আজকাল বিদেশে চাকরি, পড়াশোনা বা ট্যুরের জন্য ভিসা প্রয়োজন, এটা আমরা সবাই জানি। কিন্তু অনেক সময় দেখা যায়, ভিসা প্রসেসিং-এর পর আমরা অস্থির হয়ে যাই। ভিসা আসলো কি আসলো না, ভিসা রিজেক্ট হয়ে গেলো কিনা!
এসব ভেবে এজেন্টকে ফোন, মেসেজ দিতে দিতে টেন্স হয়ে যায়। আবার এজেন্টের কথা শুনে মাথা গরম হয়ে যায়। এক্ষেত্রে কেমন হয়, যদি আমরা ঘরে বসেই অনলাইনে ভিসা চেক করতে পারি? আজ সে ব্যাপারেই আলোচনা করবো। সাথেই থাকুন!
কারণ ঘরে বসে বিভিন্ন দেশের ভিসা চেক করলে দেখবেন, প্রতারণা থেকে বাঁচতে পারছেন। অনেক সময় ফেক এজেন্ট বা প্রতারকরা ভিসা হয়েছে বলে টাকা নিয়ে নেয়। অথচ দেখা যায় ভিসা হয়ইনি। অন্যদিকে অনলাইনে ভিসা চেক করলে এটলিস্ট সত্য-মিথ্যা বোঝা যায়!
তাছাড়া ইমিগ্রেশন অফিসে না গিয়েই ঘরে বসে ভিসা চেক করতে পারলে অনেক সময় বাঁচে। সেই সাথে থাকছে রিয়েল টাইম আপডেট! সবশেষে জানিয়ে রাখি অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য কিন্তু শতভাগ নির্ভুল হয়। সো নিশ্চিন্তে আপনি এই তথ্যের উপর নির্ভর করতে পারেন।
এবার আসি মূল বিষয়ে! অর্থ্যাৎ সরাসরি ঘরে বসে বিভিন্ন দেশের ভিসা চেক করার উপায় নিয়ে। যেখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন দেশের অফিসিয়াল ভিসা চেক ওয়েবসাইট। আর প্রতিটি ওয়েবসাইটে আপনি সরাসরি গিয়ে ভিসা স্ট্যাটাস চেক করে নিতে পারবেন।
শুরুতে বলে রাখি তানজানিয়ার ভিসা প্রসেস শেষ হতে কিন্তু সাধারণত ১৫ কার্যদিবস লাগে। তানজানিয়া ভিসা চেক করার অফিসিয়াল ওয়েবসাইট হলো www.tanzania.go.tz। আর আপনি যদি এখানে ভিসা চেক করতে চান তবে আপনাকে:
কাতারের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.moi.gov.qa/site/english। আর ভিসা করতে হলে আপনাকে শুরুতে:
এবার আসি কুয়েত ভিসা চেকের ব্যাপারে৷ যে ওয়েবসাইটে ভিসা করতে পারবেন সেই ওয়েবসাইটটি হলো www.moi.gov.kw! আর যা যা করতে হবে তা হলো:
ঘরে বসে সৌদি আরবের ভিসা চেক করতে হলে আপনাকে চলে যেতে হবে ওয়েবসাইট www.moi.gov.sa! এরপর:
আপনি যদি জব, ট্যুর বা যেকোনো কারণে দুবাই ভিসার জন্য আবেদন করেন এবং ঘরে বসে আপডেট জানতে চান সেক্ষেত্রে ওয়েবসাইট হিসাবে চলে যেতে পারে এই ওয়েবসাইটে। www.moi.gov.ae। অথবা আপনি চাইলে এই ওয়েবসাইটও united-arab-emirates.visahq.com ইউজ করতে পারেন। যাইহোক!
এবার আসি ভিসা চেক করার সময় যেসব সাধারণ ভুল করলে আপনি রিয়েল আপডেট পাবেন না বা কোনো রেজাল্টই পেতে সক্ষম হবেন না:
১. কখনো কোনো ভুল ওয়েবসাইট ব্যবহার করবেন না। সবসময় অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করুন।
২. চেক করার সময় কোনো ভুল তথ্য দেওয়া যাবে না। পাসপোর্ট নম্বর, জন্ম তারিখ সঠিকভাবে দিন।
৩. ভুয়া এজেন্টের কাছে গিয়ে টাকা এবং সময় নষ্ট করবেন না। প্রতারকদের থেকে সাবধান থাকুন।
৪. সাইটের আইডি বা এড্রেস সবসময় https:// দিয়ে শুরু হচ্ছে কিনা দেখুন। কারণ https:// মানেই যে সাইটে ভিসা চেক করবেন সেই সাইট ব্যবহার করা নিরাপদ।
মনে রাখবেন, বিদেশে চাকরি বা ট্যুরের স্বপ্ন সবারই থাকে। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের প্রথম ধাপ হলো সঠিক ভিসা। এখন আর কাউকে ফোন করে বা অফিসে গিয়ে ভিসা চেক করতে হয় না৷
অফিসিয়াল ওয়েবসাইটের লিস্ট থাকলেই ঘরে বসে বিভিন্ন দেশের ভিসা চেক করা সম্ভব। সুতরাং নিজের কাজ নিজে করে আপনার ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করুন। মনে রাখবেন, সঠিক তথ্যই আপনার সবচেয়ে বড় শক্তি।