শিরোনাম:
স্কলারশিপের জন্য ডেনমার্কের সেরা ১০ বিশ্ববিদ্যালয়  ডেনমার্ক স্টুডেন্ট ভিসা ২০২৬: বিদেশে পড়াশোনার সবচেয়ে স্মার্ট ডিসিশন অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট ভিসা কত টাকা লাগে: ২০২৬ আপডেটসহ বিস্তারিত গাইড মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড সম্পর্কে সব অজানা তথ্য একসাথে  অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাবেন যেভাবে  ঢাকা টু সৌদি বিমান ভাড়া | ঢাকা টু সৌদি টিকিট বুকিং  বাংলাদেশ থেকে চায়না যেতে কত টাকা লাগে? বাংলাদেশ থেকে চীন ভ্রমণের সম্পূর্ণ ট্যুর গাইড চীনের দর্শনীয় স্থান এবং খরচসহ বিস্তারিত সব তথ্য একসাথে  সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ইন্সুরেন্স করার সম্পূর্ণ গাইডলাইন

ঢাকা থেকে রিয়াদ বিমান ভাড়া | টিকিট কাটার নিয়ম

ঢাকা থেকে রিয়াদ বিমান ভাড়া | টিকিট কাটার নিয়ম সম্পর্কিত বিস্তারিত সব তথ্য একসাথে 

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
ঢাকা থেকে রিয়াদ বিমান ভাড়া | টিকিট কাটার নিয়ম সম্পর্কিত বিস্তারিত সব তথ্য একসাথে.jpg

ঢাকা থেকে রিয়াদ বিমান ভাড়া | টিকিট কাটার নিয়ম সম্পর্কিত বিস্তারিত সব তথ্য একসাথে

যারা রিয়াদে গিয়ে নিজের ভাগ্যের চাকাকে সচল করতে চায় বা কোনো কাজে রিয়াদে যেতে চায় তারা যখন গুগলে ঢাকা থেকে রিয়াদ বিমান ভাড়া সম্পর্কিত তথ্য নিয়ে রিসার্চ করে তখন কিছুটা কনফিউজড হয়ে যায়। কারণ একেক সময় একেক প্রাইজে পাওয়া যায় এই টিকিট।

কেমন হয় আমি যদি আপনাদের ঢাকা থেকে রিয়াদ বিমান ভাড়া সম্পর্কিত প্রোপার আইডিয়া কেবলমাত্র একটি আর্টিকেলেই দিয়ে দেই? হ্যাঁ! সেটাই হতে চলেছে আমাদের আজকের এই গাইডলাইনে। সাথেই থাকুন৷

ঢাকা থেকে রিয়াদ বিমান ভাড়া কত?

শুরুতে আমরা কথা বলবো ঢাকা থেকে রিয়াদ বিমান ভাড়া সম্পর্কে। ঢাকা থেকে রিয়াদ বিমান ভাড়া সাধারণত ৳৩৫,০০০ থেকে ৳১,১০,০০০ টাকা হয়ে থাকে। তবে আপনি যদি আপ-ডাউনের হিসাব একসাথে চান তবে বলতে হবে এই খরচ ৳৭৫,০০০ থেকে ৳১,৯০,০০০ এর মধ্যে ওঠানামা করছে।

আর যারা ভাবছেন এই প্রাইজ সবসময় সেইম থাকে না কেনো তাদের বলে রাখি, আগেভাগে টিকেট কাটলে অনেকসময় প্রাইজ কম থাকে। হজ বা রমজান এলে এই ভাড়া অনেকটাই বেড়ে যায়।

কোন এয়ারলাইন্সে ঢাকা থেকে রিয়াদ বিমান ভাড়া কম?

যাদের ঢাকা থেকে রিয়াদ বিমান ভাড়ার বাজেট কম তারা নিচের এয়ারলাইনসগুলি ট্রাই করতে পারেন:

  • Air Arabia: প্রায় ৳১৭,৫০০ থেকে শুরু
  • Saudia Airlines: ৳৫০,০০০ থেকে ৳১,১০,০০০
  • Qatar Airways: ৳৫৫,০০০ থেকে শুরু
  • IndiGo: ৳৩৫,০০০ থেকে ৳৬৫,০০০
  • US-Bangla Airlines: ৳৪২,০০০ থেকে শুরু

কখন ঢাকা থেকে রিয়াদ বিমান ভাড়া সবচেয়ে কমে পাওয়া যায়?

আপনি যদি চান আপনার সময়টাতে ঢাকা থেকে রিয়াদ বিমান ভাড়া কিছুটা কম হোক সেক্ষেত্রে সপ্তাহের মাঝামাঝি টিকিট বুক করার চেষ্টা করবেন। বিশেষ করে মঙ্গলবার-বুধবারের দিকে করলে ভালো হয়।

আর অবশ্যই অফ-সিজনে টিকিট কাটবেন। হজ বা ঈদের সময় বাদ দিয়ে টিকিট কাটলে ভাড়া অনেকটা কম পড়বে। সেই সাথে আগেভাগে বুকিং দিয়ে রাখলে ভালো। ফ্লাইটের কমপক্ষে ১-২ মাস আগে টিকেট কাটলে টাকার অর্ধেকরও বেশি বাঁচাতে পারবেন।

ঢাকা থেকে রিয়াদ বিমান ভাড়া সবসময় এক হয় না কেনো?

এবার আসি ঢাকা থেকে রিয়াদ বিমান ভাড়া সবসময় এক হয় না কেনো সে ব্যাপারে৷ মূলত এর পেছনে বেশকিছু কারণ কাজ করতে পারে। যেমন:

১. সৌদি আরবের সরাসরি ফ্লাইট খরচ বরাবরই বেশি থাকে।

২. Qatar Airways এ গেলে যেহেতু লাক্সারি সার্ভিস পাবেন সেহেতু এর খরচ লজিক্যালি কিছুটা বেশিই হবে।

৩. রমজান, হজ, ঈদ এই সময়গুলোতে আর নরমাল সময়গুলোতে টিকিট প্রাইজ কখনোই সেইম থাকবে না।

৪. Trip.com, Expedia বা Air Arabia এসব কোম্পানি মাঝেমধ্যে Flash Sale দেয় বলেও অনেক সময় ঢাকা থেকে রিয়াদ বিমান ভাড়া উনিশ-বিশ হয়ে থাকে।

ঢাকা থেকে রিয়াদে যেতে কত সময় লাগে?

ঢাকা থেকে রিয়াদে যেতে সরাসরি ফ্লাইটে সময় লাগে প্রায় ৬ ঘন্টা ৩০ মিনিট। আর ট্রানজিট হলে লাগতে পারে ১০-১৫ ঘন্টা। বলে রাখা ভালো এই লম্বা সময়টাতে অনেক এয়ারলাইন্সে ইন-ফ্লাইট WiFi, হালাল খাবার, এন্টারটেইনমেন্ট চ্যানেল উপভোগ করার সুযোগ থাকে।

কিভাবে সস্তায় ঢাকা থেকে রিয়াদ বিমান ভাড়া পাবেন?

যারা সস্তায় ঢাকা থেকে রিয়াদ বিমান ভাড়া ম্যানেজ করতে চান তারা সবসময় টিকিট আগেভাগে বুক করে নিবেন। এক্ষেত্রে Google Flights, Wego, Trip.com এ প্রাইস ট্র্যাক করতে পারেন।

রাতের ফ্লাইট বা অফ-পিক টাইমে বুক করলে দেখবেন দাম আরো কম। তাছাড়া অনেক সময় Promo Code বা Student Discount ব্যবহার করেও বাজেট ফ্রেন্ডলি প্রাইজে টিকিট কেনা যায়।

অনলাইনে ঢাকা থেকে রিয়াদ টিকিট কেনার নিয়ম

মনে রাখবেন, আজকের দিনে টিকেট কাটতে ট্রাভেল এজেন্সির লাইনে দাঁড়িয়ে গরমে ঘেমে চুপসে যেতে হয় না। এখন চাইলে আপনি ঘরে বসেই খুব সহজে ঢাকা থেকে রিয়াদ বিমান ভাড়া দেখে অনলাইনে টিকিট কিনতে পারবেন। এক্ষেত্রে:

১. শুরুতে যেকোনো প্ল্যাটফর্ম বাছাই করে নিন। GoZayaan, Trip.com, Wego, Expedia, MakeMyTrip বা এয়ারলাইন্সের অফিসিয়াল সাইট ট্রাই করুন।

২. সার্চ দেওয়ার পর সব এয়ারলাইন্সের লিস্ট বের হবে। সেখানে আপনি প্রাইজ জেনে নেবেন। কোনটাতে কম, কোনটাতে বেশি চেক করে নেবেন। এক্ষেত্রে অনেক সময় ওয়ান ওয়ে ভাড়া যেমন Air Arabia এ ৳১৭,৫০০ দামে টিকিট পাওয়া যায়, আবার Saudia বা Qatar Airways থেকে টিকিট কিনতে ৳৫০,০০০+ পর্যন্ত লাগে।

৩. ওয়েবসাইটে ঢুকে আপনার ইনফরমেশনগুলি সেট করুন ঠিক এভাবে:

  • Departure: Dhaka (DAC)
  • Arrival: Riyadh (RUH)
  • One-way বা Return

মনে রাখবেন এক্ষেত্রে টিকিট যত আগে বুক করবেন, ঢাকা থেকে রিয়াদ বিমান ভাড়া তত কম পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে।

৪. এরপর পেমেন্ট করার পালা। অনলাইনে টিকেট কেনার সময় সাধারণত Visa/MasterCard, bKash, Nagad বা ব্যাংক ট্রান্সফার দিয়ে পেমেন্ট করা যায়। আর পেমেন্ট সফল হলে আপনার ইমেইল বা SMS এর মাধ্যমে আপনার টিকিট কনফার্মেশন চলে আসবে।

৫. সবশেষে টিকিট চেক ও প্রিন্ট করে নেবেন। কনফার্মেশন পাওয়ার পর আপনার ই-টিকিট ডাউনলোড করে রাখবেন। চাইলে প্রিন্ট আউট নিতে পারেন। তবে বিমানবন্দরে শুধু পাসপোর্ট ও ই-টিকিট দেখালেই যথেষ্ট!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ