বিদেশে পড়াশোনার স্বপ্ন অনেকেরই থাকে। কিন্তু সবচেয়ে বড় বাধা হলো টিউশন ফি আর লিভিং কস্ট। আর এক্ষেত্রে সমাধান হলো ফুল ফান্ড স্কলারশিপ। ফুল ফান্ড মানে হচ্ছে আপনার টিউশন ফি, থাকা-খাওয়া, বইপত্র, এমনকি অনেক সময় আসাযাওয়ার খরচও স্কলারশিপ কাভার করবে।
চলুন জেনে নিই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কিছু ফুল ফান্ড স্কলারশিপ। যেগুলোতে আবেদন করে আপনিও অন্যদের মতো সহজে পড়াশোনার স্বপ্ন পূরণ করতে পারেন।
বিশ্বের বিভিন্ন দেশের স্টুডেন্টদের পাশাপাশি আপনিও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। যুক্তরাজ্যের যেকোনো বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে পড়াশোনা করার জন্য এই ফুল ফান্ড স্কলারশিপটি সবচেয়ে বেশি জনপ্রিয়। Chevening Scholarships এর ব্যাপারে যেসব তথ্য আপনাকে মাথায় রাখতে হবে:
আপনি যদি ইউরোপের কোনো দেশে ফুল ফান্ড স্কলারশিপ খুঁজে থাকবেন তবে আবেদন করতে পারেন Erasmus+ স্কলারশিপের জন্য৷ এখানে ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে Joint Masters প্রোগ্রামে স্কলারশিপ করার সুযোগ রয়েছে। এই প্রোগ্রামে থাকছে:
Masters ও PhD করতে ইচ্ছুক স্টুডেন্টদের জন্য ফুল ফান্ড স্কলারশিপ হিসাবে আমি পরামর্শ দেবো Fulbright Scholarships এ আবেদন করার জন্য। কারণ Masters ও PhD করতে ইচ্ছুক স্টুডেন্টদের জন্য এই স্কলারশিপের চাইতে ভালো সুযোগ আর কোনোটাই হতে পারে না৷ মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে তারা আপনাকে ফ্রিতে পড়াশোনার সুযোগ করে দেবে। তাছাড়া থাকবে:
লাতিন আমেরিকা, ইউরোপ, এশিয়ার কিছু দেশের স্টুডেন্টদের জন্য মূলত এই স্কলারশিপটি কাজ করে থাকে। যেখানে তারা বিভিন্ন স্টুডেন্টদের পার্টনারশিপ থাকা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ করে দেয়। আর এই ফুল ফান্ড স্কলারশিপে সুযোগসুবিধা হিসাবে থাকে:
আপনি যদি Master’s এবং PhD লেভেলের স্টুডেন্ট হয়ে থাকেন তবে আজই নিজেকে Rotary Foundation Global Study Grants স্কলারশিপের জন্য প্রস্তুত করে নিন৷ বিশ্বের যেকোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগের পাশাপাশি এই স্কলারশিপ আপনাকে দেবে:
যাদের মেধা আছে কিন্তু টাকা নেই তাদের জন্যই মূলত এই স্কলারশিপটি। আপনার যদি মেধা থাকে তবে আপনি ইজিলি এই স্কলারশিপের আন্ডারে USA-এর স্বীকৃত বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ পাবেন৷ পাশাপাশি থাকবে:
বিশ্বব্যাংক অনুমোদিত বিশ্ববিদ্যালয়গুলোতে Masters করতে চান? তাও ফ্রিতে? আজই আবেদন করুন Joint Japan World Bank Graduate Scholarships (Global) সিস্টেমে। যেখানে পাবেন:
ফুল ফান্ড স্কলারশিপ বেছে নেওয়া একমাত্র কারণ হলো নিজের ফাইনান্সিয়াল টেনশন ছাড়াই ভালো বিশ্ববিদ্যালয়ে উন্নতমানের সার্টিফিকেট অর্জন করা। আপনার লিভিং কস্ট, বইপত্র, ভিসা ফি, ট্রাভেল সবকিছু যখন কতৃপক্ষ কভার করবে তখন আপনি নিশ্চিতে নিজেকে ভবিষ্যতের জন্য যোগ্য করে তুলতে পারবেন। তাছাড়া ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে ফোকাস করার সুযোগ তো থাকছেই!