সৌদি আরবের গত এক সপ্তাহে ব্যবধানে মক্কা, জেদ্দা ও রাজধানী রিয়াদে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
জানা গেছে, গত সপ্তাহে সৌদি আরবের মক্কা মুহাম্মদ আবদুস ছবুর (৪০) নামের এক বাংলাদেশি হৃদ্রোগে আক্রান্ত হন। এ সময় তাকে কিং আবদুল আজিজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধী অবস্থায় তিনি মারা যান। আবদুস ছবুরের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন লোহাগাড়া সদর ইউনিয়নের নেয়াজটেক এলাকায়। বর্তমানে প্রবাসী আবদুস ছবুরের লাশ হাসপাতালের মর্গে রয়েছে।
গতকাল ১ নভেম্বর মঙ্গলবার মোহাম্মদ ইমান হোসেন মোল্লা হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মোহাম্মদ ইমান হোসেন মোল্লার গ্রামের বাড়ি চাঁদপুর শাহরাস্তি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ভিংরা এলাকায়। তার বাবার নাম মোহাম্মদ আলী মোল্লা।
এদিকে, জেদ্দা প্রবাসী মুহাম্মদ সেলিম উদ্দিন গত একমাস আগে ছুটিতে দেশে আসেন। সেখানে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতে যান। ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জেদ্দা প্রবাসী সেলিম উদ্দিনের গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে।
সৌদির রিয়াদে গত দুইদিন আগে মো. মেহেদী হাসান মুন্না নামে এক বাংলাদেশি যুবক হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। মেহেদী হাসান মুন্নার গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার পূর্ব চরপাতা এলাকার বাসিন্দা। মুন্নার মরদেহ সৌদির একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।