ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে প্রবাসীর আত্মহত্যা

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
প্রবাসীর আত্মহত্যা

প্রবাস ফেরত এনামুল হক বাদশার (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ফরিয়াদুল এলাকা থেকে ওই ব্যক্তির নিজ কক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত বাদশা উপজেলার পদুয়া ৭নং ওয়ার্ডের ফরিয়াদেরকূল এলাকার মৃত মধু সওদাগরের প্রথম ছেলে। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহতের চাচাতো ভাই মো. কামাল উদ্দিন বলেন, মঙ্গলবার রাতের খাওয়া খেয়ে প্রতিদিনের মতো নিজের ঘরের রুমে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েন বাদশা। সকাল ১০টায় কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেন। দরজা না খুললে পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে তার মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, বাদশা বিভিন্ন এনজিও থেকে বউয়ের নামে ঋণ নিয়েছিলেন। ঋণের কিস্তির টাকা ব্যবস্থা করতে না পেরে তার মধ্যে হতাশা তৈরি হয়। এ থেকেই তিনি আত্মহত্যা করেছেন। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ