ফ্রান্সে সন্ত্রাসী হামলায় নিহত আবুল খায়ের চৌধুরী হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা।
গতকাল রোববার বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জুরিস স্টালিংগার্দ থেকে শুরু হয়ে ঐতিহাসিক রিপাবলিক চত্বরে গিয়ে শেষ হয়।
এর আগে দুপুর ২টা থেকে মিশিলে অংশ নিতে হাজার হাজার বাংলাদেশি প্যারিসের স্টালিংগার্দে এসে জড় হন। সর্বস্তরের প্রবাসীদের সম্মিলিত অংশগহণে এ আয়োজন বিশাল জনসমুদ্রে পরিণত হয়।
উল্লেখ্য সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গন্ডবপুর গ্রামের আবুল খায়ের চৌধুরী প্যারিসে হত্যাকাণ্ডের শিকার হন। গত ২৩ মে থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরে ২৬ মে বোয়াসি রেল স্টেশনের পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। চৌধুরী আবুল খায়েরের মরদেহ ফ্রান্সের একটি হাসপাতালের মর্গে রেখে আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হয়।