শিরোনাম:
স্কলারশিপের জন্য ডেনমার্কের সেরা ১০ বিশ্ববিদ্যালয়  ডেনমার্ক স্টুডেন্ট ভিসা ২০২৬: বিদেশে পড়াশোনার সবচেয়ে স্মার্ট ডিসিশন অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট ভিসা কত টাকা লাগে: ২০২৬ আপডেটসহ বিস্তারিত গাইড মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড সম্পর্কে সব অজানা তথ্য একসাথে  অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাবেন যেভাবে  ঢাকা টু সৌদি বিমান ভাড়া | ঢাকা টু সৌদি টিকিট বুকিং  বাংলাদেশ থেকে চায়না যেতে কত টাকা লাগে? বাংলাদেশ থেকে চীন ভ্রমণের সম্পূর্ণ ট্যুর গাইড চীনের দর্শনীয় স্থান এবং খরচসহ বিস্তারিত সব তথ্য একসাথে  সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ইন্সুরেন্স করার সম্পূর্ণ গাইডলাইন

ফুল ফান্ড স্কলারশিপ

ফুল ফান্ড স্কলারশিপ: বিদেশে পড়াশোনার করুন একেবারে ফ্রিতে

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
ফুল ফান্ড স্কলারশিপ: বিদেশে পড়াশোনার করুন একেবারে ফ্রিতে.jpg

ফুল ফান্ড স্কলারশিপ: বিদেশে পড়াশোনার করুন একেবারে ফ্রিতে

বিদেশে পড়াশোনার স্বপ্ন অনেকেরই থাকে। কিন্তু সবচেয়ে বড় বাধা হলো টিউশন ফি আর লিভিং কস্ট। আর এক্ষেত্রে সমাধান হলো ফুল ফান্ড স্কলারশিপ। ফুল ফান্ড মানে হচ্ছে আপনার টিউশন ফি, থাকা-খাওয়া, বইপত্র, এমনকি অনেক সময় আসাযাওয়ার খরচও স্কলারশিপ কাভার করবে।

চলুন জেনে নিই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কিছু ফুল ফান্ড স্কলারশিপ। যেগুলোতে আবেদন করে আপনিও অন্যদের মতো সহজে পড়াশোনার স্বপ্ন পূরণ করতে পারেন।

Chevening Scholarships (UK)

বিশ্বের বিভিন্ন দেশের স্টুডেন্টদের পাশাপাশি আপনিও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। যুক্তরাজ্যের যেকোনো বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে পড়াশোনা করার জন্য এই ফুল ফান্ড স্কলারশিপটি সবচেয়ে বেশি জনপ্রিয়। Chevening Scholarships এর ব্যাপারে যেসব তথ্য আপনাকে মাথায় রাখতে হবে:

  • এই স্কলারশিপ ফুল টিউশন ফি কাভার করবে
  • মাসিক স্টাইপেন্ড থাকবে
  • আপনাকে ভিসা ফি দিতে হবে না
  • রিটার্ন এয়ারফেয়ার টিকিট পাবেন
  • আবেদনের সময় হলো সাধারণত আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত
  • লিডারশিপ কোয়ালিটি থাকলে ভালো হয়

Erasmus+ (Europe)

আপনি যদি ইউরোপের কোনো দেশে ফুল ফান্ড স্কলারশিপ খুঁজে থাকবেন তবে আবেদন করতে পারেন Erasmus+ স্কলারশিপের জন্য৷ এখানে ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে Joint Masters প্রোগ্রামে স্কলারশিপ করার সুযোগ রয়েছে। এই প্রোগ্রামে থাকছে:

  • টিউশন ফি সুবিধা
  • আসাযাওয়ার খরচ
  • প্রতি মাসে প্রায় ৮০,০০০-১,০০,০০০ টাকা ভাতা
  • একাধিক দেশে পড়াশোনা করার সুযোগ  
  • মানে প্রথম সেমিস্টার স্পেনে তো দ্বিতীয় সেমিস্টার ফ্রান্সে

Fulbright Scholarships (USA)

Masters ও PhD করতে ইচ্ছুক স্টুডেন্টদের জন্য ফুল ফান্ড স্কলারশিপ হিসাবে আমি পরামর্শ দেবো Fulbright Scholarships এ আবেদন করার জন্য। কারণ Masters ও PhD করতে ইচ্ছুক স্টুডেন্টদের জন্য এই স্কলারশিপের চাইতে ভালো সুযোগ আর কোনোটাই হতে পারে না৷ মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে তারা আপনাকে ফ্রিতে পড়াশোনার সুযোগ করে দেবে। তাছাড়া থাকবে:

  • টিউশন ফি ফ্রি
  • কোনো লিভিং কস্ট নেই
  • হেল্থ ইনসুরেন্সের ব্যবস্থা
  • যাওয়া-আসার এয়ারফেয়ার 

Santander Bank Scholarships

লাতিন আমেরিকা, ইউরোপ, এশিয়ার কিছু দেশের স্টুডেন্টদের জন্য মূলত এই স্কলারশিপটি কাজ করে থাকে। যেখানে তারা বিভিন্ন স্টুডেন্টদের পার্টনারশিপ থাকা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ করে দেয়। আর এই ফুল ফান্ড স্কলারশিপে সুযোগসুবিধা হিসাবে থাকে:

  • হাফ ফুল ফান্ড স্কলারশিপ 
  • রিসার্চ, ইনোভেশন ও এক্সচেঞ্জ প্রোগ্রামের সুযোগ

Rotary Foundation Global Study Grants (Global)

আপনি যদি Master’s এবং PhD লেভেলের স্টুডেন্ট হয়ে থাকেন তবে আজই নিজেকে Rotary Foundation Global Study Grants স্কলারশিপের জন্য প্রস্তুত করে নিন৷ বিশ্বের যেকোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগের পাশাপাশি এই স্কলারশিপ আপনাকে দেবে:

  • ফুল টিউশন ফি
  • ট্যুর খরচ
  • রিসার্চ ও ইন্টার্নশিপের ফান্ডস্বাস্থ্য, পানি, শিক্ষা ইত্যাদি সামাজিক উন্নয়নভিত্তিক প্রজেক্টে কাজ করলে থাকবে বাড়তি প্রায়োরিটি 

The Gates Millennium Scholarship (USA)

যাদের মেধা আছে কিন্তু টাকা নেই তাদের জন্যই মূলত এই স্কলারশিপটি। আপনার যদি মেধা থাকে তবে আপনি ইজিলি এই স্কলারশিপের আন্ডারে USA-এর স্বীকৃত বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ পাবেন৷ পাশাপাশি থাকবে:

  • ফুল টিউশন কাভার
  • লিভিং কস্ট
  • বইপত্র, অন্যান্য খরচবলে রাখা ভালো এই স্কলারশিপ মূলত বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত।

Joint Japan World Bank Graduate Scholarships (Global)

বিশ্বব্যাংক অনুমোদিত বিশ্ববিদ্যালয়গুলোতে Masters করতে চান? তাও ফ্রিতে? আজই আবেদন করুন Joint Japan World Bank Graduate Scholarships (Global) সিস্টেমে। যেখানে পাবেন:

  • ফুল টিউশন
  • মাসিক ভাতা
  • এয়ারফেয়ার

কেন ফুল ফান্ড স্কলারশিপ বেছে নেবেন?

ফুল ফান্ড স্কলারশিপ বেছে নেওয়া একমাত্র কারণ হলো নিজের ফাইনান্সিয়াল টেনশন ছাড়াই ভালো বিশ্ববিদ্যালয়ে উন্নতমানের সার্টিফিকেট অর্জন করা। আপনার লিভিং কস্ট, বইপত্র, ভিসা ফি, ট্রাভেল সবকিছু যখন কতৃপক্ষ কভার করবে তখন আপনি নিশ্চিতে নিজেকে ভবিষ্যতের জন্য যোগ্য করে তুলতে পারবেন। তাছাড়া ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে ফোকাস করার সুযোগ তো থাকছেই!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ