামনের দিনগুলোতে অশ্লীলতা নিয়ে আরও সচেতন হবেন।