বিদেশে ডাক্তারি পড়াটা বর্তমানে অনেকের স্বপ্ন। কিন্তু বিদেশে ডাক্তারি পড়ার খরচ কত জেনেই আমাদের অনেকের মাথা ঘুরে৷ যদিও দেশভেদে টিউশন ফি, থাকা-খাওয়ার খরচ, আসা যাওয়ার খরচ, টিকিটের দাম ভিন্ন ভিন্ন হয়৷ তবে আপাতত একটি খরচের লিমিটেশন সম্পর্কে আইডিয়া থাকলে বিদেশে ডাক্তারি পড়ার প্রোপার প্ল্যানিং নিশ্চিন্তে গুছিয়ে নেওয়া যায়। সো চলুন আজ বিদেশে ডাক্তারি পড়ার খরচ কত সে-সম্পর্কে কথা বলি৷
ভারতে ডাক্তারি পড়ার খরচ হিসাবে আপনাকে প্রতি বছর ৪-১৫ লাখ টাকার মতো গুনতে হবে। তবে এটা কেবল প্রাইভেট মেডিকেল কলেজের জন্য প্রযোজ্য। আর সরকারি কলেজে এই খরচের পরিমাণ তুলনামূলকভাবে আরো কম।
তাছাড়া ভারতে মেডিকেল কোর্সের মেয়াদ হলো ৫.৫ বছর। তার উপর থাকা-খাওয়া বাবদ আপনাকে গুনতে হবে মাসে প্রায় ১৫-২৫ হাজার টাকা। অন্যদিকে ভিসার দাম পড়বে প্রায় ৫০ হাজার টাকা। সবমিলিয়ে আপনাকে প্রায় ৩০-৬০ লাখ টাকা বাজেট করতে হবে।
বিদেশে ডাক্তারি পড়ার ক্ষেত্রে ভারতের পরপরই বেস্ট অপশন হলো চীন। এখানে টিউশন ফি হিসাবে লাগবে প্রতি বছর ২-৫ লাখ টাকা, থাকা-খাওয়ার ক্ষেত্রে দরকার পড়বে মাসে ২০-৩০ হাজার টাকা। মোটামুটি সব মিলিয়ে প্রায় ২০-৩০ লাখ টাকা ম্যানেজ করতে পারলেই আপনি দেশটিতে মেডিকেলে পড়াশোনা করতে পারবেন।
এক্ষেত্রে দেশটিতে আপনাকে কোর্সের মেয়াদ হিসাবে ৫ বছর পড়াশোনা এবং ১ বছর ইন্টার্নশিপ করতে হবে। ও হ্যাঁ..বলে রাখি! চীনে অনেক বিশ্ববিদ্যালয় যেমন WHO, MCI এগুলিতে বাংলাদেশী স্টুডেন্টদের জন্য ভালো অপশন হিসাবে কাজ করে। আপনিও চাইলে এই সুযোগ লাগাতে পারেন।
হাতে প্রায় ২৫-৩৫ লাখ টাকা আছে? তবে আর দেরি করছেন কেনো? আজই রাশিয়াতে মেডিকেল স্টাডি শুরু করে দিন। যারা বিদেশে ডাক্তারি পড়ার খরচ নিয়ে চিন্তায় আছেন তাদের জন্য রাশিয়া হতে পারে বেস্ট অপশন।
দেশটিতে টিউশন ফি বছরে ৩-৪ লাখ টাকা, থাকা-খাওয়ার খরচ মাসে ২০-২৫ হাজার টাকা। আর কোর্সের মেয়াদ হয় ৬ বছরের৷ তবে হ্যাঁ দেশটিতে গেলে পড়াশোনার ক্ষেত্রে আপনি রাশিয়ান ও ইংরেজি উভয় ভাষাতেই ক্লাস করার সুযোগ পাবেন।
বিদেশে ডাক্তারি পড়ার খরচ হিসাবে যাদের বাজেট একেবারেই কম জার্মানি তাদের ভরসা। কারণ এই একটিমাত্র দেশেই বেশিরভাগ সরকারি বিশ্ববিদ্যালয়ে ফ্রি বা খুব কম খরচে মেডিকেল স্কলারশিপ পাওয়া যায়। যেখানে সেমিস্টার ফি হিসাবে পে করতে হয় মাত্র ৫০-৮০ হাজার টাকার মতো।
কোর্সের মেয়াদ থাকে ৬ বছরের মতো। তবে হ্যাঁ! এখানে থাকা-খাওয়ার বিষয়টি কিছুটা কস্টলি। এক্ষেত্রে আপনাকে মাসে প্রায় ১ লাখ টাকার মতো গুনতে হবে। যার কারণে সবমিলিয়ে খরচ পড়বে প্রায় ৫০-৭০ লাখ টাকার মতো। তবে সমস্যা নেই! যদি আপনি ফ্রি বা হাফ ফ্রি স্কলারশিপ পেয়ে যান সেক্ষেত্রে মাসে মাসে আপনি ভালো একটি এমাউন্ট ভাতা হিসাবে পাবেন।
বিদেশে ডাক্তারি পড়ার খরচ প্রসঙ্গে সবচেয়ে বেশি এগিয়ে আছে এই দেশ। বছরে ২৫-৪০ লাখ টাকা না থাকলে এখানে আপনি ডাক্তারি পড়তে পারবেন না। তাছাড়া যেহেতু কোর্সের মেয়াদ ৫-৬ বছর সেহেতু আপনাকে এই কয়েক বছর সার্ভাইভ করতে হবে।
আর এসময়টাতে থাকা-খাওয়ার খরচ হিসাবে মাসে ১.৫-২ লাখ টাকা গুনতে হবে। মোটামুটি প্রায় ২-২.৫ কোটি টাকা থাকলেই আপনি দেশটিতে ডাক্তারি পড়ার স্বপ্ন দেখতে পারেন৷
সবশেষে বলবো কম বাজেটে ভালো পড়ার পরিবেশ চাইলে আপনি ভারত, চীন, রাশিয়া বা জার্মানি বেছে নিতে পারেন৷ কারণ এসব দেশে খরচ তুলনামূলকভাবে অনেক কম।
আর মনে রাখবেন, বিদেশে ডাক্তারি পড়ার খরচ ২০ লাখ টাকা থেকে শুরু করে ৩-৪ কোটি টাকা পর্যন্ত হতে পারে। দেশভেদে এই হিসাব ভিন্ন ভিন্ন হবে। তাই আবেদন করার আগে খরচের ব্যাপারটা নিয়ে ক্লিয়ার হয়ে নেবেন।