সৌদি আরবের খোবারের একটি হাসপাতালে কিছুদিন আগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাফিজ নামের এক বাংলাদেশি। তবে হাফিজের পরিবারের সন্ধান পাচ্ছে না সৌদি দূতাবাস।
দূতাবাস জানিয়েছে, মৃত ব্যক্তির নাম হাফিজ। তার বাবার নাম আমীন। তিনি সৌদি পাসপোর্ট এন্ড ইমিগ্রেশন ডিপার্টমেন্টের তথ্যানুযায়ী ২১ বছর আগে সৌদিতে এসেছিলেন। ১১ বছর আগে সর্বশেষ ছুটিতে দেশে গিয়েছিলেন। ২০০০ সালে যে এনালগ পাসপোর্ট নিয়ে সৌদিতে এসেছিলেন তারপর আর নতুন পাসপোর্ট নেননি তিনি। জাওয়াযাতে তার যে তথ্য পাওয়া যায় তাতে হাতে লিখা পাসপোর্টের শুধু নম্বর লিখা আছে, নম্বরের পূর্বে যে একটা এ বি সি হরফ লিখা থাকে তাও নেই। ফলে দূতাবাস পাসপোর্ট ডাটাবেজে তার কোনো তথ্য খুজে পাওয়া যায়নি।’
আরও জানিয়েছে, অনেকদিন ধরে হাফিজ তার ইকামার মেয়াদ নবায়ন করেননি। যে কারণে কদিন আগে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে খোবারের তোকবা কারাগারে ছিলেন তিনি। সেখানে থাকা অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে হাসপাতালে নেওয়ার পর তিনি সেখানে মারা যান। এখন তার মরদেহ নিয়ে বিপাকে পড়েছে দূতাবাস।
দূতাবাস জানিয়েছে, কোনো প্রবাসি যদি ছবি ও নাম দেখে শনাক্ত করতে পারেন তাহলে দূতাবাসের ডেথ সেকশনে +৯৬৬৫৭০২১২১৮০ এ কল করে বা হোয়াটস আপে জানাতে পারেন অথবা ইমেইল করতে পারেন deathinfo2015@gmail.com এই ঠিকানায়।