জাস্ট ইমাজিন, আপনি ডাক্তার হবেন, নামের আগে লিখবেন Dr., অথচ টিউশন ফি দিতে হবে শূন্য ইউরো! অবাক লাগছে তাই না? অবাক হবার কিছু নেই! কারণ এবার এমবিবিএস জার্মানি স্কলারশিপ এর কল্যাণে এই স্বপ্ন বাস্তব হতে পারে। তাও খুব সহজে। বিস্তারিত জানতে সাথেই থাকুন।
মূলত এমবিবিএস জার্মানি স্কলারশিপ বেস্ট হবার সবচেয়ে বড় কারণ হলো জার্মানিতে পাবলিক ইউনিভার্সিটি প্রায় ফ্রি। বিশেষ করে DAAD বা German Academic Exchange Service এর মাধ্যমে মেডিকেল ক্যাটাগরিতে বিভিন্ন ধরণের স্কলারশিপ পাওয়ার সুযোগ পাবেন।
এবার আসি এমবিবিএস জার্মানি স্কলারশিপের পরিচিতির ব্যাপারে। মোটামুটি কয়েক ধরণের স্কলারশিপে আপনি দেখেশুনে আবেদন করতে পারবেন। যেমন:
এমবিবিএস জার্মানি স্কলারশিপের সবচেয়ে জনপ্রিয় ক্যাটাগরি হলো এটি৷ যা আপনার টিউশন ফি কভার করার পাশাপাশি আপনাকে মাসিক খরচ দেবে, ভিসার খরচ বহন করবে এবং হেল্থ ইনসুরেন্সের ব্যবস্থাও করবে।
আপনি যদি প্রচুর মেধাবী হোন কিংবা পড়াশোনার খরচ মেটানোর কোনো সুযোগ না থাকে তবে অবশ্যই ট্রাই করতে পারেন এই Deutschlandstipendium স্কলারশিপ। এখানে আপনি মাসে ৩০০ ইউরোর মতো ভাতাও পাবেন।
আপনি যদি এমবিবিএস জার্মানি স্কলারশিপ কমপ্লিট করে সেখানেই ভালো একটি ক্যারিয়ার গড়ে তুলতে চান তবে এই স্কলারশিপটি আপনার জন্য। ভবিষ্যৎ লিডার এবং মেডিকেল স্টুডেন্টদের জন্য এই স্কলারশিপ ইতিমধ্যেই অনেক জনপ্রিয় হয়ে উঠেছে।
সবশেষে বলবো Erasmus+ Program এর কথা। বলে রাখা ভালো আপনি যদি এই স্কলারশিপে সুযোগ পান তবে ইজিলি ইউরোপজুড়ে এক্সচেঞ্জ সুযোগ পাবেন।
যারা এমবিবিএস জার্মানি স্কলারশিপে আবেদন করতে চান তারা নিচের পয়েন্টগুলির উপর সময় থাকতেই ফোকাস করবেন। যেমন:
১. HSC বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অবশ্যই আপনাকে ভালো রেজাল্ট করতে হবে। বিশেষ করে জীববিজ্ঞান ও রসায়নে ভালো মার্কস পেতে হবে।
২. জার্মান বা ইংরেজি ভাষা দক্ষতার অংশ হিসাবে আপনার IELTS/TOEFL অথবা TestDaF/DSH এ ভালো স্কোর থাকতে হবে।
৩. সময় হাতে নিয়ে বেশ স্ট্রং মোটিভেশন লেটার ও রেফারেন্স লেটার রেডি করতে হবে।
৪. যদি আপনার আবেদনকৃত এমবিবিএস জার্মানি স্কলারশিপে আপনাকে Entrance Exam বা প্রিপারেটরি কোর্সে অংশ নিতে হয় সেক্ষেত্রে সেটিও ম্যানেজ করতে হবে।
১. প্রথমে DAAD বা নির্দিষ্ট ইউনিভার্সিটির ওয়েবসাইটে স্কলারশিপের জন্য চেক করুন।
২. এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন পাসপোর্ট, একাডেমিক সার্টিফিকেট, IELTS/TOEFL, মোটিভেশন লেটার ইত্যাদি রেডি করে রাখুন।
৩. সব ডকুমেন্টস রেডি করার পর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করুন।
৪. যদি শর্টলিস্টেড হন, তবে ইন্টারভিউ বা রাইটিং টেস্টে অংশ নিন।
৫. আর সবশেষে স্কলারশিপ কনফার্ম হলে জার্মান ভিসার জন্য আবেদন করুন।
অবশ্যই! এমবিবিএস জার্মানি স্কলারশিপ মানেই আপনার স্টাডি লাইফ কম খরচে ম্যানেজ করার সবচেয়ে ইজি ওয়ে৷ কারণ দেশটির পাবলিক ইউনিভার্সিটিতে সাধারণত টিউশন ফি লাগে না। আর স্কলারশিপ থাকলে মাসিক খরচ হিসাবে ইজিলি ৮০০-১০০০ ইউরো পাওয়া যায়। তাছাড়া এমবিবিএস জার্মানি স্কলারশিপ থাকলে একজন ভবিষ্যৎ ডাক্তারের ক্যারিয়ার নিয়ে খুব একটা ভাবতে হয় না।
সবশেষে যারা এমবিবিএস জার্মানি স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাদের বলে রাখি জার্মানিতে এমবিবিএস করতে মূলত ৫ বছর পড়াশোনা + ১ বছর ইন্টার্নশিপ টোটাল ৬ বছরের মতো লাগে।
যেহেতু দেশটিতে প্রতি বছর শত শত বাংলাদেশি ছাত্র-ছাত্রী DAAD ও অন্যান্য স্কলারশিপে পড়াশোনা করছে সেহেতু আপনিও এই সুযোগ পাবেন। তাই সব চিন্তা বাদ দিয়ে আজই নিজেকে প্রিপেয়ার করে তুলুন এবং এমবিবিএস জার্মানি স্কলারশিপের জন্য আবেদন করে ফেলুন।