সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফেনীর যুবক নিহত

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফেনীর যুবক নিহত
জাহাঙ্গীর আলম

শনিবার জেদ্দা থেকে মক্কার দিকে যাওয়ার সময় দুর্ঘটনায় জাহাঙ্গীর মারা যান। সৌদিআরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় ফেনীর এক যুবক নিহত হয়েছেন।

বাংলাদেশ সময় শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটে বলে নিহত জাহাঙ্গীর আলমের স্বজনরা জানিয়েছেন। জাহাঙ্গীর আলম (২৬) ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের দক্ষিণ চর সাহাভিকারী গ্রামের মো. ইলিয়াছের ছেলে।

পাঁচ ভাইয়ের মধ্যে জাহাঙ্গীর আলম সবার ছোট। তিনি জেদ্দায় একজনের ব্যক্তিগত গাড়ির চালক ছিলেন।

জাহাঙ্গীরের ভাই জামশেদ আলম বলেন, “চার বছর আগে সৌদি আরব যান জাহাঙ্গীর। শনিবার বিকালে জেদ্দা থেকে মক্কার দিকে যাচ্ছিল জাহাঙ্গীর। পথেই দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এর কিছু সময় আগে তার মায়ের শেষ কথা হয়।”

রাতে জাহাঙ্গীরের মৃত্যুর সংবাদ পেয়ে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। জাহাঙ্গীরের পাঁচ ভাইয়ের মধ্যে চার ভাই বিবাহিত। পরিবারের সবচেয়ে ছোট ছেলেকে হারিয়ে বিহ্বল পরিবারের সদস্যরা।

বিলাপ করতে করতে জাহাঙ্গীরের মা আতরের নেছা বলেন, “ছোট ছেলেটাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। সে কামাই করে খাওয়াত। ভেবেছিলাম আগামী বছর ওকে দেশে এনে বিয়ে দিয়ে দেব। তার আগেই এভাবে চলে গেল। কীভাবে সহ্য করব।”

জাহাঙ্গীরের লাশ দেশে আনতে সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন স্বজনরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ