শিরোনাম:
স্কলারশিপের জন্য ডেনমার্কের সেরা ১০ বিশ্ববিদ্যালয়  ডেনমার্ক স্টুডেন্ট ভিসা ২০২৬: বিদেশে পড়াশোনার সবচেয়ে স্মার্ট ডিসিশন অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট ভিসা কত টাকা লাগে: ২০২৬ আপডেটসহ বিস্তারিত গাইড মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড সম্পর্কে সব অজানা তথ্য একসাথে  অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাবেন যেভাবে  ঢাকা টু সৌদি বিমান ভাড়া | ঢাকা টু সৌদি টিকিট বুকিং  বাংলাদেশ থেকে চায়না যেতে কত টাকা লাগে? বাংলাদেশ থেকে চীন ভ্রমণের সম্পূর্ণ ট্যুর গাইড চীনের দর্শনীয় স্থান এবং খরচসহ বিস্তারিত সব তথ্য একসাথে  সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ইন্সুরেন্স করার সম্পূর্ণ গাইডলাইন

বিদেশে মেডিকেল স্টুডেন্টদের জন্য কোন স্কলারশিপ ভালো

বিদেশে মেডিকেল স্টুডেন্টদের জন্য কোন স্কলারশিপ ভালো এবং কিভাবে আবেদন করবেন

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
বিদেশে মেডিকেল স্টুডেন্টদের জন্য কোন স্কলারশিপ ভালো এবং কিভাবে আবেদন করবেন.jpg

বিদেশে মেডিকেল স্টুডেন্টদের জন্য কোন স্কলারশিপ ভালো এবং কিভাবে আবেদন করবেন

 

বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। তবে মেডিকেল পড়াশোনার খরচ অনেক বেশি হওয়ায় অনেক শিক্ষার্থীর স্বপ্ন মাঝপথে থেমে যায়।

বিশেষ করে বিদেশে MBBS বা মেডিকেল পড়াশোনার ক্ষেত্রে টিউশন ফি অনেক বেশি হওয়ায় অনেকের স্বপ্ন স্বপ্নই রয়ে যায়। তবে ইচ্ছা থাকলে সবই সম্ভব। এক্ষেত্রে দরকার মেডিকেল স্টুডেন্টদের জন্য কোন স্কলারশিপ ভালো সে-সম্পর্কে আইডিয়া রাখা। চলুন আজ সে বিষয়েই কথা বলি।

মেডিকেল স্টুডেন্টদের জন্য কেন স্কলারশিপ?

শুরুতে কারণটা জানাই। আমরা সকলেই জানি মেডিকেলে পড়ার খরচ ঠিক কতটা বেশি। আর এক্ষেত্রে একটি ভালো স্কলারশিপই পারে এই খরচকে কমিয়ে অনেক সময় একেবারে জিরোতে পরিণত করতে।

তাছাড়া মেডিকেল স্কলারশিপের মাধ্যমে জার্মানি, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ বিভিন্ন দেশের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ পাওয়া যায়। শুধু তাই নয়! এসব ভিন্ন দেশে পড়াশোনা করতে পারলে আধুনিক ল্যাব, হাসপাতাল, প্রযুক্তি এবং আন্তর্জাতিক গবেষণা প্রজেক্টে অংশ নেওয়ারও সুযোগ সৃষ্টি হয়।

সবমিলিয়ে ক্যারিয়ার গ্রোথের দারুণ সুযোগ থাকে। দিনশেষে দেশে কিংবা বিদেশে বিশ্বমানের হাসপাতালে চাকরি ম্যানেজ হয়ে যায়।

মেডিকেল স্টুডেন্টদের জন্য কোন স্কলারশিপ ভালো?

এবার সরাসরি পয়েন্টে আসি! মেডিকেল স্টুডেন্টদের জন্য কোন স্কলারশিপ ভালো তার উত্তরে আমরা কিছু দেশ নিয়ে আলোচনা করবো। আর আপনি আপনার পছন্দমতো যেকোনো একটি দেশ বাছাই করে নিতে পারবেন।

জার্মানি

মেডিকেল স্টুডেন্টদের জন্য সবচেয়ে জনপ্রিয় দেশ হলো এই জার্মান। এখানে DAAD Scholarship এর আন্ডারে আপনি মেডিকেলের পড়াশোনা সারতে পারবেন। তাছাড়া জার্মানিতে পড়াশোনা করলে এতে টিউশন ফি প্রায় নেই বললেই চলে।

কেবল থাকা-খাওয়ার খরচটুকু আপনাকে ম্যানেজ করে নিতে হবে। তাও ম্যানেজ করা যাবে যদি আপনি DAAD Scholarship এর আন্ডারে মাসিক ভাতা পান।

যুক্তরাষ্ট্র

মেডিকেল স্টুডেন্টদের যুক্তরাষ্ট্রের স্কলারশিপও বেশ ভালো। তবে অনেক বেশি খরচ পড়বে। তবে এখানে কিছু ফুল ফান্ডেড স্কলারশিপ আছে। আপনি চাইলে এসব স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। যেমন:

  • Fulbright Foreign Student Program
  • Harvard Medical School Scholarship
  • Stanford Medical Scholarship

যুক্তরাজ্য

যারা মেডিকেল স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যে পড়াশোনা করতে চান তারা যুক্তরাজ্যের Chevening Scholarship এবং Commonwealth Scholarship ট্রাই করতে পারেন। এই স্কলারশিপগুলি আপনার টিউশন ফি তো কভার করবেই, তার সাথে থাকবে মাসিক স্টাইপেন্ড, ভিসা খরচ, এয়ার টিকেটসহ প্রয়োজনীয় সব সাপোর্ট।

চীন

চীনে মেডিকেল পড়াশোনায় তুলনামূলকভাবে কম টাকা খরচ হয়। তাই যাদের বাজেট নিয়ে সমস্যা আছে তারা চীনে মেডিকেলের পড়াশোনা করতে পারেন। এখানে আপনি Chinese Government Scholarship বা CSC নামের স্কলারশিপ পাবেন। আর এই CSC Scholarship আপনার টিউশন ফি, থাকার খরচ, মাসিক স্টাইপেন্ড, মেডিকেল ইন্স্যুরেন্স সবকিছু কভার করবে।

কানাডা

কানাডাতেও চাইলে মেডিকেল স্কলারশিপ করা যায়। কানাডায় মেডিকেল পড়াশোনার জন্য আছে:

  • Vanier Canada Graduate Scholarship
  • Lester B. Pearson International Scholarship

রাশিয়া ও অস্ট্রেলিয়া

রাশিয়াতেও তুলনামূলকভাবে মেডিকেলের খরচ অনেক কম পড়ে। তবে এক্ষেত্রে Russian Government Scholarship এ সুযোগ পেলে সবকিছু অনেক সহজ হয়ে যাবে। কারণ এই স্কলারশিপ আপনাকে ফুল ফান্ডেড সুবিধা দেবে।

তাছাড়া অস্ট্রেলিয়ার Australia Awards Scholarship এর জন্যেও ট্রাই করতে পারেন। এই স্কলারশিপেও টিউশন ফি কভার করার পাশাপাশি মাসিক ভাতা পাওয়ারও সুযোগ থাকে।

বিদেশে মেডিকেল স্কলারশিপ পাওয়ার জন্য যোগ্যতা কী কী?

  • ন্যূনতম GPA 4.5 বা সমমানের ভালো ফলাফল থাকতে হবে
  • ইংরেজি ভাষার জন্য IELTS বা TOEFL স্কোর ভালো হতে হবে
  • জার্মানির জন্য জার্মান ভাষা শিখতে হবে
  • স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে রেকমেন্ডেশন লেটার নিতে হবে
  • সাজানো-গোছানো মোটিভেশন লেটার রেডি করতে হবে
  • প্রয়োজনে সে দেশে মেডিকেল ভর্তি পরীক্ষাও দিতে হবে

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কোন স্কলারশিপ সবচেয়ে ভালো হবে?

একজন বাংলাদেশী মেডিকেল স্টুডেন্ট হিসাবে আপনি চীন, রাশিয়া, ভারত, জার্মানি এবং মালয়েশিয়ার স্কলারশিপগুলি ট্রাই করতে পারেন৷ এসব দেশে টিউশন ফি অনেক কম হয়, মাসে মাসে ভাতা পাওয়া যায়, সরকারী স্কলারশিপ ও বিশ্ববিদ্যালয়ের বৃত্তির ব্যবস্থা থাকে এবং উন্নতমানের পড়াশোনা নিশ্চিত হয়।

মেডিকেল স্টুডেন্ট হিসাবে যেকোনো স্কলারশিপে আবেদনের নিয়ম

  • নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়/স্কলারশিপের ওয়েবসাইট ভিজিট করুন
  • তাদের দেওয়া আবেদন ফরম পূরণ করুন
  • রেজাল্ট, IELTS/TOEFL সার্টিফিকেট, পাসপোর্ট, মোটিভেশন লেটার ইত্যাদি ডকুমেন্টস রেডি করুন
  • ডেডলাইনের আগে আবেদন জমা দিন
  • শর্টলিস্ট হলে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিন
  • সিলেক্টেড হলে ভিসা প্রসেস শুরু করে দিন

সবশেষে বলবো বিদেশে এই মেডিকেল স্কলারশিপের সুবিধা এবং অসুবিধার কথা। সুবিধা হিসাবে থাকছে টিউশন ফি মওকুফ, থাকা-খাওয়ার খরচ, বিদেশে ক্যারিয়ার গড়ার সুযোগ, আধুনিক গবেষণায় অংশগ্রহণের সুযোগ ইত্যাদি। আর অসুবিধা হিসাবে থাকছে প্রতিযোগিতা অনেক বেশি, জটিল প্রসেস এবং পরিবার থেকে দূরে থাকার কষ্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ